Arman Kaderi

Arman Kaderi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arman Kaderi, Digital creator, Chittagong/Rangunia Highway, Kaptaimukh.

This channel make video for tips and tricks education,motivation, Learn Bengali,Bengali Learning, Bengali Education related computer tips and tricks, computer tech Bangla, computer information, computer software & Mobile etc.

19/12/2024

সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৮-১১-২৪ তারখে, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় আহবায়ক কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত মোতা‌বেক গাউসিয়া কমিটি বাংলাদেশের নামে, আওতাধীন পৃথক বা স্বতন্ত্র কোন মানবিক টিম নাই (যা ই‌তোম‌ধ্যে বিলুপ্ত করা হয়েছে) এবং যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমেও প্রচারিত হয়েছিল। কিন্তু ইদানিং একটি মহল গাউসিয়া কমিটির নামের সাথে মানবিক টিম শব্দটি ব্যবহার করে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা আবারো স্পষ্টভাবে জানাচ্ছি যে, যে বা যারা এখনো মানবিক টিম শব্দটি ব্যবহার করে গাউসিয়া কমিটির কর্মী এবং সর্বসাধারণের মধ্যে বিভ্রান্তিকর বার্তা দিচ্ছে, তাদের এমন কর্মকান্ডের সাথে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ'র কোন রকম সম্পর্ক নাই। গাউসিয়া কমিটি বাংলাদেশের সাথে সংশ্লিষ্টদের কেউ সংগঠন বি‌রোধী কর্মকান্ডে জড়িত বলে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সকলকে এ ধরনের উদ্দেশ্য প্রণোদিত বেআইনী কর্মকাণ্ডে জড়িতদের থেকে নিরাপদ দুরত্ব বজায় রাখতে অনুরোধ করা হচ্ছে।

হুজুর কেবলার আদেশ ও নির্দেশনাক্রমে,

আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম (মনজু)
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট,
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং
আহবায়ক, গাউসিয়া কমিটি বাংলাদেশ।

দেশ ও বিদেশের সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ★★★ঈদ মোবারক★★
09/04/2024

দেশ ও বিদেশের সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা।
★★★ঈদ মোবারক★★

আজ ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস!হিজরির ২য় সনে ১৭ রমজান (১৭ মার্চ ৬২৪ খ্রিষ্টাব্দ) মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে স...
27/03/2024

আজ ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস!

হিজরির ২য় সনে ১৭ রমজান (১৭ মার্চ ৬২৪ খ্রিষ্টাব্দ) মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত হয় ইসলামের ইতিহাসে প্রথম প্রধান যুদ্ধ। এটি বদর নামক উপত্যকায় সংঘটিত হয়েছিল বলে একে গজওয়ায়ে বদর বলা হয়। হুজুর পাক ﷺ তাঁর ৩১৩ জন সাহাবাদের নিয়ে মক্কার হাজারোধিক কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করেছিলেন। এ যুদ্ধে মোট ১৪ জন সাহাবা শহীদ হন অপর পক্ষে ৭০জন মুশরিককে হত্যা ও আরো ৭০জনকে বন্দী করা হয়। বদরের যুদ্ধে মহান আল্লাহ তাআলা সরাসরি ফেরাস্তা প্রেরণের মাধ্যমে মুসলমানদের সাহায্য করেন। এ সম্পর্কে পবিত্র কোরআনুল করিমে এরশাদ হচ্ছে,

'‘বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে, আল্লাহ তো তোমাদের সাহায্য করেছিলেন। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, যাতে
তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।’'

(সূরা আলে ইমরান, আয়াত: ১২৩-১২৫)

বদরের যুদ্ধে শহীদকৃত সাহাবাদের নামঃ

১. হযরত ওবায়দা ইবনে হারিছ (রাঃ) - মোহাজের।
২. হযরত ওমায়ের ইবনে আবু ওয়াক্কাস (রাঃ) - মোহাজের।
৩. হযরত যুশ-শিমালাইন (রাঃ) - মোহাজের।
৪. হযরত আকিল ইবনে বুকাইল (রাঃ) - মোহাজের।
৫. হযরত মাহজা ইবনে সালেহ (রাঃ)- মোহাজের।
৬. হযরত সাফওয়ান ইবনে বায়দা (রাঃ) - মোহাজের।
৭. হযরত সাদ ইবনে খায়সামা (রাঃ) - আনসার।
৮. হযরত মুবাশ্বর ইবনে আবদুল মুনযির (রাঃ) - আনসার।
৯. হযরত ওমায়ের ইবনে হুমাম (রাঃ) - আনসার।
১০. হযরত ইয়াযিদ ইবনে হারিছ (রাঃ) - আনসার।
১১. হযরত রাফি ইবনে মুয়াল্লাহ (রাঃ) - আনসার।
১২. হযরত হারিছা ইবনে সুরাকা (রাঃ) - আনসার।
১৩. হযরত আওফ ইবনে হারিছ (রাঃ) - আনসার।
১৪. হযরত মুআওবিয ইবনে হারিছ (রাঃ) - আনসার।

হে আল্লাহ! আজকের এই বিশেষ দিনে আপনার প্রিয় হাবীব ﷺ ও বদরী সাহাবাদের উসিলায় আমাদেরকে ক্ষমা করুন।

#আমিন...

আপনি যাকাত কো চার হিস্সা করকেএক হিস্সা জামেয়া কি মিস্কীন তোলাবো কো দিয়া করো,বাকী তিন হিস্সা আপে্নে হক্বদার মিস্কীনো কো...
24/03/2024

আপনি যাকাত কো চার হিস্সা করকে
এক হিস্সা জামেয়া কি মিস্কীন তোলাবো কো দিয়া করো,
বাকী তিন হিস্সা আপে্নে হক্বদার মিস্কীনো কো তক্বসীম কিয়া করো।
(আপনার যাকাতকে চার ভাগ করে একভাগ জামেয়ার মিসকিন ফান্ডে এবং
বাকি তিন ভাগ আপন হক্বদার মিসকিন গরীবদের মধ্যে বন্টন করুন।)
— হযরত সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রাহ.)

Address

Chittagong/Rangunia Highway
Kaptaimukh
4360

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arman Kaderi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arman Kaderi:

Share