Al Ashraf Qurbani Camp আল আশরাফ কুরবানী ক্যাম্প

Al Ashraf Qurbani Camp আল আশরাফ কুরবানী ক্যাম্প হক্কানী ওলামায়ে কেরামগণের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত “আল-আশরাফ কুরবানী ক্যাম্প”

04/11/2025

#কি_জীবন্ত_এ_কিতাব

قَالُوْۤا اِنْ يَّسْرِقْ فَقَدْ سَرَقَ اَخٌ لَّهٗ مِنْ قَبْلُ ۚ فَاَسَرَّهَا يُوْسُفُ فِيْ نَفْسِهٖ وَلَمْ يُبْدِهَا لَهُمْ ۚ قَالَ اَنْتُمْ شَرٌّ مَّكَانًا ۚ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا تَصِفُوْنَ

ইউসুফের ভাইয়েরা বলল, যদি সে (বিন ইয়ামীন) চুরি করেই থাকে তাতে (আশ্চর্যের কিছু নেই) কেননা এর আগে তার ভাই (ইউসুফও) চুরি করেছিল! তখন ইউসুফ তাদের কাছে (প্রচন্ড কষ্টানুভুতি) প্রকাশ না করেই চুপিসারে (মনে মনে) বলল, এ ব্যাপারে তোমাদের অবস্থান কতই না মন্দ আর তোমরা যা বলছ তার প্রকৃত অবস্থা সম্পর্কে আল্লাহই সম্যক জ্ঞাত।

اِنَّهٗ مَنْ يَّـتَّقِ وَيَصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ

নিশ্চয়ই যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে
ও সবর করে, (তবে) আল্লাহ তার মুহসিন বান্দাদের প্রতিদান কখনোই নষ্ট করেন না।

وَلَا تَايْـَٔسُوْا مِنْ رَّوْحِ اللّٰهِ
اِنَّهٗ لَا يَايْـَٔسُ مِنْ رَّوْحِ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْكٰفِرُوْنَ

আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, জেনে রেখ নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কেবল তারাই নিরাশ হয়, যারা কাফির সম্প্রদায়!

قَالَ اِنَّمَاۤ اَشْكُوْا بَثِّيْ وَحُزْنِيْۤ اِلَي اللّٰهِ
وَاَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ

ইয়াকুব (আ) বললেন, আমি আমার সমস্ত
দুঃখ ও কষ্টের অভিযোগ (তোমাদের কাছে নয়) স্রেফ আল্লাহরই কাছে ন্যস্ত করছি।
আর আল্লাহ সম্পর্কে আমি যা জানি,
তোমরা তা জান না।

فَصَبْرٌ جَمِيْلٌ
عَسَي اللّٰهُ اَنْ يَّاْتِـيَنِيْ بِهِمْ جَمِيْعًا
اِنَّهٗ هُوَ الْعَلِيْمُ الْحَكِيْمُ

সুতরাং আমার জন্য সবরুন জামিল! মোটেই অসম্ভব নয় যে আল্লাহ তায়ালা তাদের (দুজন) উভয়কেই আমার কাছে এনে দেবেন।
নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

(সুরাহ ইউসুফের পাতা থেকে)

ইন্না-লিল্লাহ তিনবারের বিশ্বজয়ী হাফেজ আমার প্রিয় ছাত্র হাফেজ সাইফুর রহমান ত্বকির না ফেরার দেশে চলে গেছে,আল্লাহ আপনি জান্...
28/10/2025

ইন্না-লিল্লাহ
তিনবারের বিশ্বজয়ী হাফেজ আমার প্রিয় ছাত্র হাফেজ সাইফুর রহমান ত্বকির না ফেরার দেশে চলে গেছে,আল্লাহ আপনি জান্নাতের আ'লা মাকাম দান করিয়েন।
সাইফুর রহমান ইন্তিকাল করেছেন।
إنا لله و انا اليه راجعون
তিনবার বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী পৃথিবীর আলো বাতাস থেকে বিদায় নিলেও
আল্লাহ তায়ালা তাকে জান্নাতে নাজ নেয়ামত দিয়ে মেহমান হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ
সাইফুর রহমানের যৌথ অসাধারণ কুরআন তিলাওয়াত।
জানাযা বাদ আসর বাইতুল মাকারামে অনুষ্ঠিত হবে।

📖 আলহামদুলিল্লাহ্Al Ashraf Qurbani Camp আল আশরাফ কুরবানী ক্যাম্প এর সম্মানিত চেয়ারম্যান হাফেজ Kazi Kawsar Hamid কে বর্তম...
20/10/2025

