Voice of Rakib

Voice of Rakib people's loves is one of the inspiring platforms of humanitarian work. The owner & founder of this

Motions Rakib BD সমাজের অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ করতে সবাইকে উৎসাহিত করে। মানবতাকে সমর্থন করাই মূল উদ্দেশ্য আমাদের। "যতটা সম্ভব মানুষের জন্য কিছু করুন"

02/11/2025

হ্যাঁ!

16/08/2025

“তুমি সুতোয় বেধেছো শাপলার ফুল নাকি আমার মন ।আমি জীবন বেধেছি মরণ বেধেছি ভালোবেসে সারাক্ষণ..............

আল্লাহ আপনি শিশুদের দ্রুত সুস্থ করে দেন। আমিন
22/07/2025

আল্লাহ আপনি শিশুদের দ্রুত সুস্থ করে দেন। আমিন

জরুরী এদের পরিবারের কাছে তথ্যটি পৌঁছে দেন।শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউস...
21/07/2025

জরুরী এদের পরিবারের কাছে তথ্যটি পৌঁছে দেন।
শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি () মেহেরিন(১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন(১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪), সামিয়া।
অভিভাবকরা অন্য কোথাও না খুঁজে সরাসরি ঢাকা মেডিকেলের পাশে বার্ন ইউনিটে চলে যান।

তথ্যটি ছড়িয়ে দিন
নিচের ছাত্রদের খুঁজে পাইতে সহযোগিতা করুন।

21/07/2025

আগামীকাল থেকে মাইলস্টোনের শিক্ষার্থীরা বেশ লম্বা একটা ছুটিতে যাবে। সামনে কয়েক সপ্তাহ হয়তো ক্লাস-কার্যক্রম বন্ধ থাকবে। ফলে সবাই ছুটি পাবে।
কিন্তু জানেন? এই শিক্ষার্থীদের মধ্যেই কেউ কেউ চিরস্থায়ী ছুটি পেয়ে গেছে। তাদের আর কখনও মাইলস্টোনে যেতে হবে না। স্কুলে যাওয়ার জন্য তড়িঘড়ি করে রেডি হতে হবে না। আর কখনও মা-বাবা বা শিক্ষকের বকা শুনতে হবে না। আর কখনও খাতা-কলম নিয়ে পড়ার টেবিলে বসতে হবে না। আর পড়ালেখা নিয়ে টেনশনও নেই।
আজ হোমওয়ার্ক করিনি, কাল স্যার শাস্তি দেবেন; এখনও পুরো অধ্যায় শেষ করতে পারিনি, পরীক্ষায় কী লিখব—এসব নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না।
সব টেনশন শেষ। এই চিরস্থায়ী ছুটি তাদের সব দুশ্চিন্তা কেড়ে নিয়েছে। কী আত্মঘাতে ছুটি। এরকম ছুটিই কি তারা চেয়েছিল?
আল্লাহ সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন

৪টা বিষয় অনেক ভাল লাগছে -এক.বার্নড একটা ছেলে রাস্তায় গিয়া সিএনজি, প্রাইভেট কার খুজতেছে হাসপাতালে যাওয়ার জন্য। বাট কেউ গা...
21/07/2025

৪টা বিষয় অনেক ভাল লাগছে -

এক.
বার্নড একটা ছেলে রাস্তায় গিয়া সিএনজি, প্রাইভেট কার খুজতেছে হাসপাতালে যাওয়ার জন্য। বাট কেউ গাড়ি থামাইতেছে না৷ বাচ্চাটা পোড়া শরীর নিয়া এদিক ওদিক কাকুতি মিনতি করতাসে। বাট কোনো শুয়োরের বাচ্চা তাকে সাহায্য করার জন্য গাড়ি থামাইতেছে না।

দুই.
বার্নড হওয়ার কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে হাজার হাজার মানুষ চইলা আইছে। ভিডিও করতাসে।জার্নালিস্ট, মোবাইল জার্নালিস্ট, ভ্লগার, ক্রিয়েটর রা ভিডিও বানাইতাসে। কোনো বাচ্চাদের উদ্ধার করতাসে না। ইভেন রাস্তায় ক্রাউড বাধায়া রাখসে। কোনো এম্বুলেন্স, উদ্ধারকারী গাড়ি ঠিকমতো পাস হইতে পারতেসে না। মানুষ দেখতাসে আর ভিডিও করতাসে।

