BM Shaidul Islam

BM Shaidul Islam Assalamu Alaikum Warahmatullahi Wabarakatuh.Well come to My Page

01/12/2024

আলহামদুলিল্লাহ,,,,, গত ২৭/১১/২৪ তারিখে।আমার পুএ সন্তান হয়েছে। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন।🤲

তুমি কি জানতে চাও, আল্লাহর কাছে তোমার সম্মান কতটকু? তাহলে দেখ, তিনি তোমাকে কোন অবস্থায় রেখেছেন...- যদি দেখ তিনি তোম...
29/09/2024

তুমি কি জানতে চাও, আল্লাহর কাছে তোমার সম্মান কতটকু? তাহলে দেখ, তিনি তোমাকে কোন অবস্থায় রেখেছেন...

- যদি দেখ তিনি তোমাকে তার যিকিরে মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমাকে স্মরণ করতে চান।

- যদি দেখ তিনি তোমাকে কুরআন দ্বারা মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমার সাথে কথা বলতে চান।

- যদি দেখ, তিনি তোমাকে ইবাদাত/আনুগত্যে ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমাকে তার সান্নিধ্যে টেনে নিয়েছেন।

- যদি দেখ, তিনি তোমাকে দুনিয়া দিয়ে ব্যস্ত করে দিয়েছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে দূরে ঠেলে দিয়েছেন।

- যদি দেখ, তিনি তোমাকে লোকজনের সাথে মশগুল বানিয়ে দিয়েছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে অপমানিত করেছেন।

- যদি দেখ, তিনি তোমাকে দুআর দ্বারা ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে কিছু দিতে চান।

অতএব, সবসময় নিজের অবস্থা দেখ। তুমি কোন কাজে মশগুল? আল্লাহ তোমাকে যে কাজে ব্যস্ত রেখেছেন, সেটাই তোমার অবস্থান তাঁর কাছে...

- ড. রাতিব আন-নাবলুসি

আমাদের গর্বের সেনাবাহিনী সেলুট 🇧🇩
25/08/2024

আমাদের গর্বের সেনাবাহিনী সেলুট 🇧🇩

🥺🥺🥺🥺🥺
17/07/2024

🥺🥺🥺🥺🥺

06/04/2024

আলহামদুলিল্লাহ 🤲🤲🤲

স্বর্ণের অক্ষরে লিখার মত কথাটা। আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন।🔻একবার শায়খুল হাদিস মুফতি তাকি উসমানী কে জিজ্ঞাসা করা হ...
18/02/2024

স্বর্ণের অক্ষরে লিখার মত কথাটা।
আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন।🔻
একবার শায়খুল হাদিস মুফতি তাকি উসমানী কে জিজ্ঞাসা করা হল, জীবনের সারকথা কী?

তিনি উত্তরে ২০টি সুক্ষ্ম বিষয়ের কথা তুলে ধরেন:
১. সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় কর।

২. চেষ্টা কর সারা জীবনে কেউ যেন তোমার অভিযোগ অন্য কারো কাছে না করে। আল্লাহর কাছে কখনই না।

৩. বংশীয় লোকদের সাথে কখনো প্রতিদ্বন্দ্বিতা করো না। ক্ষতি হলে মেনে নিও, তবে বিরোধিতা করো না। পরে ভালো ফল পাবে।

৪. কোথাও এ কথা বলো না যে, আমি আলেম। আমার সাথে অনুগ্রহ করেন। এটি কখনই কাম্য নয়। চেষ্টা কর দ্বীনদারী হয়ে চলার।

৫. সর্বোত্তম দস্তরখান হল নিজ ঘরের দস্তরখান। যে রিজিক পাবে তাই রাজার হালে খাবে।

৬. আল্লাহ ব্যতীত অন্য কারো থেকে আশা করো না।

৭. প্রত্যেক আগামী দিনে পরিশ্রম বৃদ্ধি কর।

৮. বিত্তশালী ও অহংকারী ব্যক্তি থেকে দূরে থাকাই শ্রেয়।

৯. প্রতিদিন সকালে কিছু দান খয়রাত কর। আর সন্ধ্যায় এস্তেগফার পাঠ করার অভ্যাস কর।

১০. নিজের কথার মাঝে মিষ্টতা তৈরি কর।

১১. উচ্চস্বরে কথা বলো না। এমনকি ছোট বাচ্চাদের সাথেও নয়।

১২. যে জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হচ্ছে সে জায়গাকে মনেপ্রাণে ভালোবাসো। যেমন সম্মান করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে।

১৩. চেষ্টা কর সারা জীবনে সফল মানুষদের সাথে ওঠাবসা করবে। একদিন তুমিও তাঁদের অন্তর্ভুক্ত হবে।

১৪. প্রত্যেক সেক্টরের যোগ্য ব্যক্তিদের সম্মান কর। তার সামনে আদবের সাথে আসা উচিত। হোক সে যে কোন ময়দানের।

১৫. পিতা মাতা, শিক্ষক ও আত্মীয় স্বজনদের সাথে যেমন উত্তম আচরণ করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে।

১৬. সব কাজে মধ্যমপন্থা গ্রহণ কর।

১৭. জন সাধারণের সাথে সম্পর্ক রেখ। তাদের থেকে অনেক কিছু শেখা যায়।

১৮. একজনের অভিযোগ অন্যের কাছে না করা। অভিযোগকারীকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপছন্দ করতেন।

