FEDA YT

FEDA YT assalamualaikum hi friends! this is an Islamic channel (FEDA_YT).this channel discusses the topic of Islam.

SIM=Subscriber Identity Module.এক ব্যক্তির নামে ১০টির অধিক সিম থাকলে অতিরিক্ত সিমসমূহ ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট...
10/08/2025

SIM=Subscriber Identity Module.

এক ব্যক্তির নামে ১০টির অধিক সিম থাকলে অতিরিক্ত সিমসমূহ ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে নিজ দায়িত্বে বাতিল (ডি-রেজিস্টার) বা মালিকানা পরিবর্তন করুন।

গ্রাহকের মোবাইল নম্বর থেকে *16001 # ডায়াল করার পর তার জাতীয় পরিচয়পত্রের শেষ ৪ ডিজিট টাইপ করে সেন্ড করলে ফিরতি এসএমএস-এ আপনার এনআইডিতে মোট কতটি সিম নিবন্ধিত আছে তা জানা যাবে।

জনস্বার্থে-

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন

07/08/2025

"পাথর নয়, এবার ইট!"
চাঁদাবাজির রিপোর্ট করায় গাজীপুরে সাংবাদিক আনোয়ার হোসেনের উপর নৃশংস হামলা!
গাজীপুর সদর মেট্রো থানা ভবনের পাশেই পুলিশের সামনেই—চাঁদাবাজরা তাকে ইট দিয়ে থেঁতলে দেয়!
তার নিথর দেহের উপর দাঁড়িয়ে নেচে উল্লাস করে তারা!
👉ইন্দা প্রতিবাদ জানাই। সরকারকে দৃষ্টি আকর্ষণ করি এর যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হোক।

#সাংবাদিকতারনিরাপত্তা
#চাঁদাবাজিরবিরুদ্ধে

05/08/2025

আওয়ামী ফ্যা-সি-বা-দী-দের প-ত-ন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপতি উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে বিশাল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত। ছাত্র জনতা ও পেশাজীবীদের ঢল।

05/08/2025

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও গণমিছিল বাংলাদেশ জামায়াত ইসলামী।
কালীগঞ্জ শাখা,ঝিনাইদহ

05/08/2025

ইসলামী আন্দলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা

05/08/2025

আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে ঝিনাইদহ, কালিগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বিজয় মিছিল।

🩸 জরুরি রক্তের প্রয়োজন!উত্তরার মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসায় প্রচুর ...
21/07/2025

🩸 জরুরি রক্তের প্রয়োজন!
উত্তরার মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসায় প্রচুর রক্ত ও অক্সিজেনের প্রয়োজন।

যারা রক্ত দিতে পারেন, দয়া করে দেরি না করে নিচের যেকোনো হাসপাতালে চলে যান:
১️) ঢাকা মেডিক্যাল কলেজ (বার্ন ইউনিট)
২) কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
৩) উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
৪) কুয়েত মৈত্রী হাসপাতাল
৫) উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ
৬) মনসুর আলী মেডিকেল কলেজ
৭) উত্তরা বাংলাদেশ মেডিকেল
৮) ক্রিসেন্ট হাসপাতাল
এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি প্রাণ।
আমরা যেখানেই আছি, এখনই এগিয়ে আসার সময়।

আল্লাহ তায়ালা আহতদের শেফা দান করুন আমিন৷
আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচাতে সাহায্য করতে পারে।

©

17/07/2025

🧕 হিজাব শুধু একটি কাপড় নয়, এটি একজন নারীর ইজ্জত, পরিচয় ও আত্মসম্মান। 🌸

হিজাব তাকে ঢেকে রাখে,
তবু তার সৌন্দর্য সবচেয়ে বেশি প্রকাশ পায়—
তার চরিত্রে, তার চোখের হায়ায়, তার নরম ব্যবহারেও।

🔸 হিজাব মানে নিজেকে আল্লাহর জন্য সমর্পণ করা।
🔸 হিজাব মানে নিজের মূল্যকে নিজেরাই ঠিক করা।
🔸 হিজাব মানে বলিষ্ঠ এক নীরব প্রতিবাদ— “আমি বাজারের পণ্য নই।”

যারা হিজাব করে, তারা পিছিয়ে নেই— বরং তারা অনেকের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

❤️ হিজাবের পেছনে থাকে লজ্জা, শ্রদ্ধা, ঈমান এবং আকাশছোঁয়া সম্মান।

16/07/2025

ব্রেকিং নিউজ গোপালগঞ্জে পুলিশের ১৪৪ দ্বারা জারি হয়েছে। কি জানাবেন??

Address

Kaliganj

Alerts

Be the first to know and let us send you an email when FEDA YT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FEDA YT:

Share

Category