জীবন মানে সংগ্রাম

জীবন মানে সংগ্রাম ফলো দিলেই ব্যাক করি
ইনশাআল্লাহ 100%
(167)

27/07/2025

শুভ রাত্রি সবাইকে

26/07/2025

গল্পের নাম: আবুল কালামের ছোট স্বপ্ন

আবুল কালাম ছিল খুবই সাধারণ একজন মানুষ। গ্রামের ছোট একটি বাড়িতে বসবাস করত সে আর তার পরিবার। যদিও জীবনে অনেক সমস্যার মুখোমুখি হয়েছে, তবু কখনো হার মানেনি।

প্রতিদিন সকালে উঠে আবুল কালাম গাড়ি চালিয়ে তার কাজ শুরু করত। কাজ করতে ভালোবাসত সে, আর সবসময় অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করত। তার ছোট স্বপ্ন ছিল—একদিন নিজের একটা ছোট্ট দোকান খুলবে, যেখানে মানুষ আসবে আর তার সঙ্গে হাসিমুখে কথা বলবে।

একদিন আবুল কালাম কাজ শেষে গ্রামের পাশের একটি খালি জায়গায় বসল। ভাবতে লাগল, “যা আছে তা নিয়েই আমি একটু ধৈর্য ধরব, কাজ করব, ধীরে ধীরে আমার স্বপ্ন পূরণ করব।”

দিন গেলে দিন, আবুল কালামের ছোট্ট চেষ্টা আর ভালো ব্যবহার সবাই দেখতে শুরু করল। মানুষ তার ওপর ভরসা করল, সাহায্য করল, আর তার স্বপ্ন আস্তে আস্তে সত্যি হতে শুরু করল।

আবুল কালামের ছোট স্বপ্ন আমাদের শেখায়—জীবনে যতই ছোট হোক, ধৈর্য আর ভালো ব্যবহার থাকলে স্বপ্ন পূরণ হয়।

26/07/2025

কেমন আছেন সবাই

25/07/2025

"জীবন মানে সংগ্রাম"-

**"আমাকে কেউ ভালোবাসে না – এই কথা আমি বহুবার বলেছি।
কিন্তু একদিন দেখলাম – আমার স্ত্রী, সেই কথার মধ্যে থেকেও পাশে থাকে…
আমার সন্তান, একটুখানি হাসি দিয়ে বলে – বাবা, তুমি আছো বলেই আমি আছি।

জমি কেড়ে নেয়া যায়, টাকা শেষ হয়ে যেতে পারে…
কিন্তু একজন মানুষের ভেতরের সাহস কেড়ে নেওয়া যায় না।

আমি কষ্টে আছি, ঠিকই।
কিন্তু হাল ছাড়িনি।
কারণ আমি জানি,
জীবন মানে শুধু সুখ না,
জীবন মানে… সংগ্রাম।

25/07/2025

শুভ সন্ধ্যা

23/07/2025
কথা একটাই
21/07/2025

কথা একটাই

20/07/2025

আজ রাতের মনে রাখার কথা:
👉 “ছোট কিছু নিয়মিত করলে, বড় স্বপ্নও ধরা দেয় হাতে।”

ভালো ঘুম হোক, শান্ত থাকুক মন।
আল্লাহ ভরসা।
শুভ রাত্রি 🌙

20/07/2025

সকালের অনুপ্রেরণা হিসেবে নিচে ছোট একটা কথা দিলাম—

> "আজ যা করতে পারো, তা কাল পর্যন্ত ফেলে রেখো না। সময় গেলে আর সময় আসে না।"

Address

Kalmegha

Alerts

Be the first to know and let us send you an email when জীবন মানে সংগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share