Mom & Son Story

Mom & Son Story বিসমিল্লাহির রহমানির রহিম
(3)

ভাগ্যবতী নারী কাকে বলে জানেন? যে নারী তার জীবন একজন সঠিক পুরুষ পেয়েছে।যে পুরুষ তাকে সম্মান করে, ভালোবেসে আগলে রাখে তার ছ...
04/01/2026

ভাগ্যবতী নারী কাকে বলে জানেন?

যে নারী তার জীবন একজন সঠিক পুরুষ পেয়েছে।
যে পুরুষ তাকে সম্মান করে, ভালোবেসে আগলে রাখে তার ছায়া দিয়ে। যে পুরুষ শুধু তার ভালো সময় না,খারাপ সময়ও তার পাশে থাকে।নিজের সর্বোচ্চ দিয়ে তাকে আগলে রাখে।তার শখের নারী কষ্ট পাবে এমন কাজ সে কখনোই করে না।সঠিক পুরুষের নজর শুধু মাত্র তার শখের নারী'র দিকে'ই থাকে সর্বদা।হাজারো সুন্দরী কে ইগনোর করে শুধু মাত্র একজনেই আ'সক্ত থাকে। জীবনে যেকোনো পরিস্থিতিতে সে পাশে থাকে হাতটা শক্ত করে ধরে রাখে।

সঠিক পুরুষের ভালোবাসা আসলেই অনেক সুন্দর হয়,সবাই জীবনে এরকম মানুষ পায় না আর সেই ভালোবাসা যে নারী পেয়েছে সে নারী নিঃসন্দেহে ভাগ্যবতী একজন নারী।

28/12/2025

- আমি ভেবেছিলাম সবকিছু হারিয়েছে! কিন্তু সিজদাতে আমি আল্লাহকে পেয়েছি, আলহামদুলিল্লাহ! 🤍

একাকীত্ব সুন্দর!আমার অ'বহেলা ভালো লাগে না, মানুষের নাক ছি'টকানো পছন্দ না, মানুষের খোঁ'চা মেরে কথা শুনতে ভালো লাগে না, মা...
27/12/2025

একাকীত্ব সুন্দর!
আমার অ'বহেলা ভালো লাগে না, মানুষের নাক ছি'টকানো পছন্দ না, মানুষের খোঁ'চা মেরে কথা শুনতে ভালো লাগে না, মানুষের মি'থ্যা অ'পবাদ ভালো লাগে না, কথা দিয়ে কথা না রাখা মানুষ ভালো লাগে না, তাই আমি এখন একা থাকার চেষ্টা করি। আমি নিজেকে সময় দিচ্ছি! আমার একাকিত্বে কোন অ'বহেলা নেই, অ'পমান নেই, অ'পবাদ নেই! একাকীত্বেই সুখ!

আমরা কতরকম প্ল্যান করি। এটা করব, ওটা করব। তারপর হঠাৎ একদিন আমাদের জীবন এলোমেলো হয়ে যায়। হঠাৎই দেখি যা প্ল্যান করেছিলাম...
26/12/2025

আমরা কতরকম প্ল্যান করি। এটা করব, ওটা করব। তারপর হঠাৎ একদিন আমাদের জীবন এলোমেলো হয়ে যায়। হঠাৎই দেখি যা প্ল্যান করেছিলাম তার কিছুই পূরণ করতে পারছিনা। এমন অনাকাঙ্ক্ষিত বিপদ নেমে আসে যে জীবনটাই বদলে যায়। মানুষ মনে করে সবকিছু তাঁর হাতেই আছে। অথচ হঠাৎ একদিন দেখে কিছুই তার হাতে‌ নেই। সবকিছু ওই একজনের হাতেই।

সৃষ্টিকর্তার অনুগ্রহ ছাড়া আমরা কে কোথায় থাকতাম? আমরা এত ক্ষুদ্র! এত কম আমাদের ক্ষমতা!🤍

26/12/2025

"জীবনের পথচলায় যখনই প্রতিকূলতা আসে, মনে রেখো إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ – নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে।"

Address

Kaliganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mom & Son Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share