Green24

Green24 (D)
(1)

11/07/2025
15/06/2025

ইরান যখন ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তখন হয়তো ৮ টি/১০টি ক্ষেপণাস্ত্রই IS^রাইলে পৌঁছায়।
তার কারণগুলো—

যখন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসফাহান থেকে IS^রাইলের দিকে নিক্ষিপ্ত হয়, তখন সর্বপ্রথম তাকে থামানোর চেষ্টা করে:
১. ইরাকে অবস্থানরত আমেরিকান সেনা বাহিনী।

২. সংযুক্ত আরব আমিরাতে থাকা ফরাসি রাফায়েল যুদ্ধবিমান (যেগুলো সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করার অনুমতি পায়)।

৩. পারস্য উপসাগরে টহল দেওয়া ‘ইউএসএস কার্ল ভিনসন’ নামক বিমানবাহী রণতরী ও অত্যাধুনিক মিসাইল ডেস্ট্রয়ারগুলো।

যদি ইরানি ক্ষেপণাস্ত্র এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ফাঁকি দিতে সক্ষম হয়,
তাহলে তাকে থামাতে আসে—

৪. জর্ডানের বিমানবাহিনী, জর্ডানে অবস্থিত আমেরিকান ঘাঁটি।

৫. সাইপ্রাস থেকে উড়ে আসা ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন ও এফ-৩৫ যুদ্ধবিমান।

৬. এই সকল প্রতিরক্ষা স্তর পার হয়ে গেলেও তাকে থামাতে এগিয়ে আসে IS^রাইলের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

Arrow-3: ২০০০ কিলোমিটার দূরে থেকেই মহাকাশে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে।
Arrow-2: যদি তা ব্যর্থ হয়, তাহলে এই সিস্টেম ১৫০০ থেকে ৫০০ কিলোমিটার দূরে ফাঁদ পেতে অপেক্ষা করে।

এরপর রয়েছে David’s Sling. যেটি ৩০০ কিলোমিটার থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্রকে ধাওয়া করে।

সবশেষে ক্ষেপণাস্ত্র যদি এত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়েও এগিয়ে আসে,
তাহলে তাকে থামাতে প্রস্তুত থাকে Iron Dome.

যেটি ৭০ কিলোমিটার থেকে ৪ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার চেষ্টা করে।

এখন প্রশ্ন হতে পারে, পৃথিবীর আর কোনো দেশের ক্ষেপণাস্ত্র কি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে গিয়ে এত বাধার সম্মুখীন হয়?

এবং মনে রাখতে হবে, ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো তারা নিজেরাই তৈরি করেছে কিন্তু এগুলোকে প্রতিহত করতে যে সব প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে, সেগুলো বিভিন্ন উন্নত বিশ্বের দেশগুলোর সর্বোচ্চ প্রযুক্তির ফসল।

সংগৃহীত।

08/05/2025

① Photo
Doubble tap to open

পাকিস্তান বিমানবাহিনীর সবচেয়ে কার্যকর অস্ত্র হলো—যুক্তরাষ্ট্র থেকে আনা এফ-১৬ যুদ্ধবিমান। ‘এয়ার টু এয়ার’ হামলার ক্ষেত্রে ...
07/05/2025

পাকিস্তান বিমানবাহিনীর সবচেয়ে কার্যকর অস্ত্র হলো—যুক্তরাষ্ট্র থেকে আনা এফ-১৬ যুদ্ধবিমান। ‘এয়ার টু এয়ার’ হামলার ক্ষেত্রে এফ ১৬ অত্যধিক সফল। বিশ্বের যেকোনো প্রান্তে যেকোনো আবহাওয়ায় এটি উড়তে ও আঘাত হানতে সক্ষম।

