উত্তর কাট্টলী

উত্তর কাট্টলী আসসালামু আলাইকুম..আমাদের উত্তর কাট্টলী।

13/10/2024
29/05/2023

ডেলিভারি রোগীর জন্য
AB (+) রক্ত লাগবে
মোস্তফা হাকিম মেডিকেল
01765511202
01836395117

***মানবিক সাহায্যের আবেদন***সবার কাছে অনুরোধ করছি,সবাই একটু সময় নিয়ে পড়বেন।উত্তর কাট্টলীর জব্বার আলী সারাং বাড়ির মৃত রুহ...
19/05/2023

***মানবিক সাহায্যের আবেদন***

সবার কাছে অনুরোধ করছি,সবাই একটু সময় নিয়ে পড়বেন।

উত্তর কাট্টলীর জব্বার আলী সারাং বাড়ির মৃত রুহুল আমিন চৌঃ এর ছোট মেয়ে সুমি আক্তার (৩৫) দুরারোগ্য ব্রেস্ট ক্যান্সার রোগে আক্রান্ত। বিগত দুই বছর আগে রোগ নির্ণয়ের পর হতে চিকিৎসা চালিয়ে গিয়েছে তার পরিবার। এ যাবৎ প্রায় ১০টি কেমোথেরাপি সহ বিভিন্ন পরীক্ষা, ঔষধ ও ডাক্তারী খরচবাবদ কয়েক লক্ষ টাকা খরচ করেছে তার পরিবার। কিন্তু তেমন কারো কাছে তারা সাহায্য আবেদন করেননি এতদিন। কিন্তুু মা-বাবা হারা এ বোনটির পরিবার বর্তমানে তার চিকিৎসার পেছনে সকল সঞ্চয় শেষ করে ফেলে অনেকটা নিঃস্ব হয়ে গিয়েছে।
তাকে প্রতিমাসে একটি বিশেষায়িত স্যালাইন, ঔষধ ও অন্যান্য ডাক্তারী খরচ বাবদ প্রায় ২০,০০০ টাকা ব্যয় হয় কিন্তু বর্তমানে টাকার অভাবে এ চিকিৎসা চালানো যাচ্ছেনা। ফলে অনেকটা বিনা চিকিৎসায় দিন পার করতে হচ্ছে উত্তর কাট্টলীর এই বোনকে।

তাই সমাজের আপামর জনসাধারণের কাছে উদাত্ব আহবান, আপনারা বোনটির সুস্থ চিকিৎসার জন্য নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবেন।

ব্যাংক একাউন্ট নং:-
প্রিমিয়ার ব্যাংক
পাহাড়তলী শাখা
A/c no. 013-2181-00000-464 (রোগীর বড় বোন)

বিকাশ :- 01867-624780 (রোগীর বড় বোন)
নগদ:- 01867-624780 (রোগীর বড় বোন)
অথবা সরাসরি যোগাযোগ করার অনুরোধ রইল।

আর তার চিকিৎসার ব্যাপারে কোন খোজ নিতে চাইলে তাহলে যোগাযোগ করুনঃ
ফয়সাল ইমাম 01866543214
Tushar Ahamed 01762-051448
Masud Emon 01818494929

একটি হারানো বিজ্ঞপ্তি সাজিদ নামের একটি ছেলে আজ দুপুর আনুমানিক ‌১.০০টা থেকে পাওয়া যাচ্ছে না।।লাস্ট টাইম মোস্তফা হাকিম স্ক...
29/12/2022

একটি হারানো বিজ্ঞপ্তি

সাজিদ নামের একটি ছেলে আজ দুপুর আনুমানিক ‌১.০০টা থেকে পাওয়া যাচ্ছে না।।লাস্ট টাইম মোস্তফা হাকিম স্কুল প্রাঙ্গিনায় ছিলো।।স্কুলের ড্রেস পড়া অবস্থায় ছিলো।।
নাম : সাজিদ
পিতা : শামসুদ্দীন
ঠিকানা : উত্তর কাট্টলী,কমিউনিটি সেন্টার,আছদ আলী শাহ মাজার বাড়ি।

কেউ যদি কোন অনুসন্ধান পেয়ে থাকেন উক্ত ঠিকানায় অথবা নম্বর এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।।
যোগাযোগ:01879471203

Address

Uttar Kattali
Kattali
4217

Website

Alerts

Be the first to know and let us send you an email when উত্তর কাট্টলী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category