05/02/2024
মিজান শিক্ষা পরিবারের "Cambridge laboratory school"এর শিক্ষার্থীদের যেভাবে ইংরেজিতে প্যারাগ্রাফ লেখার কৌশল শেখানো হচ্ছে। এভাবেই একজন শিক্ষার্থী ইংরেজি ভাষায় ধীরে ধীরে দক্ষ হয়ে উঠবে এবং বাস্তব জীবনে ইংরেজি ভাষাকে ব্যবহার করা শিখবে।আজ 'Group study'র বিষয় ছিলো "lemon tree" তাই শিক্ষার্থীদের লেবু বাগানে নিয়ে যাওয়া হয় এবং ইংরেজি ভাষায় কিভাবে লেবু গাছ এবং এর উপকারিতা সম্পর্কে লেখা যায় তার সহজ কৌশল শেখানো হয়েছে।