Bangladesh Cyber Community

Bangladesh Cyber Community The only aim is to work against injustice, obscenity, anti-Islam and for the protection of the country and nation.
(2)

নিউজফিডে Facebook Ads Business Manager এর একটা Ads ঘুরে বেড়াচ্ছে! এ্যাডসে বলতেছে , "বুস্ট করতে পারতেছেন না? এই এ্যাপ্স ড...
01/06/2025

নিউজফিডে Facebook Ads Business Manager এর একটা Ads ঘুরে বেড়াচ্ছে! এ্যাডসে বলতেছে , "বুস্ট করতে পারতেছেন না? এই এ্যাপ্স ডাউনলোড করেন!"
কাহিনী হচ্ছে, এই এ্যাপস ইন্সটল করলে, আপনার ডিভাইসের সব তথ্য তো হ্যাকারের কাছে যাবেই, সাথে হারাতে হবে সকল একাউন্টের এক্সেস, যেমন: ফেসবুক, ইন্সটাগ্রাম বা যেকোনো সোস্যাল মিডিয়া!!
কারণ, এ্যাডসে দেখানো Ads Business Manager টা ফেইক একটা এ্যাপ!!!
পোস্টে স্ক্রিনশট টা দেখতে পাচ্ছেন হয়তো এ্যাডস টার!
সুতরাং, এই ধরনের এ্যাডস দেখেই ক্লিক করে কোনো অপরিচিত বা পরিচিত নামের এ্যাপস ইনস্টল দেওয়ার আগে ভালোভাবে যাচাই বাছাই করুন!
কিভাবে বুঝবেন ফেইক-
- প্রথমত এ্যাডসে দেখানো এ্যাপসের নামটাই ভুল! আসল নাম "Meta Ads Manager"
- দ্বিতীয়ত যেসব Meta Apps বা software এর প্রোমোশন চলে ফেসবুকে সেগুলোই ভেরিফাইড এবং তাদের নামের পাশে ব্লু টিক থাকে, যেটা এই এ্যাডসে নেই!!
তাই, অনলাইনে কোনো কিছু দেখলেই ডাউনলোড করা বা ক্লিক করা থেকে বিরত থাকুন , আগে যাচাই বাছাই তারপর ক্লিক

23/05/2025

সম্প্রতি প্রায় 1.2 Billion ফেসবুক ব্যবহারকারীর ডাটা লিক করেছে এক হ্যাকারগোষ্ঠী!!

এর মানে কি আপনার আইডি হ্যাকড?
না! এমন না!
মূলত Data Scrapping এর মাধ্যমে ব্যবহারকারীদের এক্সেসাবল তথ্য যেমন: নাম, জন্মদিন, বয়স ,লোকেশন, পেশা ইত্যাদির তথ্য Scarp করেছে গোষ্ঠীটি, যদিও ফেসবুকে Data Scrapping নিষিদ্ধ!
তবে এতে রিস্কটা কি?
রিস্ক হচ্ছে, হ্যাকাররা এসব তথ্য দিয়ে টার্গেটেড অডিয়েন্সে স্ক্যাম বা এ্যাটাক চালাতে পারবে! যা বিরাট আর্থিক ক্ষতি করতে পারে!
এসব থেকে সুরক্ষিত থাকতে-
- Privacy থেক্র ব্যক্তিগত তথ্য Only Me করে দিন
- ফ্রেন্ড লিস্ট, ফিউচার পোস্ট, পোস্ট ভিজিবিলিটি Friends করে দিন!!

Bangladesh Cyber Community

23/05/2025

Gmail হ্যাক হলে বা লগ-ইন না করতে পারলে কি করবো???

Gmail এর পাসওয়ার্ড জানার পরো লগ-ইন করা যায়না, কিংবা জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেলেও কোনোভাবেই লগ-ইন হচ্ছেনা!!
এই ঝামেলাটা তো অনেকের-ই হয়, I guess!!
Gmail-এর এসব ঝামেলা থেকে মুক্ত থাকতে কি করতে হবে , এটাই অনেকের প্রশ্ন?
- একটা সহজ সমাধান হচ্ছে "Gmail দিয়ে একটা ইউটিউব চ্যানেল খোলা থাকতে হবে"!
ব্যাপারটা অদ্ভুত না?
কিন্তু বাস্তবতা হচ্ছে, জিমেইলের আন্ডারে যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, তখন জিমেইল টা খুব সহজেই রিকভারি করা সম্ভব!
আর এর বাইরে, জিমেইলের Backup Email, Passkey , Skip Password When Possible, 2 step verification phones (আরেকটা two factor চালু না করলেও হবে) এসব চালু রাখলেও ৭০-৮০% টাইমেই রিকভারি করা যায়!

