27/06/2025                                                                            
                                    
                                                                            
                                            এক বোনের পর্দা!
মাদরাসা থেকে দু'দিন যাবৎ আমার দেবর বাসায় আসছে। আমি বের হই না রুম থেকে, বলতে গেলে কড়াকড়িভাবে নিষেধ।
বাইরের সব কাজ শাশুড়ি একাই সামাল দেয়। আমি রুমে টুকটাক কাজ করি আরকি! আমার কিছু প্রয়োজন হলে দরজায় নক দেই। দুই ননদ এসে হাজির - কি লাগবে ভাবি?
কাল শশুর দরজায় আওয়াজ দিচ্ছে, আমি ভেতর থেকে - জ্বি! আব্বু আসেন। একটা প্লেট হাতে আব্বু হাজির, কিছু ফল নিয়ে। আমাকে দিয়ে বলছে - এগুলা খেয়ে নিও। একটু পর তোমার ভাই (দেবর) চলে গেলে প্রয়োজনীয় কাজ সেরে নিও।
পুরো ফ্যামিলিটা মিলে আমাকে নন-মাহরাম আত্মীয়দের থেকে আড়াল করে রাখে।
সুখি হতে আর কি লাগে?
আমার মতো একজন দুনিয়াবিমুখী মানুষের জন্য এই দুনিয়াবী জীবনে এতটুকুই কি যথেষ্ট নয়?
বাকি সুখ না হয় জান্নাতে যেয়ে কুড়িয়ে নিব। ইন-শা-আল্লাহ!
এটা বানানো গল্প নয়, বাস্তব ঘটনা।
- দ্বীন
কপি পোষ্ট