
10/03/2024
সুন্দরবনের একটি বাঘ দিনে আনুমানিক ৬০ কেজি হরিণের মাংস খায়। যার বাজার দর আনুমানিক একলক্ষ বিশ হাজার টাকা! বাঘের কোন ইনকাম নাই, নাই কোনো চিন্তা, তবে খাবারের খোঁজে তাকে হাঁটতে হয় বহু মাইলের পর মাইল।
কিন্তু আপনি দিনে ভাত খান বড়জোর ৫০০ গ্রাম, তার জন্য আপনি চুরি করেন, সুদ খান, ঘুষ খান, অন্যের হক নষ্ট করেন, আরো কত কী..!
আপনার একাউন্টে অনেক টাকা, আপনার শরীরে অনেক রোগ, আপনার অনেক দুশ্চিন্তা।
বাঘ চিন্তা করে আজকে কি খাবো, আপনি চিন্তা করেন আগামি ২০ বছর কি খাবো! আল্লাহ আমাদের কে সঠিক জ্ঞান দান করুন। আমিন।
পরিশ্রম করুন ভবিষ্যতের চিন্তা পরিহার করুন।
নিশ্চয়ই রব উত্তম পরিকল্পনাকারী❤️
© Kawshar Ahmed