আর সব চেষ্টা করেও ব্যর্থ হলে, এবং জিমেইল দিয়ে কোনো YouTube channel থাকে , তবে ১০০% রিকভারি সম্ভব!!!

আর YouTube Channel এর Channel Id টা কোথাও সেইভ করে রাখার চেষ্টা করবেন, এতে যদি এমন-ও হয় আপনার ইউটিউব চ্যানেল গায়েব হয়ে গেছে আবার জিমেইলেও ঢুকতে পারছেন না, তখন চ্যানেল আইডির সাহায্যে পুরো জিনিসটাই সমাধান সম্ভব হবে তখন!!

জিমেইল রিকভারির জন্য, Different Devices থেকে ফরগেট পাসওয়ার্ড বা Try Another দিয়ে চেষ্টা করলে একটা রিকভারি অপশন পাওয়া যায়, তাও না হলে ইউটিউব লাইভ চ্যাটে কমিউনিকেশন করেও হেল্প নেওয়া যেতে পারে।

জনস্বার্থে পোস্ট টা শেয়ার করে দিতে পারেন।
Bangladesh Cyber Community

23/04/2025

সংসদ ভবনের বাংকারে লুকিয়েছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন...

23/04/2025

"বান্দা যখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহ ক্ষমা করে দেন।"

17/04/2025

*ইমাম মাহদী আসার পূর্বে প্রায় ৭০টি আলামতের*
*কাছে হাদীসে বর্ণনা আছে।* *তার মধ্যে প্রায়*
*৬৫টি পূর্ণ হয়ে গেছে।* *এর কয়েকটি তুলে*
*ধরলাম*
-
১.মানুষের ধন-সম্পদ বৃদ্ধি হবে (বুখারী)
২.মানুষ চুলে কলপ ব্যবহার করবে (আবু দাউদ)
৩.ঘন ঘন ভূমিকম্প হবে (বুখারী)
৪.(বিনা বিচারে) হত্যাকান্ড বেড়ে যাবে (বুখারী
ও মুসলীম)
৫.ঘন ঘন বাজার বসবে ও মহিলারা সর্বপ্রথম
সেখানে ঢুকবে (বুখারী,মুসলীম ও মিশকাত)
৬.(পুরুষের তুলনায়) মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে
(বুখারী ও মুসলীম)
-
এছাড়াও আরো রয়েছে,
-ঘন ঘন বজ্রপাত হবে। বিভিন্ন এলাকার মানুষের
যখন পরস্পরের সাথে দেখা হবে, তারা বলবে
গত বজ্রপাতে তোমাদের এলাকায় কতজন মারা
গেছে,
-সুদের ছড়াছড়ি হবে,
-জ্বীনা-ব্যভিচার (প্রেম -ভালবাসা,অবৈধ
সম্পর্ক,পরকীয়া) বেড়ে যাবে,
-সময়ের দ্রুত চলে যাবে (বরকত কমে যাবে),
-গান-বাজনা ব্যাপক বৃদ্ধি পাবে ও তাকে হালাল মনে
করা হবে,
-মদ্যপান বেড়ে যাবে ও তা অন্য নাম দিয়ে বিক্রি
করা হবে,
-আকাশ থেকে (স্যাটালাইটের মাধ্যমে) ফেতনা
বর্ষিত হবে,
-মুসলীম উম্মাহর একদল মূর্তিপূজা করবে (বুঝে
নেন!),
-দাসী তার প্রভুকে জন্ম দেবে (মেয়ে তার
মায়ের সাথে দাসীর মত ব্যবহার করবে),
-নায়ক-নায়িকা -গায়ক,গায়িকা (Singers),নর্তকী(Dancers)দের ক্বদর বেড়ে যাবে,
-মুসলীমরা সব জায়গায় নির্যাতিত হবে
-ফুরাত নদী শুকিয়ে যাবে (বর্তমানে শতকরা ৯৪
ভাগ শুকিয়ে গেছে!খবর রাখেন?)আর তা
থেকে স্বর্নের পাহাড় উঠে আসবে।শতকরা ৯৯
ভাগ মানুষ তা নিজের মনে করবে ও যুদ্ধে যাবে
,
-সৌদি নেতৃত্বে তিনটি ফাটল হবে (বর্তমান বাদশাহর
তিনজন ছেলে)

