Umar Inan Creations

Umar Inan Creations Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Umar Inan Creations, Digital creator, Muslimbagh, Ashrafabad, Kamrangir Char.

পিতা হিসেবে পূত্রের জন্য জ্ঞানের পরিবেশ তৈরীর প্রচেষ্টা। আমি চাই উমর ইনান যখন ধীরে ধীরে বড় হবে, সে জ্ঞানের পথে, দ্বীনের পথে হাটবে। তাই মূলত এই পেইজ তৈরী করা। যাতে এই পেইজের মাধ্যমে আমি যে জ্ঞানগুলো শিখেছি তা শেয়ার করতে পারি। অন্য মানুষের উপকারে আসে।

10/08/2024

পাব্লিক বিশ্ববিদ্যালয় গুলো বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোকে যেভাবে মুল্যায়ন করে, আমাদের দেশের জনগন, আলেম সমাজকে সেভাবেই মুল্যায়ন করে।

04/08/2024

কালকে লং মার্চ। কথা এটাই।
ইন্টারনেট বন্ধ হলে কী করবেন?
লং মার্চে যোগ দেবেন।
সব ফোন নেটওয়ার্ক বন্ধ করে দিলে কী করবেন?
লং মার্চে যোগ দেবেন।
সমন্বয়কদের উধাও করে দিলে কী করবেন?
লং মার্চে যোগ দেবেন।
আর্মি গুলি করছে শুনলে কী করবেন?
লং মার্চে যোগ দেবেন।
সব মানুষ রাস্তায় নেমে আসবেন। ঢাকার বাইরে যারা, তারা ঢাকার দিকে হাটা দেবেন। ঢাকার ভেতরে যারা, তারা গণভবনের দিকে। নিশ্চিন্ত থাকুন, আপনি একা না। পথে দেখা হয়ে যাবে ইতিহাসের সাথে।
এটা এই কওমের অস্তিত্বের প্রশ্ন। রাক্ষসী টিকে গেলে সবাইকে শেষ করে দেবে। আর কোন অপশান নেই, আর কোন কনফিউশান নেই।
কোন নেতা, এজেন্ডা, কিংবা ডিরেকশান দেখার টাইম নাই। আগামীকাল ঢাকার রাস্তায় আসুন। কোটি মানুষের মার্চের সামনে কেউ দাড়াতে পারে না, পারবে না ইন শা আল্লাহ।
~ আসিফ আদনান
এটা ভাইরাল করুন।
(শেয়ার/ কপি-পেস্ট)

কোন দল করেছি বলে জীবনে কোন ইতিহাস নেই। তবে সত্যের দলের সর্বশেষ সৈনিক হিসেবে হলেও ছিলাম। আগামীর বাংলাদেশ হোক একান্তই আমাদ...
04/08/2024

কোন দল করেছি বলে জীবনে কোন ইতিহাস নেই। তবে সত্যের দলের সর্বশেষ সৈনিক হিসেবে হলেও ছিলাম। আগামীর বাংলাদেশ হোক একান্তই আমাদের বাংলাদেশ, এগিয়ে যাওয়ার বাংলাদেশ, তারুন্যের বাংলাদেশ। আমাদেরকে দমাবার শক্তি কারোর নেই। এই সরকারের পদত্যাগ করতেই হবে এবং সকল হত্যার, দুর্নীতির, শোসন ও পীড়োনের শাস্তি ভোগ করতেই হবে।
ইনকিলাব জিন্দাবাদ।

04/08/2024

যদিও সময়টা ঐক্যের, তারপরেও শোসক যাতে আমাদের দলে ভিড়তে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। হাওয়া বদলের সময় কিছু সুবিধাবাদি সবসময় হাওয়া বাকে বাকে মিশে যেতে চায়। সাবধান।

আমরা বাংলাদেশ কে স্বাধীন ও মুক্ত করবোই ইনশাআল্লাহ। এই পেইজে এই পোষ্টটা দিয়ে রাখার কারণ হলো, এই পেইজটা আমরা দেশের স্বাধীন...
04/08/2024

আমরা বাংলাদেশ কে স্বাধীন ও মুক্ত করবোই ইনশাআল্লাহ। এই পেইজে এই পোষ্টটা দিয়ে রাখার কারণ হলো, এই পেইজটা আমরা দেশের স্বাধীনতার আন্দোলনের সময় শুরু করেছিলাম এই স্মৃতি ধরে রাখার জন্য। দেশ স্বাধীন হলে আরেকটি পোষ্ট দিয়ে রাখবো স্মৃতি হিসেবে।

আবু রায়হান
৩৫ই জুলাই, ২০২৪ ইং

01/08/2024

আগষ্ট, ২০২৪ ইং
মহান আল্লাহর নাম নিয়ে আমাদের পরকালীন জীবন সুন্দর করার নিমিত্তে এই পেজটি শুরু করলাম। মহান আল্লাহ আমাদের নেক মনকামনা পূরণ করুন। আমীন।

হাফেজ আবু রায়হান
ক্লাং, সেলাঙ্গর, মালেশীয়া
সময়ঃ ১১.৫৫

Address

Muslimbagh, Ashrafabad
Kamrangir Char
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umar Inan Creations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share