Daily Talk BD

  • Home
  • Daily Talk BD

Daily Talk BD Daily Talk BD
For Daily Promote Entertainment, Educational, Motivational etc.

10/04/2025

মিটিং মিছিল মানেই কি রাজনীতি! শোডাউন মানেই কি নেতৃত্ব! যদি তা না হয়ে থাকে তাহলে অবশ্যই এগুলোর অর্থ খুঁজে বের করতে হবে এবং সে অনুযায়ী রাজনীতি ও নেতৃত্ব চালাতে হবে।

17/06/2023

আল্লাহর নামে সুরের বন্দনা #গান #আমার #দৈনিক #নিজের

09/06/2023

আমরা যা বিশ্বাস করি তার অনেক কিছুই করি না; আর যা বিশ্বাস করি না তার অনেক কিছুই করি। এটি যেন এখন আমাদের হোম ওয়ার্কের মতো নিত্যদিনের কাজ হয়ে পড়েছে। আমি যদি আর একটু সহজ করে বলি, উদাহরণ স্বরূপ -আমরা বিশ্বাস করি মিথ্যা কথা বলা মহাপাপ!কিন্তু তাই বলে কি মিথ্যার বিচরণ কোন ঠাসা হয়েছে? বিশ্বাস করি গীবত করা জঘন্য অপরাধ, কিন্তু গীবত করা কি বদ্ধ আছে? বিশ্বাস করি ন্যায়ের পক্ষে কথা বলব কিন্তু বেশিরভাগ ই অন্যায়কে ন্যায় হিসেবে চালিয়ে দেয় । বিশ্বাস করি গণতন্ত্র কিন্তু বায়ান্ন বছরেও কি ঠিকঠাক হয়েছে? বিশ্বাস করি একদিন আমাদের সবার প্রস্থান হয়ে যাবে এবং আমাদের সকল কৃতকর্মের জবাবদিহি করতে হবে কিন্তু তারপরও কি অপকর্ম বদ্ধ আছে? নেই।তাই বলি যা বিশ্বাস করি তা করি না আর যা বিশ্বাস করি না তা নিয়ে যেন দিনাতিপাত। (আলী আহম্মেদ আমান)

08/06/2023

ইতিহাসের অমিমাংসিত কোনো অধ্যায় বা কোনো আলোচনা এবং জীবন মানের হুমকি হয়েছে এমন কোনো বিষয় আদৌ প্রতিষ্ঠিত হয়নি ; যদিও অগণিত বার চেষ্টা করা হয়েছে ইতিহাসের বদলে বিকৃত ইতিহাস, মানুষের নামে অমানুষ, জীবনের নামে উদাসীনতা, সংস্কৃতির নামে অপসংস্কৃতি, দায়িত্বের নামে স্বেচ্ছাচারিতা, ক্ষমতার নামে স্বৈরাচারী ,ভালোবাসার নামে নিষ্ঠুরতা বা(ভন্ডামি ), এমন আরও অনেক কিছুই প্রতিষ্ঠিত করার। কিন্তু বরাবরই খণ্ডকালিন চিন্তা চেতনা,খণ্ডকালিন চেষ্টা প্রচেষ্টা খণ্ডকালিন হয়েই প্রতিষ্ঠিত হয়েছে আবার খণ্ডকালিন হয়েই ইতিহাস থেকে ইতি টেনেছে তাই ইতিহাস কখনো কাউকে ক্ষমা করেনি আর করবেও না। আলী আহম্মেদ আমান

পড়ন্ত বিকেলে কালো ও সাদা মেঘের ছুটাছুটি
04/06/2023

পড়ন্ত বিকেলে কালো ও সাদা মেঘের ছুটাছুটি

ছবিটি সুন্দর না!বাই সাইকেল
21/05/2023

ছবিটি সুন্দর না!বাই সাইকেল

21/05/2023

ভালোবাসা মানে বুঝ অবুঝের পাগলামি। ভালোবাসা মানে অনুভূতির ছড়াছড়ি। ভালোবাসা মানে নীল পরীর গুচ্ছ কবিতা। ভালোবাসা মানে দু জোড়া দৃষ্টির সীমাহীন আলপনা। ভালোবাসা মানে অবিরাম প্রিয়সীর উপস্থিতি । ভালোবাসা মানে রংধনুর ঘেরা দৃষ্টি । ভালোবাসা মানে একে অপরকে আগলীয়ে রাখা জীবন অবধি। ভালোবাসা মানে পাওয়া না পাওয়ার বিড়ম্বনা। ভালোবাসা মানে বিরহ যাতনা। ভালোবাসা মানে শয়নে স্বপনে ভাবনার ভাবনা। ভালোবাসা মানে ফিরে পাবার ব্যার্থ কামনা। ভালোবাসা মানে চুপিচুপি চোখ টিপে জল খসানো । ভালোবাসা মানে ধুঁকে ধুঁকে দম পুরানো। আমান

19/05/2023

Back to back everyone

17/05/2023

মানুষ শব্দটি উচ্চারণ গত অর্থে নিশ্চিত প্রতিষ্ঠিত শব্দ কিন্তু ব্যবহারিক অর্থে আমার মনে হয় আমরা আবারও আদিম কালেই ধীরে ধীরে অগ্রসর হচ্ছি;যদিও কাঠামো গত ও কৌশলগত অনেক উন্নয়ন হয়েছে কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে আমরা ক্রমাগতভাবে সংকীর্ণ হয়ে যাচ্ছি ।তবে কেউ না কেউ তো এখনও হাল ধরে আছি সীমাহীন সীমানা পারি জমাতে আর শুধু তাঁরাই মানুষ শব্দটির প্রাকৃতিক গত অর্থ বাঁচিয়ে রেখেছেন। -আমান-

বিধাতার কি অপরূপ সৃষ্টি
17/05/2023

বিধাতার কি অপরূপ সৃষ্টি

16/05/2023

সত্যি বলতে ভালো গাইতে পারি না কিন্তু ইচ্ছা কাজ করে বলেই এ প্রচেষ্টা #গান #বিডিও গান #নিজের লেখা গান #দৈনিক দেশের কথা talk bd sung

Address


Alerts

Be the first to know and let us send you an email when Daily Talk BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Talk BD:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share