Emran Hosen

08/07/2025

বাবা,আল্লাহকে রাসূলকে ছাড়বেনা-মরহুম পীর সাহেব হুজুর।

হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ১ম ইন্তেকাল বার্ষিকি উপলক্ষে ঈসালে সওয়াব মাহফিল।

#ছারছীনা_দরবার, #পীর_সাহেব_হুজুর, #আল্লাহর_জন্য_আমল, #ইসলামী_নসীহত, #আত্মশুদ্ধি, #নেক_আমল, #ইখলাস, #আল্লাহর_সন্তুষ্টি, , , , , , , , , , , #মরহুম পীর সাহেব হুজুর

- আলহামদুলিল্লাহ...আমীরে হিযবুল্লাহ হযরত পীর ছাহেব হুজুর কেবলা'র দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হলো ছারছীনা দরবারে শরী...
07/07/2025

- আলহামদুলিল্লাহ...
আমীরে হিযবুল্লাহ হযরত পীর ছাহেব হুজুর কেবলা'র দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হলো ছারছীনা দরবারে শরীফের মরহুম হযরত পীর ছাহেব কেবলা, বাহরে শরীয়ত, হযরত মাওলানা শাহ সূফী মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এর ১ম ইছালে ছাওয়াব মাহফিল।

07/07/2025

আলিয়ার সিলেবাসে আউলিয়ায়ে কেরামের ইতিহাস নিয়ে ষড়যন্ত্র করলে আলিয়া মাদ্রাসা অবাঞ্চিত ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।
--পীর সাহেব ছারছীনা দরবার শরীফ।

- ছারছীনা শরীফের মরহুম হযরত পীর ছাহেব কেবলা, বাহরে শরীয়ত শাহ্ সূফী হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ১-ম ইন্ত...
07/07/2025

- ছারছীনা শরীফের মরহুম হযরত পীর ছাহেব কেবলা, বাহরে শরীয়ত শাহ্ সূফী হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ১-ম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে বাদ মাগরিব তালিম প্রদান করছেন-
আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মাঃজিঃআঃ) পীর ছাহেব, ছারছীনা দরবার শরীফ।

(নানা + নাতী)• ফুরফুরার পীর শায়খ আবু তাহের মুহাম্মদ মতিউল্লাহ সিদ্দিকী আল-কুরাইশী (বড় হুজুরের সেঝ সাহেবজাদা)।• ছারছিনার ...
07/07/2025

(নানা + নাতী)
• ফুরফুরার পীর শায়খ আবু তাহের মুহাম্মদ মতিউল্লাহ সিদ্দিকী আল-কুরাইশী (বড় হুজুরের সেঝ সাহেবজাদা)।
• ছারছিনার পীর শায়খ মুফতি আবু নসর নেছারদ্দিন আহম্মেদ হোসাইন।

স্বার্থের জন্য যারা ছারছীনা শরীফ থেকে আলাদা হয়েছে, তাদের কাছে যাবেন না।  __ মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী আল কুরায়শী (মা....
07/07/2025

স্বার্থের জন্য যারা ছারছীনা শরীফ থেকে আলাদা হয়েছে, তাদের কাছে যাবেন না।
__ মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী আল কুরায়শী (মা. জি. আ.)
পীর সাহেব ফুরফুরা দরবার শরীফ।

😭 গত বছর এই ১০ ই মোহাররম বিস্বাদময় এক কালো রাতে আপনাকে হারিয়েছি আমরা ওগো মুর্শিদ 😭😭
05/07/2025

😭 গত বছর এই ১০ ই মোহাররম বিস্বাদময় এক কালো রাতে আপনাকে হারিয়েছি আমরা ওগো মুর্শিদ 😭😭

05/07/2025

আজ ১ টি বছর হয়ে গেলো হুজুর নেই আমাদের মাঝে 😭😭

আল-হামদু লিল্লাহ...!! মুজাদ্দিদে জামান বাহারি শরিয়ত আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রঃ)এর প্রথম ই...
05/07/2025