বাকি ৫ টির মধ্যে ৪ আলামত,,, যা পূরণ হলে
কেয়ামতের দিন গোনা শুরু হয়ে যাবে,,
সেগুলো...
১.আলেমদের থেকে ইলম উঠিয়ে নেবে,
২.ক্বারিদের থেকে তেলাওয়াত উঠিয়ে
নেবে,
৩.কোরআনের লেখা মুছে যাবে মানে একদম
সাদা হয়ে যাবে,
৪.পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে।
আগে মনে হতো কেয়ামত আসতে এখনো
সময় আছে।। কিন্তু এখন মনে হয় কেয়ামত
এতো কাছে যে হয়তো আমিও কেয়ামত
দেখতে পারবো,,,,
অথচ প্রতিদিন মৃত্যু আমাকে ৭ বার স্মরণ করছে
আল্লাহ আমাদের সকল মুসলিমদের ইমান ধরে রাখার
তৌফিক দান করুন,,
হে আল্লাহ আমরা সকলেই আপনার কাছে গুনাহগার।।
আপনার দেয়া এতো সুন্দর পৃথিবীটা কে আমরা
শয়তানের ধোকায় এসে নষ্ট করে দিচ্ছি।।
আমাদের কে ক্ষমা করুন ।
আমিন 🤲😥

17/04/2025

শুকরিয়া

07/12/2024

Bangladesh Cyber Community

30/11/2024

যেসকল °Cyber Community°
দেশের এই খারাপ সময়ে
কাজ করে যাচ্ছে আল্লাহ সকলকে উত্তম প্রতিদান দান করুন 🤲

🚫অ'শ্লী'ল'তা ছড়ানোর অ'প'রা'ধে একটি ফেসবুক আইডি অ'প'সা'র'ণ  করা হলো।লিংক কমেন্ট বক্সে দেওয়া হলো..
30/11/2024

🚫অ'শ্লী'ল'তা ছড়ানোর অ'প'রা'ধে একটি ফেসবুক আইডি অ'প'সা'র'ণ করা হলো।
লিংক কমেন্ট বক্সে দেওয়া হলো..

আলহামদুলিল্লাহ। Hafez Nazmus Shakib এর নামে ফে'ক আইডি খুলে প্র'তারণার অভিযোগে উক্ত ফেসবুক আইডিটি নি'ষ্ক্রি'য় করতে সক্ষম।...
01/11/2024

আলহামদুলিল্লাহ। Hafez Nazmus Shakib এর নামে ফে'ক আইডি খুলে প্র'তারণার অভিযোগে উক্ত ফেসবুক আইডিটি নি'ষ্ক্রি'য় করতে সক্ষম।
নি'ষ্ক্রি'ত আইডির লিংক কমেন্ট বক্রে দেওয়া হলো |

৫ আগস্ট বিজয় অর্জিত না হলে পরদিন থেকে সশস্ত্র সংগ্রামের ডাক দিতাম- নাহিদ ইসলাম গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার গণহত্যা চালাল...
29/10/2024

৫ আগস্ট বিজয় অর্জিত না হলে পরদিন থেকে সশস্ত্র সংগ্রামের ডাক দিতাম- নাহিদ ইসলাম

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার গণহত্যা চালালে এবং বিজয় অর্জন না হলে সশস্ত্র সংগ্রামের ভিডিও বার্তা দিয়ে রেখেছিলেন বলে জানিয়েছেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘৫ আগস্ট অর্থাৎ ৩৬ জুলাই আমরা একটা ভিডিও করে বের হয়েছিলাম, ভিডিওতে আমি বলেছিলাম যে, আজ যদি কোনো গণহত্যা হয় বা ম্যাসাকার হয়, তাহলে আমাদের সশস্ত্র সংগ্রামের আহ্বান থাকবে। আমরা ফিরে নাও আসতে পারি আপনারা লড়াই চালিয়ে যাবেন। একটা ভিডিও করে আমি কিছু সাংবাদিককে দিয়ে এসেছিলাম। যদি আজ আমি না ফিরি, আজ আমাদের বিজয় অর্জন না হয়, তাহলে এটাই আমাদের শেষ বার্তা। আমরা প্রত্যেকেই মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম এবং এখনো আছি।’

Address

Kalaroa Satkhira
Kalaroa

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Cyber Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Cyber Community:

Share