রেন্টু টেইলারস লেডিস & জেন্স

রেন্টু টেইলারস লেডিস & জেন্স Digital Bangladeshi Creaters এবং শেলাইমেশিন মেরামত করা হয়

24/09/2024

এর সাথে Md Nazrul Islam Rento – আমাকে এইমাত্র তার একজন অন্যতম সেরা ফ্যান হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে!

স্বামী মা*রা যাওয়ার একমাসের মাথায় উপায় না পেয়ে চার বছরের ছোট মেয়েটাকে নিয়ে যেদিন ছোট বোনের বাসায় উঠেছিলাম সেদিন না বুঝতে...
02/09/2024

স্বামী মা*রা যাওয়ার একমাসের মাথায় উপায় না পেয়ে চার বছরের ছোট মেয়েটাকে নিয়ে যেদিন ছোট বোনের বাসায় উঠেছিলাম সেদিন না বুঝতে পারলেও আন্দাজ করতে পেরেছিলাম আমার এই আগমনে আমার ছোটবোন বা তার স্বামী দুজনের কেউই খুশি হয়নি।কিন্তু আমি যে নিরুপায় ছিলাম,না ছিলো বাবা-মা,না ছিলো কোন ভাই।দু-কুলে থাকার জন্য শুধু ছোট বোনটাই ছিলো।তাই বাধ্য হয়ে তার বাড়িতেই এসে ঠাঁই নিতে হলো।

বোনের বাড়িতে উঠেছি প্রায় সপ্তাহখানেক হবে।খেয়াল করে দেখলাম বোনটা আমাকে আর আগের মতো আপু আপু বলে ডাকেনা,আমার সাথে আগের মতো নরম স্বরে কথা বলেনা।বাড়ির কাজগুলো থেকেও কেমন যেন নিজেকে সরিয়ে নিয়েছে সে।বুঝতে পারলাম সে আমার আপন বোন হলেও আমার এভাবে আগমনে সে মোটেও খুশি নয়।কিন্তু সব বুঝতে পারলেও কিছু বললাম না,চুপচাপ ঘরের কাজ করে মেয়েটাকে নিয়ে বাড়ির এককোণে পড়ে থাকতাম।কারণ আমার যে যাওয়ার আর কোন জায়গা নেই,এই ছোট বাচ্চা মেয়েটাকে নিয়ে কোথায় যাবো আমি।তাই মুখ বুজে বোনের বাড়িতেই পড়ে রইলাম।

একদিন রাতে থালাবাসন ধুঁয়ে রুমে আসার সময় বোনের রুম থেকে কিছু কথা কানে এসে লাগলো।বুঝলাম তারা আমাকে নিয়েই কথা বলছে।শোনাটা ঠিক হবেনা তাও অবাধ্য মন তো মানেনা,তাই দরকার কাছে দাঁড়িয়ে শুনতে লাগলাম তাদের কথা।

" নীলা,তোমার বোন এই বাড়ি থেকে কবে যাবে বলো তো?কতদিন হয়ে গেলো এখনো এখানেই পড়ে আছে।তোমার বোনের জন্য এখন বাড়িতে থাকতেও অস্বস্তি হয়।আর তোমার বোন আমাদের বাড়িতে আছে যার কারণে মিতু তার স্বামীকে নিয়ে আমাদের বাড়িতেও আসতে পারছেনা।মিতুর শশুড়বাড়ির লোকেরা যদি এই কথাটা জানে তারা কি মনে করবে বুঝতে পারছো।"

" আ.....মিতুল আস্তে কথা বলো,আপু শুনতে পাবে।আর আমারো কি ভালো লাগছে বলো।কোথাও বের হলে,কিছু করলে বারবার তাকে কৈফিয়ত দিতে হয়।তার উপর আমার সব জিনিসও তাকে ব্যবহার করার জন্য দিতে হয়।"

" যত্তসব উটকো ঝামেলা।স্বামী ম*রেছে তাই বলে কি বোনের বাড়িতে এসে উঠবে?শশুর বাড়ির কারো গলায় গিয়ে ঝুলতে পারেনি?পাড়াপ্রতিবেশিরা কি বলবে।তুমি তোমার বোনকে যতো তাড়াতাড়ি সম্ভব নিজের ব্যবস্থা করতে বলে দাও।"

" আরে এভাবে কি ধুম করে মুখের উপর চলে যেতে বলা যায় নাকি?কেউ জানলে তো আমাদেরই দোষ দেবে।না পারছি গিলতে আর না পারছি সইতে।"

" ধুর যত্তসব ঝামেলা আমার ঘাড়েই এসে ঝুলে।"

এসব আর কিছু শুনলে পেলাম না আমি,হয়তো দুজনে ঘুমিয়ে পড়েছে।খেয়াল করে দেখলাম চোখ থেকে পানি পড়ছে।চোখের পানিটা মুঁছে মুখে হাসি বজায় রেখে ঘরে

একসময় পেঁয়াজ কাটার ভয়ে কখনো নিজ হাতে ডিম ভেজে খেতাম না। হাত কালো হয়ে যাবে বলে কখনো আলু কাটতাম না। সবজি কাটার ভয়ে মা যখন ...
27/04/2024

একসময় পেঁয়াজ কাটার ভয়ে কখনো নিজ হাতে ডিম ভেজে খেতাম না। হাত কালো হয়ে যাবে বলে কখনো আলু কাটতাম না। সবজি কাটার ভয়ে মা যখন রান্না ঘরে ঢুকতো তখন তার আশে পাশেও থাকতাম না। রান্না ঘরে ঢুকতাম না,যদি হাত পুড়ে যায় আর পোড়া দাগ টা যদি থেকে যায়! কি বিশ্রী ব্যপার হবে....!!😊❤️

___খাবার শেষে প্লেট টা টেবিলে রেখেই উঠে যেতাম। তবুও মায়ের কোন অভিযোগ থাকত না-আমার মা টা খুব দুঃখী। সারাজীবন কষ্টই করে গেছে, একা একা সব কাজ করে। কখনো বলেনি আমার মেয়ে কোন কাজ করে না। বরং বলে,আমার মেয়েটার কাজ করার প্রয়োজন নেই,মেয়েটা সারাদিন খুব খাটুনির
উপরে থাকে!💚

আজ যখন পেঁয়াজ কাটি, সবজি কাটি, আলু কাটি ,রান্নাও করি; তেল ছিটে আসলে উহ্ শব্দও করি না; তখন মায়ের মুখ টা চোখে ভাসে আর দু চোখ গড়িয়ে মায়ের জন্য জল পড়ে। তখন খুব ইচ্ছা হয় আবার যদি মায়ের কাছে চলে যেতে পারতাম, তাকে কোন কাজ
করতেই দিতাম না......☺️🤍

আজ মায়ের কষ্ট উপলব্ধি করতে পারি। সেও হয়তো তার মায়ের ঘরে আমার মতো
আদরের মেয়েই ছিলো....🙂❤️

#মোঃরেন্টুমিয়া

Address

Kamrangir Char

Telephone

+8801914175170

Alerts

Be the first to know and let us send you an email when রেন্টু টেইলারস লেডিস & জেন্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রেন্টু টেইলারস লেডিস & জেন্স:

Share