Omar Faruk 01

Omar Faruk 01 Hi, I am Omar Faruk. Welcome to my page. All Video Creator of Social Awareness.

18/05/2025

-বাবা..!!❤️🥀

কে লিখেছেন জানি না , কিন্তু অসাধারণ👐১. মা ৯ মাস বহন করে, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান , তবুও কেন বাবা পিছিয়ে আছ...
16/05/2025

কে লিখেছেন জানি না , কিন্তু অসাধারণ👐
১. মা ৯ মাস বহন করে, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান , তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২. মা বিনা বেতনে সংসার চালায় ,বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন , উভয়ের প্রচেষ্টাই সমান , তবুও কেন বাবা পিছিয়ে আছেন জানেন না ।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করে , বাবা আপনি যা চান তা কিনে দেন , তাদের উভয়ের ভালোবাসা সমান , তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসেবে দেখানো হয়েছে । জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান , কষ্ট পেলে মা বলে কাঁদেন । আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন , কিন্তু বাবা কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে রাখেন না ? ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে , প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি মরে যাবে রঙিন শাড়ি আমার বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম , নিজের প্রয়োজনে তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলংকার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানিনা বাবা কেন পিছিয়ে।
৭. বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু স্বীকৃতি পাওয়ার কথা আসে , কেন জানি না সব সময় পিছিয়ে থাকেন।
৮. বাবা-মা যখন বুড়ো হয়ে যায় , তখন বাচ্চারা বলে , মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী , কিন্তু তারা বলে , বাবা অকেজো।
৯. বাবার পিছনের কারণ তিনি পরিবারের মেরুদন্ড । আর আমাদের মেরুদন্ডগুলো তো আমাদের শরীরে পিছনে । অথচ তার কারণেই আমরা নিজেদের মত করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণে তিনি পিছিয়ে আছেন ,,,,,,!!!!
****জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া ।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি*
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে !

14/02/2025

এই দুনিয়াটা স্বার্থের জায়গা,
স্বার্থ চিনলাম না বলে আমি সবার কাছে খারাপ।🤣
সামনে হয়তো ভালো থাকবো সবসময়🥰
ইনশাআল্লাহ❤️

23/01/2025

এই পৃথিবীতে
সত্য কথা বলার চেয়ে কঠিন, আর চাটুকারিতার চেয়ে সহজ মনেহয় আর কিছুই নাই।

👉🏻সম্পর্ক নিয়ে,যারা অশান্তিতে আছেন লেখাটি তাদের জন্য।✨ একটা সম্পর্কের প্রথমে হলো বিশ্বাস। এই বিশ্বাসটাই একটা সম্পর্কের ...
22/01/2025

👉🏻সম্পর্ক নিয়ে,যারা অশান্তিতে আছেন লেখাটি তাদের জন্য।
✨ একটা সম্পর্কের প্রথমে হলো বিশ্বাস।
এই বিশ্বাসটাই একটা সম্পর্কের মূল, যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্ক টিকে থাকে না।

✨ একটা সম্পর্কের দ্বিতীয় হলো সন্মান।
যে সম্পর্কে সন্মান নেই একজন একজনকে সন্মান দেয় না, সে সম্পর্ক টিকে থাকে না।

✨ একটা সম্পর্কের তৃতীয় হলো সেক্রিফাইস।
এই সেক্রিফাইস টা যদি দু'জন দু'জনকে সেক্রিফাইস করতে না পারে, সে সম্পর্ক টিকে থাকে না।

✨ একটা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যাক্তি।
সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে সুযোগ দিবেন না। তাহলে ওই সম্পর্ক টিকে থাকবে না॥

👉🏻এবার আসি মূল কথায়👌🏻

✨একটা সম্পর্কের মধ্যে উপরের ৪টি কথাই খুবই গুরুত্বপূর্ণ।

💐বিবাহিত জীবন শুরু করা খুবই কষ্টকর,যদি আপনি উপরের তিনটি কথা মানতে না পারেন।

✨ বিবাহিত জীবনে নানান সম*স্যা হবে সবকিছুকে দোষ ভেবে আলাদা হয়ে যাবেন না। দো*ষ কোথায় সেটা খোঁজার চেষ্টা করুন। দেখবেন নিজেই সমস্যার সমাধান করতে পারবেন।

✨ আপনি জানেন আপনার দোষ তারপর ও আপনি চুপ থাকেন, দেখবেন অনেক সহজ হয়ে গেছে সবকিছু।

✨ এক/দুই কথায় সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে আসতে দিবেন না। নিজেরা বসে সমাধান করার চেষ্টা করুন।

✨ কখনো ডিভোর্সের কথা কখনো মাথায় ও আনবেন না।ডিভোর্সে কখনো শান্তি আনতে পারে না। আপনি মনে করেন যে, ডিভোর্স দিলে হয়তো আমি মুক্তি পেয়ে যাবো,আসলে তা কখনো হয় না,সমাজের এক/দুইটা ডিভোর্সী ভাই/বোন দেরকে প্রশ্ন করে দেখুন যে তারা কেমন আছেন? তাদের নিজ পরিবার এবং সমাজের মানুষের সাথে কেমন সম্পর্ক এবং সমাজ তাদেরকে কোন চোখে দেখে সেটা একবার কল্পনা করুন,নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন।

