Al Ashraf Qurbani Camp আল আশরাফ কুরবানী ক্যাম্প

Al Ashraf Qurbani Camp আল আশরাফ কুরবানী ক্যাম্প হক্কানী ওলামায়ে কেরামগণের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত “আল-আশরাফ কুরবানী ক্যাম্প”

08/08/2025

মানুষ জন্মগত ভাবেই মুমিন হ​য়ে জন্মায় ।

আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ প্রত্যেক নবজাতকই ফিতরাতের উপর জন্মলাভ করে। অতঃপর তার পিতামাতা তাকে ইয়াহুদী, নাসারা বা মাজুসী (অগ্নিপূজারী) রূপে গড়ে তোলে। যেমন, চতুষ্পদ পশু একটি পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম দেয়। তোমরা কি তাকে কোন (জন্মগত) কানকাটা দেখতে পাও? অতঃপর আবু হুরাইরাহ্ (রাঃ) তিলাওয়াত করলেনঃ (যার অর্থ “আল্লাহর দেয়া ফিতরাতের অনুসরণ কর, যে ফিতরাতের উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন, এটাই সরল সুদৃঢ় দীন”- (সূরাহ আর রুমঃ ৩০/৩০)।

معنى كل مولود يولد على الفطرة، وحكم موت أطفال الكفار وأطفال المسلمين

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا مِنْ مَوْلُودٍ إِلاَّ يُولَدُ عَلَى الْفِطْرَةِ فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ كَمَا تنْتَجُ الْبَهِيمَةُ بَهِيمَةً جَمْعَاءَ هَلْ تُحِسُّونَ فِيهَا مِنْ جَدْعَاءَ
ثُمَّ يَقُولُ أَبُو هُرَيرَةَ رضي الله عنه: (فِطْرَةَ اللهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا لاَ تَبْدِيلَ لِخَلْقِ اللهِ، ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ)

حديث أبي هريرة رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم: ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه كما تنتج البهيمة بهيمة جمعاء هل تحسون فيها من جدعاء ثم يقول أبو هريرة رضي الله عنه: (فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله، ذلك الدين القيم)
সহীহুল বুখারী, পৰ্ব ২৩: জানাযা, অধ্যায় ৭৯, হাঃ ১৩৫৯; মুসলিম, পর্ব ৪৬: কাদর বা ভাগ্য, অধ্যায় ৬, হাঃ ২৬৫৮

দুনিয়া তত দিন টিকে থাকবে

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ‘আল্লাহ’ ‘আল্লাহ’ বলার মতো লোক থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না।’ (মুসলিম, হাদিস : ২৭০)

“প্রেসক্রিপশনে খাবারের আগে পরে ঔষধ খাওয়ার কথা লিখতে লজ্জা লাগে। জানি, রোগী কোথাও খাবারও পাবে না। ঔষধও পাবে না।”—— গাজার...
26/07/2025

“প্রেসক্রিপশনে খাবারের আগে পরে ঔষধ খাওয়ার কথা লিখতে লজ্জা লাগে। জানি, রোগী কোথাও খাবারও পাবে না। ঔষধও পাবে না।”—— গাজার জনৈক ডা. আহমদ সাঈদ

শতাব্দীর ভয়াবহতম দুর্ভিক্ষ চলছে গাযায়৷ অভুক্ত পুরুষ, মহিলা আর শিশুরা৷ কী নিষ্ঠুরতা, আহা!!আমরা বসে আছি এক ভিন্ন টাইমফ্রেম...
25/07/2025

শতাব্দীর ভয়াবহতম দুর্ভিক্ষ চলছে গাযায়৷ অভুক্ত পুরুষ, মহিলা আর শিশুরা৷ কী নিষ্ঠুরতা, আহা!!
আমরা বসে আছি এক ভিন্ন টাইমফ্রেমে। এখানে কতো আরাম, আয়েশ, আড্ডা, গল্প, তর্কবিতর্ক, সংস্কার, নির্বাচন, সমাবেশ, রাজনীতি সহ কতো কী৷ আর তারা বসে আছে সম্পূর্ণ ভিন্ন আরেক টাইমফ্রেমে। সেখানে কেবল দুইটা ঘটনা—বোমার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাওয়া, নয়ত ক্ষুধার যন্ত্রণা ভোগ করতে করতে মারা যাওয়া।

কী নিষ্ঠুর দুনিয়া!!

