Red Line

Red Line রক্ত দিয়ে লেখা ইতিহাস লিখতে হলে আবার রক্তই লাগবে।
(1)

17/08/2024

Aesthetic story. 😔

30/07/2024

"শাসকের শাসনামলে তুমি সত্যকে সত্য, আর মিথ্যাকে মিথ্যা" বলতে না পারো তাহলে, তুমি কিসের মনুষ্যত্ব নিয়ে বেচে আছো?

20/07/2024

শিরোনামঃ- সাংবাদিকের বউকে পুরোটা ঢুকিয়ে দিলো এক যুবক।

এবার বিস্তারিতঃ

সাংবাদিকের বউ বাজারে গিয়ে একটা লাউ কিনে সেটা তার ব্যাগের ভেতর ঢুকাতে পারছিল না। এক যুবক সেটা দেখতে পেয়ে লাউ টা তার ব্যাগের ভিতর ঢুকিয়ে দিলো।

বর্তমানে বাংলাদেশের সাংবাদিকদের নিউজ ঠিক এইরকম।

This is how parents should support ✊🇧🇩
19/07/2024

This is how parents should support ✊🇧🇩

19/07/2024

৭০ ভারতীয় শিক্ষার্থী দর্শনা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ফিরে গেলেন, আরও শিক্ষার্থী ফেরার অপেক্ষায় আছেন
- প্রথম আলো

বাংলাদেশের স্বীকৃত সকল ভৌগোলিক  নির্দেশক (G I)পণ্য১.জামদানি শাড়ি (স্বীকৃতি ১৭/০৯/২০১৬)২.ইলিশ (স্বীকৃতি ১৭/০৮/২০১৭)৩.খির...
12/02/2024

বাংলাদেশের স্বীকৃত সকল ভৌগোলিক নির্দেশক (G I)পণ্য
১.জামদানি শাড়ি (স্বীকৃতি ১৭/০৯/২০১৬)
২.ইলিশ (স্বীকৃতি ১৭/০৮/২০১৭)
৩.খিরসাপাত আম (স্বীকৃতি ২৭/০১/২০১৯)
৪.মসলিন শাড়ি (স্বীকৃতি ২৮/১২/২০২০)
৫.রাজশাহী সিল্ক (স্বীকৃতি ২৬/০৪/২০২১)
৬.শতরঞ্জি বা হস্তশিল্প (স্বীকৃতি ২৬/০৪/ ২০২১)
৭.কালিজিরা চাল (স্বীকৃতি ২৬/০৪/২০২১)
৮.দিনাজপুরের কাঁটারিভোগ (স্বীকৃতি ২৬/০৪/২০২১)
৯.বিজয়পুরের সাদামাটি (স্বীকৃতি ২৬/০৪/২০২১)
১০.বাগদা চিংড়ি ( স্বীকৃতি ২৪/০৪/২০২১)
১১.রাজশাহীর ফজলি আম (স্বীকৃতি ২২/০৫/২০২২)
১২.বগুড়ার দই (স্বীকৃতি ০৫/০৭/২০২৩)
১৩.শেরপুরের তুলসী মালা ধান(স্বীকৃতি ০৫/০৭/২০২৩)
১৪. চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম(স্বীকৃতি ০৫/০৭/২০২৩)
১৫.চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম (স্বীকৃতি ০৫/০৭/২০২৩)
১৬.সিলেটের শীতল পাটি (স্বীকৃতি ২০/০৭/২০২৩)
১৭.নাটোরের কাঁচা গোল্লা (স্বীকৃতি ০৮/০৮/২০২৩)

১৮. টাংগাইলের চমচম,
১৯. কুমিল্লার রসমালাই,
২০.কুষ্টিয়ার তিলের খাজা,
২১.বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল (৯ জানুয়ারি ২০২৪)কে স্বীকৃতি দেয়া হয়।
২২.যশোরের খেজুরের গুড় (স্বীকৃতি ২৮/০১/২০২৪)
🥢সর্বশেষ ০৭/০২/২০২৪
২৩.গোপালগঞ্জের রসগোল্লা
২৪.রাজশাহীর মিষ্টি পান♨️
MAHS Education

15/11/2023

এক ভদ্রলোক রেলে চাকরি করেন। তিনি তার ভাগ্নেকে নিয়ে রাজশাহী থেকে পাবনা যাচ্ছেন ঢালারচর এক্সপ্রেসে। ভাড়া যেনো না দিতে হয় সে কারণে তিনি ভাগ্নেকে নিজের সন্তানেরপরিচয়ে নিয়ে যাচ্ছেন 🤭

এর কারণ হলো পরিবারের সদস্য ছাড়া ট্রেনে চড়ার পাশ পাওয়া যায় না।

টিটিই সাহেব টিকেট দেখতে চাইলে রেলের কর্মচারী পরিচয় দিয়ে তার আইডি কার্ড দেখালেন। নিজের ভাগ্নেকে নিজের ছেলে বলে পরিচয় দিলেন।কিন্তু হঠাৎ ভাগ্নে মামা বলে ডেকে উঠলো 🙆‍♂️

টিটিইঃ কী ব্যাপার, ভাগ্নেকে ছেলে বলে পরিচয় দিচ্ছেন? দেন ফাইন দেন 😐

ভদ্রলোকঃ না না, ও আমার ছেলে 😃

টিটিইঃ আপনাকে মামা বলে ডেকে যাচ্ছে আর আপনি বলছেন আপনি ওর বাবা 🤔

ভদ্রলোকঃ আরে ভাই, বাবাকে মামা বলে ডাকছে বলেই তো পাবনা নিয়ে যাচ্ছি। 😆

পুরুষ সমাচার.....জন্ম নিলাম পরের জন্য, নিজের জন্য কি?নিজের ঘামে সয়াবিন বুনি, পরের পেটে ঘি।মুখে হাসি বুকে কাদি, দেখেনা তো...
05/11/2023

পুরুষ সমাচার.....

জন্ম নিলাম পরের জন্য, নিজের জন্য কি?
নিজের ঘামে সয়াবিন বুনি, পরের পেটে ঘি।

মুখে হাসি বুকে কাদি, দেখেনা তো কেউ,
দায়বদ্ধতার স্রোতধারায়, বুক পাজরে ঢে'উ।

মস্ত প্রাসাদ গড়ে দিয়ে, আমি যাবো জেলে,
উত্তরাধিকার সূত্রে তখন, দায়ভার নিবে ছেলে।

সংগৃহীত 🍁

01/11/2023

ফিলিংস নাই, এইটা একটা সমস্যা। মানুষ ভাবে অনেকক্ষণ করতে পারি, এইটা আরো বড় সমস্যা! 🙂

29/10/2023

জীবনে দেরি হোক,
তার পরও যেন সঠিক মানুষ আসে।
সবাই করে দাও।

29/10/2023

নারী'কে খুশি করতে ফুচকা চকলেট, আইসক্রিম, শাড়ি, চুড়ি, ফুল কত কিছুই দিতে হয়,

অথচ পুরুষ দেখুন কত সহজ সরল। মেয়ে দেখলেই খুশি হয়ে যায়।🙂

সবার চাই।

27/10/2023

Every time say Alhamdulillah 🖤

Address

Kasba

Website

Alerts

Be the first to know and let us send you an email when Red Line posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share