আল-হামদু লিল্লাহ...!!
মুজাদ্দিদে জামান বাহারি শরিয়ত আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রঃ)এর প্রথম ইন্তেকাল বার্ষিকী ও পবিত্র আশুরা উপলক্ষে, ঈসালে সওয়াব ওয়াজ মাহফিল ও খাস ( বিশেষ) তালিমী জলসা।
তারিখঃ৭জুলাই ১১মহররম। সময়ঃবা'দ জোহর হতে বা'দ ইশা পর্যন্ত।
ছারছিনা দরবার শরীফের সিলসিলা ভুক্ত সম্মানিত তালিম দতাগণ, ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসজিদ ও জমইয়তে হিজবুল্লার নির্ধারিত ব্যক্তিবর্গ আমন্ত্রিত।

04/07/2025

মুহাররম মাসের ফজিলত ও আমলসমূহ।

মুহাররম মাস আরবি বছরের প্রথম মাস এবং নিষিদ্ধ চার মাসের অন্যতম।
* এ মাস 'কারবালার বিয়োগান্ত ঘটনা' হযরত হোসাইন (রা.) এর শাহাদাতের ইতিহাসকে কেন্দ্র করে প্রসিদ্ধ হয়ে আছে।
* এছাড়া এ মাসের দশ তারিখে আল্লাহ পাক তাঁর সৃষ্টির অসংখ্য কাজ সম্পাদিত করেছেন। এ দিনে পৃথিবী এবং আসমান জমিনের সৃষ্টি হয়।
* হযরত আদম (আ.) কে সৃষ্টি করা হয়। এ দিনেই তাকে দুনিয়াতে প্রেরণ করা হয়। তার তওবা কবুল হয়।
* হযরত নূহ (আ.) মহা প্লাবনের পর এ দিনেই জুদি পাহাড়ে তাঁর কিশতী অবস্থান করে।
* হযরত ইব্রাহীম (আ.) এর আগুনের কুণ্ডলী ফুল বাগানে পরিণত হয়।
* হযরত মূসা (আ.) স্বীয় কাওমসহ নীলনদ পার হন এবং সৈন্য সামান্তসহ ফিরাউন পানিতে নিমজ্জিত হয়ে মারা যায়।
* হযরত ইউনুস (আ.) এর তওবা কবুল হয়
* এ তারিখেই হযরত ইব্রাহীম ও হযরত ইসমাঈল (আ.) এর জন্ম হয় ইত্যাদি।
সবশেষে কোন এক মুহাররম মাসের ১০ তারিখেই কিয়ামত সংঘটিত হবে। এ সকল কারণে মুহাররম মাসের মর্যাদা ও মহত্ম বর্ণনাতীত।

* এ মাসে ইবাদত হিসাবে নফল রোযার গুরুত্ব অপরিসীম।

* হযরত আয়েশা সিদ্দীকা (রা.) হতে বর্ণিত আছে, কেহ এ মাসের প্রথম রাতে যদি সূরা ফাতিহার সাথে ১০ বার সূরা ইখলাছ দু' দু' রাকাত করে মোট আট রাকাত নামাজ আদায় করে তবে তার এবং তার পরিবার পরিজনকে রাসূল পাক ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে শাফায়াত করবেন।

* হযরত বাহাউদ্দিন নকশাবন্দী (রহ.) বলেছেন- এ মাসের প্রথম তারিখের রাতে যে ব্যক্তি একবার ফাতিহা দশবার সূরা ইখলাছ এবং যে ব্যক্তি سُنُوحٌ قُدُّوسٌ رَبُّنَا وَرَبُّ المَلَائِكَةِ وَالرُّوحِ এ দোয়া ১১ বার পাঠ করে মুনাজাত
করবে সে অশেষ সওয়াব ও অফুরন্ত নিয়ামত লাভ করবে।

* মুহাররম মাসের আ'শুরাকে কেন্দ্র করে তাজিয়া, মিছিল, মর্সিয়া, হাহুতাশ, আহাজারী করা, শোক প্রকাশ করা সম্পূর্ণ শরীয়ত বিরোধী বিদয়াতী কাজ। পক্ষান্তরে নফল নামাজ, রোযা, কুরআন শরীফ তিলাওয়াত, দোয়া দরূদ, হামদ নাত, ওয়াজ, নসিহত (জীবনী আলোচনা) করা ও আর্তমানবতার সেবায় গরীব দুঃখীদের সাহার্য করা শরীয়তের দৃষ্টিতে পুণ্যের কাজ। অতএব এ দিনে বিদয়াতী কাজ পরিত্যাগ করে নেককাজ করে আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অর্জন করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।

Address

Kalapara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emran Hosen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Emran Hosen:

Share