মাটিতে থাকা যেকোনও চলন্ত বস্তুকেও নিশানা করতে সক্ষম এই যুদ্ধবিমান। প্রতি ঘণ্টায় ওড়ে ২৪১৪ কিলোমিটার। আকাশপথে যুদ্ধের ক্ষেত্রে এফ ১৬ কে অনেক অত্যাধুনিক যুদ্ধবিমানের চেয়ে এগিয়ে রাখেন বিশেষজ্ঞরা। এছাড়া এফ-১৬ এর অস্ত্র রাখার ক্ষমতাও ক্ষমতাও অবিশ্বাস্য। ২১,২৮২ কেজি বিস্ফোরক নিয়ে ওড়ার ক্ষমতা রয়েছে এফ ১৬-এর।

ভারতের সাথে সংঘাতে বারংবার আলোচনায় আসে এই যুদ্ধবিমানের কথা।

আব্বা কইসিলাম😀🤒
30/04/2025

আব্বা কইসিলাম😀🤒

শিমলা চুক্তি বাতিল: কাশ্মীরের জন্য আশাবাদ, বাংলাদেশের জন্য শিক্ষাপাকিস্তান সম্প্রতি ঐতিহাসিক শিমলা চুক্তি (1972) বাতিল ক...
26/04/2025

শিমলা চুক্তি বাতিল: কাশ্মীরের জন্য আশাবাদ, বাংলাদেশের জন্য শিক্ষা

পাকিস্তান সম্প্রতি ঐতিহাসিক শিমলা চুক্তি (1972) বাতিল করেছে। অনেকেই বুঝে না বুঝে হইচই শুরু করেছে, কিন্তু সময় এসেছে সত্যিটা বিশ্লেষণ করার।

১. শিমলা চুক্তি আসলে কী ছিল?
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তখন পাকিস্তানি বাহিনী ভারতীয় সেনা ও বাংলাদেশি মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বাংলাদেশ থেকে আত্মসমর্পণ করা ৯০ হাজার পাকিস্তানি সৈন্য ভারত বন্দি করে রাখে।
এই বিপুল সংখ্যক বন্দির বিনিময়ে ভারত ১৯৭২ সালে পাকিস্তানের সাথে 'শিমলা চুক্তি' করে। এতে ভারত পাকিস্তানকে দয়া করে ক্ষমা করে দেয় এবং বন্দিদের ফেরত পাঠায়। বিনিময়ে পাকিস্তান কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক ফোরামে না তুলার অঙ্গীকার করে, এবং ভারত তা ব্যবহার করে কাশ্মীরকে কার্যত স্থায়ীভাবে দখল করে নেয়।

মানে, বাংলাদেশের কাধের উপর বন্দুক রেখে কাশ্মীর দখল করে নেয়া হয় পাকিস্তানের কাছ থেকে।

২. বাংলাদেশের এখানে ভূমিকা কী ছিল?
এই চুক্তিতে বাংলাদেশের কোনো অংশগ্রহণ ছিল না। অথচ পাকিস্তান আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, আমাদের লাখো মানুষ শহীদ হয়েছিল, মা-বোনদের ইজ্জত হারিয়েছিল, দেশ ধ্বংস হয়ে গিয়েছিল—তার বিচার না চেয়ে ভারত বরং পাকিস্তানের সাথে "বন্ধুত্ব" চুক্তি করে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত কৌশলে ব্যবহার করেছে নিজের আঞ্চলিক রাজনৈতিক ও ভূকৌশলগত স্বার্থে।

৩. চুক্তি বাতিলের তাৎপর্য কী?
শিমলা চুক্তি ভাঙার মাধ্যমে পাকিস্তান এখন কাশ্মীর ইস্যুতে নতুন করে আন্তর্জাতিক চাপ তৈরি করতে পারবে। কাশ্মীরিদের জন্য এটি ইতিবাচক বার্তা।
তবে কেউ কেউ অযথা বাংলাদেশের নিয়ে চিন্তিত হয়ে পড়ছে, যেন পাকিস্তান আবার আমাদের দাবী করে বসবে! এটি ভিত্তিহীন ভয়। পাকিস্তান কৌশলে ভারতের ওপর চাপ বাড়াতে এমন বার্তা দিতে পারে, তবে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এর কোনো বাস্তব হুমকি নেই।