তিন.
বিভিন্ন পলিটিকাল দলের চোদাবোকা নেতারা তাদের প্রচুর সান্ডা পান্ডা নিয়া হাসপাতালে ট্যুর দিতা গেসে। এর মধ্যে কয়েকটা দলের দলীয় প্রধান শুয়োরের বাচ্চারা ও আছে। তাদের ব্রেইনে এতটুকু গোবরও নাই যে, এসব শুয়োরের বাচ্চারা গেলে হাসপাতালে ভিড় জমতে পারে। চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটতে পারে। এর মধ্যে আবার রাজনৈতিক শোডাউন নিয়া দুই দলের মধ্যে ক্যাচাল বাধছে। কতটা নির্মম এইসব শুয়োরের বাচ্চাদের পলিটিক্স।

চার.
সরকার প্রকৃত মৃতের সংখ্যা প্রকাশ করতেসে না। ইভেন কোনো চ্যানেল প্রকৃত মৃতের সংখ্যা প্রকাশ করতাসে না। মাইলস্টোন কলেজের ছাত্রদের সেনাবাহিনী কয়েক দফা পিটায়ছে কারণ ওখানকার ছাত্ররা এটা নিয়া কথা বলতেছিল।

পরিশেষে, জুনায়েদদের হয়েছে সন্ধ্যা, ব্যস্ততা গিয়েছে চুকে। হোমওয়ার্ক, এক্সামের খাতা, স্কুলড্রেস পুড়েছে, পুড়েছে তাদের বাবা মায়ের সোনার স্বপ্নগুলো ৷ আল্লাহ রহম করুন।

21/07/2025

জরুরী কাজ ছাড়া অন্তত পরবর্তী ২-৩ ঘন্টা কেউ ঢাকার রাস্তায় বের হবেন না। আমার ভাইবোন দের দ্রুততম সময়ের মাঝে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর এর কাজ এখন চলমান রয়েছে।

21/07/2025
গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না। সকল আইনশৃঙ্খলা ...
16/07/2025

গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না।

সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রা*সীদের *** ভেঙে দেয়া হবে।

পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ।

Asif Mahmud

আলহামদুলিল্লাহ আমার মামাকে খুঁজে পেয়েছি
20/06/2025

আলহামদুলিল্লাহ আমার মামাকে খুঁজে পেয়েছি

19/06/2025

আফগানিস্তানে ২০০১ সালে আমেরিকা হামলা চালায়,
তখন সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র

(ওসামা বিন লাদেন শহীদ)
ইরাকে ২০০৩ সালে আমেরিকা হামলা চালায় তখন সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র
(সাদ্দাম হোসেন শহীদ)
লিবিয়া ২০১১ সালে আমেরিকা হামলা চালায়, তখন সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র,
(গাদ্দাফি শহীদ)
মিশরের ২০১১ সালে আমেরিকার সহযোগিতায় সিসি যখন গণহত্যা চালিয়ে ক্ষমতা দখল করে তখনও সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র ।
(মুরসি শহীদ)
২০২৪ সালে আমেরিকা ও ইসরাইল মিলে (ইব্রাহিম রাইসিকে শহীদ )
এখন ইরান ২০২৫ সালে আমেরিকার সহযোগিতায় ইজরায়েল হামলা, এখনো সহযোগিতা করবে না কোন মুসলিম রাষ্ট্র।
আলি খামেনিয় শহীদের দ্বারপ্রান্তে।
অবশিষ্ট রইল বাংলাদেশ পাকিস্তান বনাম
ভারত
তখনো সহযোগিতা করবে না কোন মুসলিম রাষ্ট্র
এভাবে কি নিভে যাবে মুসলিম রাষ্ট্রের প্রদীপগুলো ?
এখনো সময় আছে এক হও মুসলিম ।

Address

Kalukhali, Rajbari, Dhaka, Bangladesh
Kalukhali
7722

Telephone

+8801733535291

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Rakib:

Share