26/05/2025
ভালোবাসা মানুষকে করে আলোর পাখি,
অন্ধকারে জ্বলে উঠে আশা নতুন রাখি।
হৃদয়ের টানে গড়ে স্বপ্নের ভেলা,
একসাথে চলার গল্পে বাজে খুশির বেলা।
দুঃখে পাশে থাকে, সুখে হাসে মন,
ভালোবাসায় জুড়ে থাকে জীবনের প্রকরণ।
মানুষ যখন ভালোবাসা পায় খুঁজি খুঁজি,
জীবনটা তখন যেন রঙিন এক সুঁজি।