Mustakim Ahmad

Mustakim Ahmad "✿✿••- তুমি কিছু পাও বা না পাও☺

- মন খুলে আল্লাহর কাছে চাও.

উচ্চ শিক্ষা যত বেড়েছে তত ডিভোর্স বেড়েছে। যার অন্যতম কারণ নারীর সিফাত নষ্ট হয়ে গেছে। এই যুগে নারীদের মাঝে বিড়াল প্রেম/পশু...
02/09/2025

উচ্চ শিক্ষা যত বেড়েছে তত ডিভোর্স বেড়েছে। যার অন্যতম কারণ নারীর সিফাত নষ্ট হয়ে গেছে। এই যুগে নারীদের মাঝে বিড়াল প্রেম/পশু প্রেম দেখতে পারবেন। তাছাড়া পরিস্কার পরিচ্ছন্নতা হতে ভার্সিটির নানা ইভেন্টে ভলেন্টিয়ার দেখতে পাবেন৷

ভার্সিটির নানা উৎসবে দেখবেন তাদের রাত জাগা টিম ওয়ার্ক। কখনো র‍্যাগ-ডের রিহার্সাল বা কখনো পহেলা বৈশাখের প্রস্তুতি।

সব কিছুতে তারা উজার করে দিবে বেহিসাবে৷ ফ্রি মিক্সং এ ছেলে বন্ধুদের সাথে এদের মেলা খুনসুঁটি।

এতো কিছুর পরেও ডিভোর্স ক্যান হু হু করে বৃদ্ধি পাচ্ছে?
কারণ একটা, নারীরা বাহিরে সব জায়গায় ভালো কাজের প্রতিযোগী হলেও স্বামীর সাথে প্রতিদ্বন্দ্বী।

স্বামীর সাথে এরা জিরো টলারেন্স। বিন্দু পরিমাণ ছাড় নেই। এদের দেখবেন দুর্গন্ধযুক্ত নালায় ময়লা পরিস্কার করলেও। ঘরের হাড়ি পাতিল ধুতে গেলে এদের মনে হয় পরাধীন।

স্বামী ৪০ হাজার টাকা কামাই করে স্ত্রীর পেছনে ২০ হাজার টাকা ব্যয় করলেও স্বামীর অনুগত পাইবেন না।।আবার একই নারী ১৫/২০ হাজার টাকার জন্য বিভিন্ন সুপারশপ ও শোরুমে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে৷ বস কে প্রভু মানে। আর কাস্টমারকে আকর্ষিত করতে উজার করে দেয়৷ কথা আচরণে মনে হয় এরা দুনিয়ার সবচেয়ে মার্জিত প্রাণী।

স্বামীরা এতকিছু করলেও তারা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠে। সুপারশপ/শোরুমে বসের আনুগত্য করলেও স্বামীর অনুগত হওয়াটা তাদের কাছে পরাধীন।।

Copy

কিছু টের পেলেন সব পেজ এখন থেকে ফলো বাটন হঅয়ে গেছে,
01/09/2025

কিছু টের পেলেন সব পেজ এখন থেকে ফলো বাটন হঅয়ে গেছে,

🎯 🚀 “ইংরেজি টাইপিং শিখুন সহজ উপায়ে – স্পিড বাড়ান দ্বিগুণ!”আপনার পছন্দের যেকোনো ১টি Application Software ওপেন করে নিন। যে...
24/08/2025

🎯 🚀 “ইংরেজি টাইপিং শিখুন সহজ উপায়ে – স্পিড বাড়ান দ্বিগুণ!”
আপনার পছন্দের যেকোনো ১টি Application Software ওপেন করে নিন। যেমন- MS Word

✅ প্রথম ধাপ

🔹 কীবোর্ডে বাম হাতের চারটি আঙুল রাখুন: A, S, D, F
🔹 ডান হাতের চারটি আঙুল রাখুন: J, K, L, ;
🔹 দুই হাতের বৃদ্ধাঙ্গুল রাখুন: Spacebar এর উপর এবং টাইপ করা শুরু করুন।
⏱ সময়: ১০ মিনিট
🧠 লক্ষ্য: শুধু এই কীগুলো দেখে না তাকিয়ে মনোযোগ দিয়ে টাইপ করা।