25/07/2025
Feelings under the Rain in Haram 🥹
24/07/2025

Feelings under the Rain in Haram 🥹

মাসজিদে নববী পাশেই মাসজিদে গামামাহ! রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে ঈদুল ফিতর, ঈদুল আজহা, বাদশা নাজাশ...
17/07/2025

মাসজিদে নববী পাশেই মাসজিদে গামামাহ! রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে ঈদুল ফিতর, ঈদুল আজহা, বাদশা নাজাশির গায়েবানা জানাজার সলাত আদায় করেছিলেন। তাছাড়া তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে ইসতিসকার সলাত অর্থাৎ প্রচন্ড গরম ও দবদাহে বৃষ্টি প্রার্থনার বিশেষ নামাজ আদায় করেছিলেন।

জানেন গামামাহ নাম কেন দেয়া হয়েছে? সলাত শেষ হওয়ার আগেই কাল মেঘের বিশাল খন্ড রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবায়ে কেরাম আজমাইন কে ছায়া প্রদান করেছিল শুধু তাই নয় তারা নিজ নিজ বাসায় ফিরে যাওয়ার পথেই মহান আল্লাহর রহমতের বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যান!

সুবহানাল্লাহ!

উপদেষ্টা পরিষদে একজন হুজুরকে বসালেন। ফলাফল : হজ্জ ম্যানেজমেন্ট ও সার্ভিসে এশিয়াতে বাংলাদেশ১ম হলো।
22/06/2025

উপদেষ্টা পরিষদে একজন হুজুরকে বসালেন। ফলাফল : হজ্জ ম্যানেজমেন্ট ও সার্ভিসে এশিয়াতে বাংলাদেশ১ম হলো।

নিজেদের সম্পর্কে বলার জন্য মন্ত্রীকে ধন্যবাদ 👏
19/06/2025

নিজেদের সম্পর্কে বলার জন্য মন্ত্রীকে ধন্যবাদ 👏

ঐতিহ্যবাহী নূরিয়া মসজিদের ঈদুল আযহার প্রথম জামাতের স্থিরচিত্র।
09/06/2025

ঐতিহ্যবাহী নূরিয়া মসজিদের ঈদুল আযহার প্রথম জামাতের স্থিরচিত্র।

06/06/2025

কুরবানী সংক্রান্ত কিছু জরুরি মাসায়েল

কুরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আদায় করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করে না তার ব্যাপারে হাদীস শরীফে এসেছে, ‘যার কুরবানীর সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানী করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে।’ -মুস্তাদরাকে হাকেম, হাদীস ৩৫১৯; আত্তারগীব ওয়াত্তারহীব ২/১৫৫

কার উপর কুরবানী ওয়াজিব

মাসআলা : প্রাপ্তবয়স্ক, সুস্থমস্তিষ্কসম্পন্ন প্রত্যেক মুসলিম নর-নারী, যে ১০ যিলহজ্ব ফজর থেকে ১২ যিলহজ্ব সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানী করা ওয়াজিব। টাকা-পয়সা, সোনা-রূপা, অলঙ্কার, বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানীর নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য।

আর নেসাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত (৭.৫) ভরি, রূপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন (৫২.৫) ভরি, টাকা-পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হল- এর মূল্য সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা-পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেসাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায় তাহলেও তার উপর কুরবানী করা ওয়াজিব। -আলমুহীতুল বুরহানী ৮/৪৫৫; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪০৫

কুরবানী করতে না পারলে

মাসআলা : কেউ যদি কুরবানীর দিনগুলোতে ওয়াজিব কুরবানী দিতে না পারে তাহলে কুরবানীর পশু ক্রয় না করে থাকলে তার উপর কুরবানীর উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করা ওয়াজিব। আর যদি পশু ক্রয় করেছিল, কিন্তু কোনো কারণে কুরবানী দেওয়া হয়নি তাহলে ঐ পশু জীবিত সদকা করে দিবে। -বাদায়েউস সানায়ে ৪/২০৪; ফাতাওয়া কাযীখান ৩/৩৪৫

কোন্ কোন্ পশু দ্বারা কুরবানী করা যাবে

মাসআলা : উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কুরবানী করা জায়েয। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্যগরু ইত্যাদি দ্বারা কুরবানী করা জায়েয নয়। -ফাতাওয়া কাযীখান ৩/৩৪৮; বাদায়েউস সানায়ে ৪/২০৫

কুরবানীর পশুর বয়সসীমা

মাসআলা : উট কমপক্ষে ৫ বছরের হতে হবে। গরু ও মহিষ কমপক্ষে ২ বছরের হতে হবে। আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে ১ বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি ১ বছরের কিছু কমও হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে, দেখতে ১ বছরের মতো মনে হয়

Address

Kamrangir Char

Alerts

Be the first to know and let us send you an email when Al Ashraf Qurbani Camp আল আশরাফ কুরবানী ক্যাম্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share