LITAN DAS

LITAN DAS The songs of the lost days are our precious resources. I am constantly trying to keep these alive.
(1)

19/02/2025

আকাশ মাহমুদের চমৎকার একটি কষ্টের গান,,,,

আমি বুকফাটা তৃষ্ণা নিয়েই বাঁচি।ছান্দসিক ঝর্ণার নৃত্য লীলায় অবনমিত স্বচ্ছ জল,             কবির প্রতিভাকে বিকশিত করতে পারে...
19/02/2025

আমি বুকফাটা তৃষ্ণা নিয়েই বাঁচি।
ছান্দসিক ঝর্ণার নৃত্য লীলায় অবনমিত স্বচ্ছ জল,
কবির প্রতিভাকে বিকশিত করতে পারে।
কিন্তু আমি তৃষ্ণা নিয়েই বাঁচি।
আমি বুকফাটা তৃষ্ণায় মুমূর্ষু প্রায়,তবুও অন্য কোনো মিঠা জলের উৎস খুঁজি না।
কত নদী, সরোবর তাদের স্নিগ্ধ স্বচ্ছ জলের মহিমা দেখায়।
তাতে আমার কি?
আমি তৃষ্ণা নিয়েই বাঁচি।
হালদা নদী আর কাপ্তই লেক ও আমায় ভায় দেখায়।
ভয় দেখায়-
ও নাকি আমার তৃষ্ণা মেটাতে আর আসবে না।
আমি তো জানি সে আসবে, তাই তৃষ্ণা নিয়েই বাঁচি।
আমার তৃষ্ণাতুর জীবনের শেষ লগ্নেও যদি সে অম্ল হয়ে আসে,
তবুও আমি হট্টহাসিতে তা পান করে আত্মাহুতি দিব।
কারন;আমি ছাতক।।।

যারা ফ্যামিলি শব্দের বাংলা জানেন না তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা,,৷ ফ্যাক্ট :-১.এক বড় ভাইকে জিজ্ঞেস করলাম, আপনা...
15/11/2024

যারা ফ্যামিলি শব্দের বাংলা জানেন না তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা,,৷
ফ্যাক্ট :-১.এক বড় ভাইকে জিজ্ঞেস করলাম, আপনার পরিবার কেমন আছে? উত্তরে উনি বললেন,তোমার ভাবি ভালো আছে। তার মানে উনার কাছে পরিমাণ মানে বউ।
২.একজনের সাথে হঠাৎ দেখা হল। পরিচয় পর্বে উনি জিজ্ঞেস করলেন আমার পরিবারে কে কে আছে। উত্তরে আমি বললাম মা-বাবা আর আমি। কিছুক্ষণ পর প্রসঙ্গক্রমে যেই
আমি বললাম আমার জীবনে কোন ঝামেলা নেই। অনেক সুন্দরভাবে তিনি আমাকে বললেন তোমার ঝামেলা থাকবে কি করে, তোমার তো পরিবারই নেই।।

দুজন‘আমাকে খোঁজো না তুমি বহুদিন—কতদিন আমিও তােমাকেখুঁজি নাকো,—এক নক্ষত্রের নিচে তবু—একই আলাে পৃথিবীর পারেআমরা দুজনে আছি;...
30/03/2024

দুজন

‘আমাকে খোঁজো না তুমি বহুদিন—কতদিন আমিও তােমাকে
খুঁজি নাকো,—এক নক্ষত্রের নিচে তবু—একই আলাে পৃথিবীর পারে
আমরা দুজনে আছি; পৃথিবীর পুরনাে পথের রেখা হ’য়ে যায় ক্ষয়,
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়,
হয় নাকি?’—ব’লে সে তাকাল তার সঙ্গিনীর দিকে;
আজ এই মাঠ সূর্য সহধর্মী অঘ্রাণ কার্তিকে
প্রাণ তার ভ’রে গেছে।

দুজনে আজকে তারা চিরস্থায়ী পৃথিবী ও আকাশের পাশে
আবার প্রথম এল—মনে হয়—যেন কিছু চেয়ে—কিছু একান্ত বিশ্বাসে।
লালচে হলদে পাতা অনুষঙ্গে জাম বট অশ্বথের শাখার ভিতরে
অন্ধকারে নড়ে-চড়ে ঘাসের উপর ঝ’রে পড়ে;
তারপর সান্ত্বনায় থাকে চিরকাল।

যেখানে আকাশে খুব নীরবতা, শান্তি খুব আছে,
হৃদয়ে প্রেমের গল্প শেষ হ’লে ক্রমে-ক্রমে সেখানে মানুষ
আশ্বাস খুঁজেছে এসে সময়ের দায়ভাগী নক্ষত্রের কাছে:
সেই ব্যাপ্ত প্রান্তরে দুজন, চারিদিকে ঝাউ আম নিম নাগেশ্বরে
হেমন্ত আসিয়া গেছে,—চিলের সােনালী ডানা হয়েছে খয়েরি;
ঘুঘুর পালক যেন ঝ’রে গেছে,—শালিকের নেই আর দেরি,
হলুদ কঠিন ঠ্যাং উঁচু ক’রে ঘুমােবে সে শিশিরের জলে;
ঝরিছে মরিছে সব এইখানে—বিদায় নিতেছে ব্যাপ্ত নিয়মের ফলে।

নারী তার সঙ্গীকে: ‘পৃথিবীর পুরনাে পথের রেখা হ’য়ে যায় ক্ষয়,
জানি আমি,—তারপর আমাদের দুঃস্থ হৃদয়
কী নিয়ে থাকিবে বল;—একদিন হৃদয়ে অগাধ ঢের দিয়েছে চেতনা,
তারপর ঝ’রে গেছে; আজ তবু মনে হয় যদি ঝরিত না।

''জীবনানন্দ দাশ''

Shout out to my newest followers! Excited to have you onboard! Anna Das, Md Imran Fokir, Antor Mia
27/03/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Anna Das, Md Imran Fokir, Antor Mia

অনেক ফুল অযত্নে অবহেলায় ফুটে ঝরে যায়,,, কেউ রাখে না তার খোঁজ,নেয় না তার সুবাস,দেখে না তার সৌন্দর্য।।।।
21/03/2024

অনেক ফুল অযত্নে অবহেলায় ফুটে ঝরে যায়,,, কেউ রাখে না তার খোঁজ,নেয় না তার সুবাস,দেখে না তার সৌন্দর্য।।।।

20/03/2024

স্বপ্নের সোনার হরিণ হাতে নিয়ে,শখের নারীর পাশে বসে,প্রিয় দলের শিরোপা জয়ের আনন্দ দেখার মুহূর্ত সবার ভাগ্যে জোটে না!!!

05/03/2024

আমারে আসিবার কথা কইয়া, মান করে রাই রইয়াছো ঘুমাইয়া,,,,,,,,,

Address

Kalmakanda
2430

Telephone

+8801315370802

Website

https://www.youtube.com/@Nagarjiban, https://www.youtube.com/@Nagarjiban

Alerts

Be the first to know and let us send you an email when LITAN DAS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LITAN DAS:

Share