১৯. সব কথা ইতিবাচকভাবে উপস্থাপন কর। এর দ্বারা অনেক সমস্যার সমাধান হয়।

২০. বড়দের বৈঠকে চুপ থেক।

কপি সংগৃহীত

৭ম শ্রেনীর পাঠ্যপুস্তকে লিংগ বিকৃতি মতবাদ শিখিয়ে কি অর্জন করতে চায় দেশ? গত ভার্সন নিয়ে সমালোচনার কারণে প্রতিশ্রুতি দিয়েছ...
03/01/2024

৭ম শ্রেনীর পাঠ্যপুস্তকে লিংগ বিকৃতি মতবাদ শিখিয়ে কি অর্জন করতে চায় দেশ?

গত ভার্সন নিয়ে সমালোচনার কারণে প্রতিশ্রুতি দিয়েছিল যে সংশোধন করা হবে। কিন্তু তা হয়নি। বরং সেই শব্দটি উল্লেখ করা ছাড়াই আরো সুকৌশলে শিশুদের মস্তিষ্ক ধোলাই করার চক্রান্ত বলে মনে হয়।

এই উদ্যোগের পিছনে একটি এনজিও কাজ করছে যারা সরকারের নীতি-নির্ধারকদের অসচেতনতাকে পুজি, পশ্চিমাদের চাপকে সামনে রেখে এই ইস্যু ঢুকিয়ে দিতে কাজ করেছে। সেই প্রতিষ্ঠান তাদের ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনে (আমার কাছে ডাউনলোড করা আছে) এই অর্জনের জন্য ক্রেডিট নিয়েছে।

কোমলমতি শিশুদের লিংগ নিয়ে বিভ্রান্তি করার মাধ্যমে কি সাস্টেইন্যাবল সোসাইটি গড়া যাবে? যে মতবাদে পরিবার বিধংসী তা সেই মূল্যবোধ দিয়ে ভাল সমাজ তৈরি করা যাবে?

যে মতবাদের বিরুদ্ধে শংকিত হয়ে পশ্চিমা বিশ্বের পিতামাতারা রাস্তায় নেমেছেন, সেখানে বাংলাদেশের মত সামাজিক প্রেক্ষাপটে এই পরিবার বিধংসী মতবাদ শিখিয়ে নিজেদের পায়ে কুড়াল মারা হলো না?

অবহেলিত ইন্টারসেক্স (হিj জ ড়া) মানুষদের সহানুভূতিকে পুজি করে ট্র মতবাদ সংযোজনে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পিতা হিসেবে অত্যন্ত বিস্মিত, মর্মাহত।

ভবিষ্যত প্রজন্মের স্বার্থে সেই বিকৃত মতবাদকে পাঠাপুস্তক থেকে বাদ দিতে দাবী জানাচ্ছি।

Mohammad Sorowar Hossain

বিজাতীয় ও বিধর্মীয় সংস্কৃতি (থার্টি ফার্স্ট নাইট এবং নিউ ইয়ার) পালন করা মুসলমানদের জন্য হারাম‼️ আল্লাহ আমাদের বুঝবার তৌফ...
31/12/2023

বিজাতীয় ও বিধর্মীয় সংস্কৃতি (থার্টি ফার্স্ট নাইট এবং নিউ ইয়ার) পালন করা মুসলমানদের জন্য হারাম‼️ আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন।

যেই মো*ল্লাদেরকে বিশ্ব বাকা চোখে দেখতো সেই মো*ল্লারাই এখন একেরপর এক চমক দেখাচ্ছে।তাদের মুদ্রা এখন বিশ্বসেরা। তারা মা*দকদ...
16/12/2023

যেই মো*ল্লাদেরকে বিশ্ব বাকা চোখে দেখতো সেই মো*ল্লারাই এখন একেরপর এক চমক দেখাচ্ছে।

তাদের মুদ্রা এখন বিশ্বসেরা। তারা মা*দকদ্রব্য আফিম চাষ বন্ধে শতভাগ সফল। তাদের দেশে এখন তেল সহ বিভিন্ন খনিজ সম্পদ উৎপাদন হয়। এরপর তারা এখন বিশ্ববাজারে নিজেদের ব্রান্ড শো করতেছে।

আলহামদুলিল্লাহ
আ*ফ*গা*ন মোল্লারা সফল হয়েছে।
অচিরেই সকল শক্তিশালী দেশগুলো তাদের পায়ের নিচে আসবে ইনশাআল্লাহ।🙂

১০০%সঠিক
02/12/2023

১০০%সঠিক

"আমাকে কি দেখতে পাও মুসলিম শাসক বৃন্দ।" 🗣️ফিলিস্তিনি শিশু
28/10/2023

"আমাকে কি দেখতে পাও মুসলিম শাসক বৃন্দ।"

🗣️ফিলিস্তিনি শিশু

দুই বাহিনীর মাঝে পার্থক্য ছবিতেই স্পটভাবে প্রতীয়মান!
12/10/2023

দুই বাহিনীর মাঝে পার্থক্য ছবিতেই স্পটভাবে প্রতীয়মান!

Address

Kalaroa, Satkhira
Kalaroa
9410

Telephone

+601164098386

Website

Alerts

Be the first to know and let us send you an email when BM Shaidul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category