📖 আলহামদুলিল্লাহ্

Al Ashraf Qurbani Camp আল আশরাফ কুরবানী ক্যাম্প এর সম্মানিত চেয়ারম্যান হাফেজ Kazi Kawsar Hamid কে বর্তমান বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কুরআনপ্রেমীদের সর্ববৃহৎ ইসলামিক সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা - International Qirat Organization এর কেন্দ্রীয় প্রচার বিষয়ক কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এবং বিশ্বের নানান ভাষার কুরআনপ্রেমী মানুষের কাছে সুপরিচিত মুখ, সংস্থার মাননীয় মহাসচিব Sheikh Saad Saifullah Madani (হাফিজাহুল্লাহ)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ, যাঁর নেতৃত্ব ও দিকনির্দেশনায় সংগঠনটি কুরআনের দাওয়াতে আলোকিত ভূমিকা রেখে চলেছে।

আল্লাহ তাআলা নবনির্বাচিত দায়িত্বশীলকে দ্বীনের খেদমতে আরও সাফল্য দান করুন এবং এই সংগঠনকে কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে কবুল করুন। 🤲

20/10/2025

দীর্ঘ সিজদাহ, মস্তিষ্কের কার্য ক্ষমতা বাড়ায়, আলহামদুলিল্লাহ

20/10/2025

— যারা বেগানা নারী দেখে
দৃষ্টি অবনত করে-!!🌸🌻

— কিয়ামতের দিন জাহান্নামের
আগুন তাদেরকে স্পর্শ
করবে না-!!🌺🌸

মিশরের বিশিষ্ট আলেম আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র আলেম পরিষদের (হাইয়াতু কিবারিল উালামা বিল আজহারিশ শরিফ) সদস্য ড. আহম...
07/10/2025

মিশরের বিশিষ্ট আলেম আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র আলেম পরিষদের (হাইয়াতু কিবারিল উালামা বিল আজহারিশ শরিফ) সদস্য ড. আহমদ ওমর হাশেম (রহ.) আর নেই। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরের আগেই তার ইন্তেকালের খবর পাওয়া যায় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

05/10/2025

*আল্লাহ তোমাকে দুনিয়া দিয়েছেন , যাতে এটা দিয়ে তুমি পরকাল তালাশ করতে পারো। এজন্য দেননি , যাতে তুমি দুনিয়ার দিকেই ঝুঁকে পড়ো।*

- উসমান ইবনু আফফান (রাদ্বি.)

04/10/2025

শাইখ সা‘দী রাহিমাহুল্লাহ বলেন:

"নবীজি (ﷺ)-এর উপর অধিক পরিমাণে সালাত (দরূদ) পাঠের মধ্যে রয়েছে:

- ভুল-ত্রুটির ক্ষমা,
- গুনাহের কাফফারা (পাপমোচন),
- দু‘আ কবুল হওয়া,
- প্রয়োজন পূরণ হওয়া,
- দুশ্চিন্তা ও বিপদ-আপদ দূরীভূত হওয়া,
- কল্যাণ ও বরকতের আগমন এবং
- আসমান ও যমীনের রবের সন্তুষ্টি।
- আর এটি পাঠকারীর জন্য তার কবরে নূর হবে এবং -
- সকল অনিষ্ট ও বিপদ থেকে মুক্তিদানকারী হবে।"

[আল-ফাওয়াকিহুশ শাহিয়্যাহ, পৃষ্ঠা নং ৪১।]

04/10/2025

— দরুদ পাঠের ফজিলত।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (ﷺ) ✨

04/10/2025

জানি জীবনে গুনাহের পাহাড় অনেক বড়,,
কিন্তু জানেন তো আপনার রবের দয়া এর চেয়েও বড়??

উপদেষ্টা পরিষদে একজন হুজুরকে বসালেন। ফলাফল : হজ্জ ম্যানেজমেন্ট ও সার্ভিসে এশিয়াতে বাংলাদেশ১ম হলো।
22/06/2025

উপদেষ্টা পরিষদে একজন হুজুরকে বসালেন। ফলাফল : হজ্জ ম্যানেজমেন্ট ও সার্ভিসে এশিয়াতে বাংলাদেশ১ম হলো।

Address

Jawla Hati Ashrafabad
Kamrangir Char
1211

Alerts

Be the first to know and let us send you an email when Al Ashraf Qurbani Camp আল আশরাফ কুরবানী ক্যাম্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share