
19/12/2024
সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৮-১১-২৪ তারখে, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় আহবায়ক কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক গাউসিয়া কমিটি বাংলাদেশের নামে, আওতাধীন পৃথক বা স্বতন্ত্র কোন মানবিক টিম নাই (যা ইতোমধ্যে বিলুপ্ত করা হয়েছে) এবং যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমেও প্রচারিত হয়েছিল। কিন্তু ইদানিং একটি মহল গাউসিয়া কমিটির নামের সাথে মানবিক টিম শব্দটি ব্যবহার করে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা আবারো স্পষ্টভাবে জানাচ্ছি যে, যে বা যারা এখনো মানবিক টিম শব্দটি ব্যবহার করে গাউসিয়া কমিটির কর্মী এবং সর্বসাধারণের মধ্যে বিভ্রান্তিকর বার্তা দিচ্ছে, তাদের এমন কর্মকান্ডের সাথে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ'র কোন রকম সম্পর্ক নাই। গাউসিয়া কমিটি বাংলাদেশের সাথে সংশ্লিষ্টদের কেউ সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত বলে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সকলকে এ ধরনের উদ্দেশ্য প্রণোদিত বেআইনী কর্মকাণ্ডে জড়িতদের থেকে নিরাপদ দুরত্ব বজায় রাখতে অনুরোধ করা হচ্ছে।
হুজুর কেবলার আদেশ ও নির্দেশনাক্রমে,
আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম (মনজু)
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট,
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং
আহবায়ক, গাউসিয়া কমিটি বাংলাদেশ।