04/11/2025
#কি_জীবন্ত_এ_কিতাব
قَالُوْۤا اِنْ يَّسْرِقْ فَقَدْ سَرَقَ اَخٌ لَّهٗ مِنْ قَبْلُ ۚ فَاَسَرَّهَا يُوْسُفُ فِيْ نَفْسِهٖ وَلَمْ يُبْدِهَا لَهُمْ ۚ قَالَ اَنْتُمْ شَرٌّ مَّكَانًا ۚ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا تَصِفُوْنَ
ইউসুফের ভাইয়েরা বলল, যদি সে (বিন ইয়ামীন) চুরি করেই থাকে তাতে (আশ্চর্যের কিছু নেই) কেননা এর আগে তার ভাই (ইউসুফও) চুরি করেছিল! তখন ইউসুফ তাদের কাছে (প্রচন্ড কষ্টানুভুতি) প্রকাশ না করেই চুপিসারে (মনে মনে) বলল, এ ব্যাপারে তোমাদের অবস্থান কতই না মন্দ আর তোমরা যা বলছ তার প্রকৃত অবস্থা সম্পর্কে আল্লাহই সম্যক জ্ঞাত।
اِنَّهٗ مَنْ يَّـتَّقِ وَيَصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ
নিশ্চয়ই যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে
ও সবর করে, (তবে) আল্লাহ তার মুহসিন বান্দাদের প্রতিদান কখনোই নষ্ট করেন না।
وَلَا تَايْـَٔسُوْا مِنْ رَّوْحِ اللّٰهِ
اِنَّهٗ لَا يَايْـَٔسُ مِنْ رَّوْحِ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْكٰفِرُوْنَ
আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, জেনে রেখ নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কেবল তারাই নিরাশ হয়, যারা কাফির সম্প্রদায়!
قَالَ اِنَّمَاۤ اَشْكُوْا بَثِّيْ وَحُزْنِيْۤ اِلَي اللّٰهِ
وَاَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ
ইয়াকুব (আ) বললেন, আমি আমার সমস্ত
দুঃখ ও কষ্টের অভিযোগ (তোমাদের কাছে নয়) স্রেফ আল্লাহরই কাছে ন্যস্ত করছি।
আর আল্লাহ সম্পর্কে আমি যা জানি,
তোমরা তা জান না।
فَصَبْرٌ جَمِيْلٌ
عَسَي اللّٰهُ اَنْ يَّاْتِـيَنِيْ بِهِمْ جَمِيْعًا
اِنَّهٗ هُوَ الْعَلِيْمُ الْحَكِيْمُ
সুতরাং আমার জন্য সবরুন জামিল! মোটেই অসম্ভব নয় যে আল্লাহ তায়ালা তাদের (দুজন) উভয়কেই আমার কাছে এনে দেবেন।
নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
(সুরাহ ইউসুফের পাতা থেকে)