MD Shohid Hossen

MD Shohid Hossen Ⓟⓡⓞⓥⓔⓓ
(গুছিয়ে গল্প বলা যায়,অনুভূতি না)
একটা কথা আছে, নিয়ত যদি Strong থাকে, তাহলে যেকোন কিছু Achieve করা সম্ভব। অতএব 🙋জীবন হোক Excellent এর সাথে❗

জীবন হোক Excellent এর সাথে!

🛬:মানুষের জীবনে সুখ-দুঃখ, হাসি-কান্না, পাওয়া-না পাওয়ার দাবানলে সময় সবসময় একরকম থাকে না। কখনো দিন থাকে আলোয় ভরা, আবার কখন...
29/07/2025

🛬:মানুষের জীবনে সুখ-দুঃখ, হাসি-কান্না, পাওয়া-না পাওয়ার দাবানলে সময় সবসময় একরকম থাকে না। কখনো দিন থাকে আলোয় ভরা, আবার কখনো আকাশ ঢেকে যায় কালো মেঘে। ঠিক তখনই চেনা যায় প্রকৃত মানুষটিকে—যে কঠিন সময়ে এগিয়ে আসে, পাশে দাঁড়ায়, জড়িয়ে ধরে, কাঁধে কাঁধ মিলে হাঁটে। এমন একজন মানুষের ভালোবাসা, সহানুভূতি ও উপস্থিতি কোনো অর্থমূল্যেই পরিশোধ করা যায় না। তার ঋণ শোধ করতে নেই, বরং সেটি বয়ে বেড়াতে হয় আজীবন কৃতজ্ঞতা আর সম্মানের সঙ্গে।
কঠিন সময়েই প্রকৃত সম্পর্কের পরীক্ষা হয় বন্ধু, আত্মীয় কিংবা প্রিয়জন—সবাই ভালো সময়ে হাততালি দেয়, পাশে দাঁড়ায়। কিন্তু যখন জীবন ভেঙে পড়ে, যখন মন ভেঙে কান্না আসে, তখন যে মানুষটি নির্দ্বিধায় এসে জড়িয়ে ধরে, তাকে চেনা যায় না কেবল “চেনা” শব্দে—তাকে চিনতে হয় তাকে গ্রহণ করতে হয় হৃদয়ের সবচেয়ে সম্মানিত স্থানে। কারণ, সেই মানুষটি শুধু আমার নয়, মনের একাকিত্বও জড়িয়ে ধরে।
ঋণ নয়, এটি এক আশীর্বাদ সাহায্য নেওয়া মানেই ঋণ নয়। একজন যখন আপনার কান্না দেখে কাঁদে, আপনার দুঃখে নিজের শান্তি বিসর্জন দেয়—তখন সে কোনো প্রতিদান চায় না। সে শুধু চায়, আপনি আবার দাঁড়ান। আপনি আবার হাঁটেন। এই ভালোবাসা কখনো টাকার, উপহারের বা কৃতজ্ঞতার কথায় শোধ হয় না। এর প্রতিদান একটাই—তার প্রতি আজীবন সম্মান আর নির্ভরতার জায়গা ধরে রাখা।
মানবিকতা কখনো হিসেব করে না যে মানুষটি আপনার খারাপ সময়েও দূরে না গিয়ে আপনার পাশে থাকে,তার হৃদয়টি হয় অসাধারণভাবে মানবিক। এই ধরনের হৃদয় কোনো বিনিময় চায় না। তাই যদি কেউ এমন কোনো সময়ে আপনার পাশে থাকে, তাহলে তার কাছে নিজেকে ঋণী ভাববেন না; বরং গর্ব করবেন যে আপনি এমন একজন মানুষের বিশ্বাসের জায়গায় জায়গা পেয়েছেন।
জীবনের কঠিন সময় আমাদের অনেক কিছু শেখায়। তবে সবচেয়ে বড় শিক্ষা এটি যে, কাকে হৃদয়ের গভীরে স্থান দেওয়া উচিত। যে দুঃসময়ে জড়িয়ে ধরে, তার প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও শ্রদ্ধার বন্ধন তৈরি হয়—যা কোনো দিন ভাঙা উচিত নয়। কারণ, এই ঋণ কোনো কাগজে লেখে নয়, লেখা থাকে হৃদয়ের পাতায়। আর হৃদয়ের ঋণ কখনো শোধ করা যায় না—শুধু সযত্নে ধরে রাখতে হয়।

25/12/2024

ahaaa kobita..🫰🙋‍♂️

06/04/2023
27/10/2022

একটা মেয়ের জীবনে সব থেকে বড় পাওয়া হচ্ছে একজন কেয়ারিং Husbent❤️

27/10/2022

ব্যাথার শহরে ব্যাথার গল্প কাকে শোনাবো।
এখানে প্রতিটা মানুষের একটা করে দীর্ঘশ্বাস এর গল্প রয়েছে।

27/10/2022

তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেয়াদপ হওয়ায় ভালো💐

27/10/2022

বয়স বাড়ছে,চাপ বাড়ছে,
টেনশন বাড়ছে,দায়িত্ব বাড়ছে
ভালো থাকাটাই কমে যাচ্ছে।

27/10/2022

জীবনে তিনটা জিনিস খুব বেশি দামি
💐🌸💐
(বিশ্বাস-বন্ধুত্ব-ভালোবাসা)

27/10/2022

এতোটা গুরুত্ব দেওয়ার পরেও যাদের প্রিয় হতে পারিনি,
তাদের কৃতঙ্গতা জানাই😇

27/10/2022

কারো কথায় মাইন্ড করি না।
(খারাপ-আমার ও লাগে)

27/10/2022

বন্ধুত্ব হচ্ছে ডানা বিহীন ভালোবাসা🥀

Address

Kaliganj

Alerts

Be the first to know and let us send you an email when MD Shohid Hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Shohid Hossen:

Share