Hridoy Dey

Hridoy Dey I am a Digital Marketer

পিছনের দৃশ্য 1952 থেকে 2024 পর্যন্ত অনুরূপ
18/07/2024

পিছনের দৃশ্য 1952 থেকে 2024 পর্যন্ত অনুরূপ


18/07/2024

আজ তুমি যার গায়ে হাত তুলছো, এই ছাত্রই হয়তো ক্যাম্পাসের ছোটখাটো তোমার বিপদে তোমার পাশে ছিলো। তোমার ক্লাসের নোট মিস হয়ে গেলে, তা ওর থেকেই সংগ্রহ করেছো, এসাইনমেন্ট তৈরীতে সাহায্য পেয়েছো। ক্যাম্পাসের আড্ডায় ওর কাপ থেকেই চা শেয়ার করে খাইছো।

আজ সেই তুমিই আজ একটা ট্যাগ লাগিয়ে তোমার সেই বন্ধুর গায়ে হাত তুলছো। এই তোমার বিবেক।এই তোমার বোধ।। ধিক্কার এমন ক্লাসমেটদের। ধিক্কার এমন বড়ভাইদের। ধিক্কার এমন ক্যাম্পাসিয়ান দের। ধিক্কার এমন বন্ধুদের।

আমি আছি ছাত্রদের পক্ষে৷।💪💪


04/05/2024

সব সময় লবনের মতো অনন্য হওয়ার চেষ্টা করবেন!
যার উপস্থিতি বোঝা না গেলেও,
অনুপস্থিতি সবকিছু স্বাদহীন করে দেয়। 🙂

প্রথমে তোমাকে নিয়ে তারা  উপহাস করবে, তারা দাঁত বের করে খিল খিল করে হাসবে, আরো কত কি যে বলবে, কয়েক বছর পরে তারাই তোমার ক...
15/03/2024

প্রথমে তোমাকে নিয়ে তারা উপহাস করবে,
তারা দাঁত বের করে খিল খিল করে হাসবে,
আরো কত কি যে বলবে,
কয়েক বছর পরে তারাই তোমার কাছে পরামর্শ চাইবে।

সুতরাং অপেক্ষা কর, পরিশ্রম করে যাও সফল তুমি হবেই, কারণ কষ্টের ফল মিষ্টি হয় !!

সাহস থেকেই সফলতা আসে। যারা দায়িত্ব নিতে সাহস পায় না, সফলতা তাদের কাছে আসে না।

💫💫 চেষ্টাই সফলতার মুল কারণ ?

#ফ্রীল্যাসিং #আসুন_ফ্রীল্যাসিং_করি_নিজের_স্বপ্নটাকে_পূরণ_করি

31/12/2023

𝗛𝗮𝗽𝗽𝘆 𝗻𝗲𝘄 𝘆𝗲𝗮𝗿 𝟮𝟬𝟮𝟰🖤😌

Address

Karerhat
Karerhat
4327

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hridoy Dey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share