Bayzid Hasan shortvlogs

Bayzid Hasan shortvlogs তুমি সবাইকে ভালবাসো, সবাই তোমাকে ভালবাসবে।🥰

03/10/2023

মাত্র ৬ দিনে আল্লাহ তায়ালা জান্নাত ও দুনিয়া সৃষ্টি করেছিলেন! তিনি আপনার অবস্থান ও এক সেকেন্ড পরিবর্তন করতে পারেন! চোখের পানিকে হাসিতে পরিণত করার ক্ষমতা একমাত্র উনার-ই আছে! সুতরাং আল্লাহর উপর ভরসা রাখুন!🖤

20/09/2023

“নারীরা হলো প্রেসিডেন্টের মতো। সে যেখানেই যাবে তার বডিগার্ড থাকা লাগবেই। আর নারীর বডিগার্ড হল তার মাহরাম। সবচেয়ে সেরা বডিগার্ড তার ভাই, বাবা এবং স্বামী!”

শায়খ আহমাদুল্লাহ🤍

15/09/2023

"দাঁড়ি ওয়া'লা বেড়েছে.
কিন্তু সুন্নাত ওয়ালা দাঁড়ি বাড়ে'নি,
"বোরকা ওয়ালী বেড়েছে.!
কিন্তু পর্দাশীল বোরকা বাড়েনি.!

07/09/2023

রিজিক নিয়ে কখনো
দুশ্চিন্তা করবেন না… রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত..

আলহামদুলিল্লাহ😊

30/08/2023

_সিগারেট হারাম.!❌
খায় ডান হাতে•!

পানি হালাল•!✅
খায় বাম হাতে•?🚫

_বিয়ে হালাল•!🤗
করে অর্ধেক বয়স চলে গেলে•❌

_প্রেম হারাম•❌
করে বাচ্চা কাল থেকে•❗

_যৌতুক হারাম!❌
নেয় ওপেনে!❗
দেন মোহর হালাল!✅
মাফ চায়! গোপনে!🚫

- এই হলো বর্তমান সময়ের অবস্থা!😞

__আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক!...امين🤲

29/08/2023

★ ঈমান বাঁচাতে দৌড় শুরু করার পরও ইউসুফ (আঃ) জানতেন না দরজা খুলে যাবে!
★ ফিরাউন বাহিনীর আক্রমণ থেকে বাঁচতে মুসা (আঃ) যখন সাগরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন তিনি জানতেন না, সাগর চিরে পথ তৈরি হবে!
★ গভীর সমূদ্রে মাছের পেটে থাকা অবস্থায় ইউনুস (আঃ) জানতেন না, মাছ তাঁকে হজম করতে না পেরে আবার তীরে ফিরিয়ে দিবে!
★ ইব্রাহীম (আঃ) জানতেন না প্রজ্বলিত আগুন তাঁর জন্য আরামদায়ক হয়ে যাবে!
★ কুরবানী করতে নিয়ে যাওয়ার সময় ইসমাঈল (আঃ) জানতেন না যে, ধারালো ছুরি তাঁকে হত্যা করতে পারবে না।
★ আইয়ুব (আঃ) জানতেন না যে, পোকায় খেয়ে ফেলা শরীর আবার স্বাভাবিক হয়ে যাবে!
তাঁরা প্রত্যকেই নিশ্চিত জানতেন তাঁদের একজন দয়াময় রব আছেন। আর রবের উপর ছিলো তাঁদের প্রত্যেকের পূর্ণ তাওয়াক্কুল। নিশ্চয়ই তিনি (আল্লাহ) বিপদ থেকে রক্ষা করবেন। আর তাই হয়েছিল।
মহান আল্লাহ তাআলা বলেনঃ
আমাদের জন্যে আল্লাহ্ই যথেষ্ট এবং
তিনি কতই না উত্তম কর্মবিধায়ক!
📗 3 আলে ইমরানঃ 173

আল্লাহ তোমাদের শত্রুদেরকে ভালভাবে জানেন,
অভিভাবক হিসেবে আল্লাহ্ই যথেষ্ট এবং
সাহায্যকারী হিসেবে আল্লাহ্ই যথেষ্ট।
📗 4 আন নিসাঃ 45

মহান আল্লাহ আমাদেরকেও বিপদের সময় পরিপূর্ণ তাওয়াক্কুলের সাথে শোকর ও সবর করার তাওফিক দান করুন।
আমীন। 🤲
কালেক্টেড

28/08/2023

পড়েই দেখুন, নিজের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসবে.....