✅ দ্বিতীয় ধাপ

🔸 ডান হাতের তর্জনী থেকে টাইপ করুন:
J → H, U, Y, N, M, B
🔸 বাম হাতের তর্জনী থেকে টাইপ করুন:
F → G, R, T, C, V
⏱ সময়: ২০ মিনিট
🎯 লক্ষ্য: প্রতিটি Key কোন স্থানে আছে সেটা মুখস্থ করতে হব।



✅ তৃতীয় ধাপ

🔸 বাম হাতের বাকি ৩ আঙুল (A, S, D) হতে নিচের নিয়ম অনুযায়ী বাকি Key গুলো মুখস্ত করুন:
Q W E
↑ ↑ ↑
A S D
↓ ↓
Z X

এবং

🔸 ডান হাতের বাকি ৩ আঙুল (K, L, 😉 হতে নিচের নিয়ম অনুযায়ী বাকি Key গুলো মুখস্ত করুন::

I O P
↑ ↑ ↑
K L ;

⏱ সময়: ১৫ মিনিট



✅ চতুর্থ ধাপ

🔤 নিচের বাক্যটি টাইপ করুন, এই বাক্যে ইংরেজি বর্ণমালার A-Z সব অক্ষর আছে:

📘 “A quick brown fox jumps over the lazy dog”

⏱ সময়: ১৫ মিনিট
🔁 বারবার টাইপ করুন যতক্ষণ না নির্ভুল ও দ্রুত টাইপ করতে পারেন।

উপরের বাক্যটি যদি আপনি কিবোর্ড না দেখে টাইপ করতে পারেন। ধরে নিবেন আপনার কিবোর্ড মুখস্ত হয়ে গেছে।


🎁 Bonus Tips

💡 টাইপিং স্পিড বাড়াতে এই ওয়েবসাইটে অনুশীলন করুন:
🌐 10fastfingers com



❤️ আপনার জন্য কিছু পরামর্শ

✅ প্রতিদিন মাত্র ৩০ মিনিট চর্চা করুন
✅ কীবোর্ডের ওপর তাকানো বন্ধ করুন
✅ নিজের টাইপিং স্পিড রেকর্ড করুন
✅ ধৈর্য ধরে প্রতিটি ধাপ অনুশীলন করুন



📝 আপনার মন্তব্য আমাদের অনুপ্রেরণা!

👉পোস্টটি Save / Share করে রাখুন নাহয় হারিয়ে ফেলবেন।
👉 আপনার Typing Speed কত? কমেন্টে লিখে জানান!
👉 নিয়মিত প্র্যাকটিস করলে আপনি-ও হতে পারেন 60+ WPM টাইপার!
👉 পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করুন, সবাই শিখুক দ্রুত টাইপিং এর কৌশল।

রাতের সদরঘাট 💙
22/08/2025

রাতের সদরঘাট 💙

21/08/2025

আরও খান রাস্তার পাশের কমদামী কু-ত্তার বিরিয়ানি!!!


20/08/2025

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই

জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয় হয়। এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দে...
14/08/2025

জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয় হয়। এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দেশে এখন ডিজিটাল ইউ‌নিয়ন সেন্টার, অনলাইন সার্ভিস, চালু করা হয়েছে। দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার নিজের বা শিশুর জন্ম নিবন্ধন আবেদনটি করতে পারবেন। আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবার✌️, নিচের লিংক গুলোতে ক্লিক করুন, আপনার প্রয়োজনীয় সেবা নিন।

★ নতুন জন্ম নিবন্ধন আবেদন
http://bdris.gov.bd/br/application

★ জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
http://bdris.gov.bd/br/correction

★ জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
http://bdris.gov.bd/br/search

★ জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
http://bdris.gov.bd/br/application/status

★ জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
http://bdris.gov.bd/application/print

★জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন
http://bdris.gov.bd/br/reprint৥


