Al Ashraf Qurbani Camp আল আশরাফ কুরবানী ক্যাম্প

Al Ashraf Qurbani Camp আল আশরাফ কুরবানী ক্যাম্প হক্কানী ওলামায়ে কেরামগণের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত “আল-আশরাফ কুরবানী ক্যাম্প”

মিশরের বিশিষ্ট আলেম আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র আলেম পরিষদের (হাইয়াতু কিবারিল উালামা বিল আজহারিশ শরিফ) সদস্য ড. আহম...
07/10/2025

মিশরের বিশিষ্ট আলেম আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র আলেম পরিষদের (হাইয়াতু কিবারিল উালামা বিল আজহারিশ শরিফ) সদস্য ড. আহমদ ওমর হাশেম (রহ.) আর নেই। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরের আগেই তার ইন্তেকালের খবর পাওয়া যায় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

05/10/2025

*আল্লাহ তোমাকে দুনিয়া দিয়েছেন , যাতে এটা দিয়ে তুমি পরকাল তালাশ করতে পারো। এজন্য দেননি , যাতে তুমি দুনিয়ার দিকেই ঝুঁকে পড়ো।*

- উসমান ইবনু আফফান (রাদ্বি.)

04/10/2025

শাইখ সা‘দী রাহিমাহুল্লাহ বলেন:

"নবীজি (ﷺ)-এর উপর অধিক পরিমাণে সালাত (দরূদ) পাঠের মধ্যে রয়েছে:

- ভুল-ত্রুটির ক্ষমা,
- গুনাহের কাফফারা (পাপমোচন),
- দু‘আ কবুল হওয়া,
- প্রয়োজন পূরণ হওয়া,
- দুশ্চিন্তা ও বিপদ-আপদ দূরীভূত হওয়া,
- কল্যাণ ও বরকতের আগমন এবং
- আসমান ও যমীনের রবের সন্তুষ্টি।
- আর এটি পাঠকারীর জন্য তার কবরে নূর হবে এবং -
- সকল অনিষ্ট ও বিপদ থেকে মুক্তিদানকারী হবে।"

[আল-ফাওয়াকিহুশ শাহিয়্যাহ, পৃষ্ঠা নং ৪১।]

04/10/2025

— দরুদ পাঠের ফজিলত।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (ﷺ) ✨

04/10/2025

জানি জীবনে গুনাহের পাহাড় অনেক বড়,,
কিন্তু জানেন তো আপনার রবের দয়া এর চেয়েও বড়??

02/10/2025

*❛❛আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ❜❜(ﷺ)*

02/10/2025

হাসান বসরী رحمه الله . বলেন,

❝নিজ ভাইয়ের সামনেও নারীর
ওড়না ছাড়া থাকা উচিত নয়।❞

[মুসান্নাফ ইবনু আবী শাইবা, ১৭২৮১]

হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির’ 🤲
01/10/2025

হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির’ 🤲

01/10/2025

হি*ন্দু*দের কালচারের সাথে আমাদের কি সম্পর্ক!?

- আবু ত্বহা মুহাম্মদ আদনান হাফিঃ
ভিডিও সংগৃহীত

30/09/2025
30/09/2025

যদি

আল্লাহ আপনাকে অপেক্ষা করাতেই থাকেন তাহলে আপনি প্রস্তুত হয়ে যান। আপনি যা চেয়েছিলেন তার থেকে ভালো আর উত্তম কিছুর জন্য। নিশ্চয়ই আল্লাহ তায়ালা পরম দানশীল ও দয়ালু।

- ড.বিলাল ফিলিপিস

উপদেষ্টা পরিষদে একজন হুজুরকে বসালেন। ফলাফল : হজ্জ ম্যানেজমেন্ট ও সার্ভিসে এশিয়াতে বাংলাদেশ১ম হলো।
22/06/2025

উপদেষ্টা পরিষদে একজন হুজুরকে বসালেন। ফলাফল : হজ্জ ম্যানেজমেন্ট ও সার্ভিসে এশিয়াতে বাংলাদেশ১ম হলো।

Address

Jawla Hati Ashrafabad
Kamrangir Char
1211

Alerts

Be the first to know and let us send you an email when Al Ashraf Qurbani Camp আল আশরাফ কুরবানী ক্যাম্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share