--বাঝে অশ্লীল গল্প না পড়ে ইসলামিক শিক্ষণীয় গল্প পড়ায় অভ্যস্ত হোন কাজে দিবে।।
একদিন মদীনার দুই ব্যক্তি একজন যুবককে টেনে-হিঁছড়ে, অর্ধপৃথিবীর শাসক খলীফা হযরত উমর (রা) এর দরবারে হাজির করল। এবং তারা বিচার দাখিল করল যে, "এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে। আমরা এর ন্যায় বিচার চাই।"
আমিরুল মু’মিনীন খলীফা হযরত উমর (রা) সেই যুবককে তার বিপক্ষে করা দাবী সম্পর্কে জিজ্ঞেস করলেন। সেই যুবক বললেন, "তাদের দাবী সম্পুর্ণ সত্য।" এই বলে যুবকটি তাঁর অনাকাঙ্ক্ষিত ঘঠনাটি বর্ণনা করতে লাগলেন।
তিনি বললেন, "আমি ক্লান্ত হয়ে যাবার কারণে বিশ্রামের জন্য এক খেজুর গাছের ছায়ায় বসলাম। ক্লান্ত শরীরে অল্প সময়েই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র পছন্দের বাহন উটটি পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে পেলাম, তবে তা ছিল মৃত। পাশেই ছিল ওদের বাবা। যে আমার উটকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে। এই কারণে আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তাদের বাবার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি, ফলে সে সেইখানেই মারা যায়। যা একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী।"
বাদী’রা জানালেন- "আমরা এর মৃত্যুদণ্ড চাই।" হযরত উমর (রা) সব শুনে বললেন, "উট হত্যার বদলে তুমি একটা উট নিলেই হতো, কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ। হত্যার বদলে হত্যা। এখন তোমাকে মৃত্যুদন্ড দেয়া হবে। তোমার কোন শেষ ইচ্ছা থাকলে বলতে পারো।" নওজোয়ান বললো, "আমার কাছে কিছু ঋণ ও অন্যের রাখা কিছু আমানত আছে। আমাকে যদি কিছু দিন সময় দিতেন তবে আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলি পরিশোধ করে আসতাম।"
খলিফা হযরত উমর (রা) বললেন, "তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না। যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমায় সাময়িক সময়ের জন্য মুক্তি দিতে পারি। "নওজোয়ান বললো, "এখানে আমার কেউ নেই। যে আমার জিম্মাদার হবে। এখন আমি কি করি।" যুবকটি তখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল।
এই সময় হঠাৎ মজলিসে উপস্থিত এক সাহাবী যার নাম হযরত আবু যর গিফারী (রা), দাঁড়িয়ে বললেন, "আমি হবো ঐ ব্যক্তির জামিনদার।" সাহাবী হযরত আবু যর গিফারীর (রা) এই উত্তরে সভায় উপস্থিত সবাই হতবাক। একেতো অপরিচিত ব্যক্তি তার উপর হত্যার দন্ড প্রাপ্ত আসামীর জামিনদার। খলিফা

24/08/2023

আল্লাহ এ "জু'ম,আর"
রাতে
আমাদের ক্ষমা করুন..
🤲🕋🤲

28/11/2022

- রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন..!📿🌸

❥• হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয়!
~ তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা
করলে আল্লাহ্ তার চেয়ে বেশি খুশি হন!•✿᭄
“সুবহান-আল্লাহ”🖤
-

Address

Kalindi

Telephone

+8801747365035

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bayzid Hasan shortvlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bayzid Hasan shortvlogs:

Share

Category