#জন্ম #জন্মনিবন্দন #মতলব

কপি,,,
শেয়ার করে নিজের হেফাজতে রেখে দিতে পারেন।

28/07/2025

আসসালামু আলাইকুম

28/07/2025

এটা দেখার বাকি ছিলো

⚠️ন্যাপকিন যত্রতত্রস্থানে ফেলবেন না।❗আমার খুব কাছের একজন বোন প্রায় দেড় বছর ধরে পেটব্যথা, মাথাব্যথা, পিঠব্যথা, অতিরিক্ত...
24/07/2025

⚠️ন্যাপকিন যত্রতত্রস্থানে ফেলবেন না।❗

আমার খুব কাছের একজন বোন প্রায় দেড় বছর ধরে পেটব্যথা, মাথাব্যথা, পিঠব্যথা, অতিরিক্ত চুল পড়া সহ নানা সমস্যায় ভুগছিলেন। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা ছিল অস্বাভাবিক রক্তক্ষরণ, যা কিছুতেই বন্ধ হচ্ছিল না। এমন অবস্থায় ওনার পুরো শরীর একেবারে ফ্যাকাসে হয়ে গিয়েছিল, শরীরে ভীষণ দুর্বলতা নেমে এসেছিল। অনেক ডাক্তার দেখানো হয়েছে, একাধিকবার ডাক্তারও পরিবর্তন করা হয়েছে-কিন্তু দুঃখজনক বিষয় হলো; তাতেও কোনো ফল হয়নি।

একদিন ওনার শাশুড়ি আমাকে জানালেন, “আমাদের মুনতাহা (পুত্রবধূ) এই এই সমস্যায় ভুগছে।” এভাবে বহুদিন পার হয়ে যায়। পরে একদিন আমি ওনাকে নিজ থেকেই সেল্ফ-রুকইয়াহ দেই। রুকইয়াহ শোনার সময় ওনার অবস্থা খারাপ হতে থাকে-হঠাৎ কান্না, মাথাব্যথা, শরীরব্যথা, বমি সহ আরও নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

রুকইয়াহ শেষ হওয়ার পর উনি আমাকে ফোন করে ক্ষোভ প্রকাশ করেন, রাগারাগি করতে থাকেন-“তুমি কী দিয়েছো! আমার তো অবস্থা আরও খারাপ হচ্ছিল!” ইত্যাদি। যাই হোক, আলহামদুলিল্লাহ, এক পর্যায়ে উনি পুরোপুরি সুস্থ হয়ে যান। তারপর তিনি আমাকে পুরো ঘটনা খুলে বলেন।

তিনি বলেন!
“আমি যখন ব্যবহৃত ন্যাপকিন /প্যাড ভালোভাবে না মুড়ে স্রেফ পলিথিনে ঢুকিয়ে ফেলতাম, তখনই এই সমস্যাগুলো হতো। কিন্তু যখন ভালোভাবে পরিষ্কার করে কালো পলিথিনে মুড়ে ফেলি, আলহামদুলিল্লাহ তখন আর কোনো সমস্যা হয় না।”

⚠️ কেন এমন হয়?
🔹 এই সমস্যার প্রধান কারণ হলো-এই ন্যাপকিনগুলো বাসার ময়লা নিয়ে যাওয়া লোকজন ও সিটি কর্পোরেশনের কর্মীরা দেখেন। এগুলো যেখানে ফেলা হয়, সেখানেও অনেকের নজরে পড়ে। এভাবে কারো বদনজর লাগতে পারে, আবার নোংরা জায়গায় থাকা খবিস জ্বীনও এর থেকে ক্ষতি করতে পারে। কারণ নাপাকি জিনিসই খবিস জ্বীনের খাদ্য এবং তাদের থাকার জায়গা।

✨ প্রিয় মা ও বোনেরা!
আপনারাও সাবধান হবেন।
ব্যবহৃত ন্যাপকিন বা কাপড়গুলো ফেলার আগে ভালোভাবে পরিষ্কার করে শুকাবেন।
সম্ভব হলে আতর লাগিয়ে নেবেন, যাতে খবিস জ্বীন সহজে নজর না দিতে পারে।
ফেলার সময় সবসময় কালো পলিথিনে মুড়ে ফেলে-দিন যাতে বাইরের কেউ দেখতে না পায়।
ছবি সংগৃহীত

Address

Madaripur
Kalkini

Telephone

+8801979429344

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mustakim Ahmad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mustakim Ahmad:

Share