৪. শিক্ষণীয় দিক
শিমলা চুক্তির মাধ্যমে ভারত ও পাকিস্তান উভয়েই নিজেদের স্বার্থ দেখেছে, আর সবচেয়ে বড় ব্যবহার হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে।
আজকের দিনে আমাদের দরকার ইতিহাস থেকে শিক্ষা নেয়া—যেন আর কেউ আমাদের রক্ত, আত্মত্যাগ আর সংগ্রামকে ব্যবহার করে নিজেদের রাজনীতি চালাতে না পারে।

মানে মুক্তিযুদ্ধের যে চেতনার ব্যবসা,
মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সর্বপ্রথম ব্যবসা শুরু করেছিল ভারত।

লিংক তো নিচেই থাকে
23/04/2025

লিংক তো নিচেই থাকে

যে নার্স এই ছবিটি তুলেছেন তিনি বলেছেন যে, বয়স্ক ভদ্রলোকটি হাসপাতালে ভর্তি হবার 3 দিন পরও পরিবারের তরফ থেকে একবারের জন্যও...
21/04/2025

যে নার্স এই ছবিটি তুলেছেন তিনি বলেছেন যে, বয়স্ক ভদ্রলোকটি হাসপাতালে ভর্তি হবার 3 দিন পরও পরিবারের তরফ থেকে একবারের জন্যও কেউ এসে উনার খোঁজ খবর নেয়নি, কিন্তু একটি কবুতর গত ২ দিন ধরে রোজ একবার এসে উনার শরীরের উপর বসে আবার চলে যেতো!

পরবর্তী কালে খোঁজ নিয়ে জানা যায় যে, এই হাসপাতালের পাশের এক পার্কে বসে রোজ সকালবেলা উনি এই কবুতরটাকে কিছু খাবার খেতে দিতেন !

ভালো কাজ করুন,ভালো কাজের ফল দুনিয়াতে ও পাবেন, আবার আখিরাতে ও পাবেন..!
আল্লাহ সবাইকে ভালো কাজ করার জন্য তোফিক দান করুক......

( সংগৃহীত )

থাইল্যান্ডের চিয়াং মাই-এ এক মজার ঘটনা ঘটে! এক ছোট্ট হাতি বাচ্চা এক কৃষকের খেতে ঢুকে মিষ্টি আখ খেতে খেতে ধরা পড়ে। কিন্ত...
20/04/2025

থাইল্যান্ডের চিয়াং মাই-এ এক মজার ঘটনা ঘটে! এক ছোট্ট হাতি বাচ্চা এক কৃষকের খেতে ঢুকে মিষ্টি আখ খেতে খেতে ধরা পড়ে। কিন্তু আশেপাশের লোকজন যখন তাকে দেখতে পায়, তখন সে লজ্জায় পড়ে যায় এবং এমন একটি চিকন ল্যাম্পপোস্টের আড়ালে লুকোতে চেষ্টা করে—যেটা তাকে মোটেই ঢাকতে পারেনি!

থাইল্যান্ডে বর্তমানে প্রায় ২,০০০টি বন্য হাতি আছে, আর এই ছোট্ট দুষ্টু হাতিটা যেন সবার মধ্যে সবচেয়ে মজার ও আদুরে! এই মজার ছবিটা এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সবাই হেসে তো কাহিল। 🤣

📸ছবির কৃতিত্ব:
พระครูอ๊อด, วัดเจดีย์หลวง, เชียงใหม่
(অনুবাদ: ফ্রা খ্রু ওড, ওয়াট চেদি লুয়াং, চিয়াং মাই)

Address

Kaliganj

Telephone

+8801742572628

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Green24:

Share