✨ আপনাদের সম্পর্কের মধ্যে কি সমস্যা? কি কারণে বিছিন্ন হতে চাচ্ছেন এগুলোর সমাধান খুঁজুন। ওই বিষয় গুলো ত্যাগ করতে চেষ্টা করুন, দেখবেন সমাধান আপনার হাতেই।
রাগ / অহংকার / জেদ এগুলো ত্যাগ করে প্রিয় মানুষের সাথে সংসার করতে শিখুন। দেখবেন পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ হবে না।

✨ এই কথাগুলো যদি কেউ মানতে পারেন তাহলে আশা করছি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন।

✨ ধন্যবাদ সবাইকে, ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ।

বিশেষ দ্রষ্টব্য: লেখাগুলো সংগ্রহীত। Sk Omar Faruk Kazi

বসন্তের আগমনে ককিলের সুর,,!গ্রীষ্মের আগমনে রোদেলা দুপুর,,!বর্ষার আগমনে  সাদা কাশফুল,,!তাই তোমায় wish করতে মন হল ব্যাকুল,...
05/01/2025

বসন্তের আগমনে ককিলের সুর,,!
গ্রীষ্মের আগমনে রোদেলা দুপুর,,!
বর্ষার আগমনে সাদা কাশফুল,,!
তাই তোমায় wish করতে মন হল ব্যাকুল,,!

Sagir Ahmed Md Islam Molla MD Ruman Molla Md Omar Faruk Kazi

কে লিখেছেন জানিনা, কিন্তু  #অসাধারণ👌 ১.  মা ৯  মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন,      উভয়ই সমান, তবুও কেন  #বাবা ...
12/10/2024

কে লিখেছেন জানিনা, কিন্তু #অসাধারণ👌

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন,
উভয়ই সমান, তবুও কেন #বাবা পিছিয়ে আছেন তা জানেন
না।
২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন
সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও
কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান
তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের
ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন
বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান,
কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই
আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও
খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না?
ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে,
প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক
জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের
প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন
বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই
আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল।
তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর
বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন
নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে,
কেন বাবা পিছিয়ে থাকেন।

৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে,
দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে
অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই
ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের
কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা
বলে, বাবা অকেজো।

বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের
মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই
আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই
কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া। সমস্ত বাবাদের-কে উৎসর্গ করছি * স্যালুট জানাই পৃথিবীর সকল বাবাকে।

সংগ্রহিত। Sk Omar Faruk Kazi

01/10/2024

যদি কখনো শুনো আমার নামে কেউ বদনাম করছে
তাহলে জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থ ভাবে তার উপকার করছিলাম
🥲🥲🙏🙏😭😭

স্বপ্নো থেকে মার্কেট করার সময়
31/05/2024

স্বপ্নো থেকে মার্কেট করার সময়

মিশুক হয়ে বুঝলাম জীবনে অহংকার থাকা দরকার, সহজে সবার সঙ্গে মিশার কোন প্রয়োজন নেই!
25/05/2024

মিশুক হয়ে বুঝলাম জীবনে অহংকার থাকা দরকার, সহজে সবার সঙ্গে মিশার কোন প্রয়োজন নেই!

“কাকে উপরে তুলছেন!!! যা‌কে উপ‌রে তুল‌ছেন সে কি জা‌নে যে কি করে উপরে উঠতে হয় ? সেতো জানে না যে, উপরে উঠার জন্য সিঁড়ি বেয়ে...
17/05/2024

“কাকে উপরে তুলছেন!!!
যা‌কে উপ‌রে তুল‌ছেন সে কি জা‌নে যে কি করে উপরে উঠতে হয় ? সেতো জানে না যে, উপরে উঠার জন্য সিঁড়ি বেয়ে উঠতে হয়।

আপনারা যারা অযোগ্য লোককে অ‌াস্কারা দি‌য়ে মাথায় তুলছেন কিংবা জোর ক‌রে যোগ্য বানাচ্ছেন, একদিন সে নিজেও পড়বে আপনাকেও ফেলবে। অতএব সময় থাক‌তে সতর্ক হউন।

সংগৃহীত

একজন পুরুষ  বাবা আবার ভাই,  স্বামী,   চাচা, মামা   কত আত্মীয়ের  বন্ধনে জরিয়ে থাকি সবাই। পরিবারের একজন পুরুষের  আয়ের উপর ...
07/05/2024

একজন পুরুষ বাবা আবার ভাই, স্বামী, চাচা, মামা কত আত্মীয়ের বন্ধনে জরিয়ে থাকি সবাই। পরিবারের একজন পুরুষের আয়ের উপর ৫ থেকে ৬ জন সদস্য নির্ভর করে থাকে।তখন কোনো এক এস্কিডেন্টে পুরুষ নামক বট গাছের ছায়াটা ধুমড়ে মুচড়ে যায় তখন ঐ পরিবারের সদস্যদের ছোট ছোট স্বপ্ন গুলি শেষ হয়ে যায়। তাই আল্লাহর কাছে প্রার্থনা করি সকল পুরুষ জাতীকে তার হেফাজতে রাখেন আমিন।
محمد السلام Emamui Sk Sk Omar Faruk Kazi

Address

Gopalgonj
Kashiani
8130

Alerts

Be the first to know and let us send you an email when Omar Faruk 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Omar Faruk 01:

Share