Zakerul Ulum Times

Zakerul Ulum Times কাট্টলীয়ানদের মুখপাত্র

কাট্টলি মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফল একনজরে।
10/07/2025

কাট্টলি মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফল একনজরে।

08/07/2025
আমাদেরকে বারবার পবিত্র মক্কা মদীনা জিয়ারত করার তৌফিক দাও ইয়া রাব্বাল আলামীন।
09/11/2024

আমাদেরকে বারবার পবিত্র মক্কা মদীনা জিয়ারত করার তৌফিক দাও ইয়া রাব্বাল আলামীন।

হে রাব্বুল আলামীন, মরহুম হুজুরকে আপনি জান্নাতুল ফেরদৌস দান করুন, আমীন!
09/11/2024

হে রাব্বুল আলামীন, মরহুম হুজুরকে আপনি জান্নাতুল ফেরদৌস দান করুন, আমীন!

মাওলানা হারুন অর রশিদ আনসারীর ইন্তেকালে নগর জামায়াতের শোক : নামাযে জানাযা সম্পন্ন

চট্টগ্রাম নগরীর কাট্টলি জাকেরুল উলুম ফাযিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হারুন অর রশিদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, আকবর শাহ থানা আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী ও সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম এক যৌথ শোকবাণী প্রদান করেন।

শোকবাণীতে জামায়াত নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুম মাওলানা মুহাম্মদ হারুন অর রশিদের প্রথম নামাযে জানাযা আজ ২৮ আগস্ট সকাল সাড়ে সাতটায় কাট্টলি জাকেরুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন, সমাজসেবক ও চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ শাহজাহান, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বদিউল আলম, মাদ্রাসা শিক্ষক ও প্রখ্যাত ওয়ায়েজিন মাওলানা আবু হানিফা মুহাম্মদ নোমান, মাওলানা হাফেজ আহমদ মজুমদার ও মরহুমের বড় ছেলে বিশিষ্ট ব্যাংকার আবুল আলা ফয়সাল। নামাযে জানাযায় ইমামতি করেন মরহুমের ছোট ছেলে হাফেজ আকিল আবরার।

নামাযে জানাযায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, বায়তুশ শরফ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবু তাহের, জামায়াত নেতা রেজাউল করিম, বিশিষ্ট সমাজ সেবক ডা. শাহাদাত হোসাইন, কোতোয়ালী থানা উত্তর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুজ জাহের।

নগর জামায়াত আমীর মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, মাওলানা হারুন অর রশিদ অত্যন্ত সহজ সরল ও সাদাসিধে জীবন যাপন করতেন। তিনি ছিলেন অত্যন্ত অমায়িক ও মেধাবী শিক্ষক। আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিন ও জান্নাতুল ফেরদাউস নাসীব করুন।

মরহুমের জানাযায় বহু আলেম, ওলামা, মাশায়েখ ও শিক্ষক, ব্যবসায়ী, ছাত্রসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি দীর্ঘদিন হতে ডায়াবেটিস সহ বহু জটিল রোগে আক্রান্ত ছিলেন। গতকাল রাত ১১.৩০ এ চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। আজ ২৮ আগস্ট শনিবার বাদ জোহর বাঁশখালী ১নং পুকুরিয়া ইউনিয়নের চৌধুরী পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়৷

09/11/2024

Fazr Mubarak ♥️

09/11/2024

অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় আইন উপদেষ্টাকে সুইজারল্যান্ড এয়ারপোর্টে হেনস্থা

বিস্তারিত কমেন্টে

ফজর মোবারক।~
09/11/2024

ফজর মোবারক।
~

صـبـاح الـخـيـر ....
28/10/2024

صـبـاح الـخـيـر ....


28/10/2024


আনাস (রাঃ) থেকে বর্ণিত হাদীসে বলা হয়েছে, আল্লাহর রাসূল (সা.) বলেছেন,لا يُؤْمِنُ أَحَدُكُمْ، حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَ...
28/10/2024

আনাস (রাঃ) থেকে বর্ণিত হাদীসে বলা হয়েছে, আল্লাহর রাসূল (সা.) বলেছেন,

لا يُؤْمِنُ أَحَدُكُمْ، حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ

‘তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ তোমার জন্য যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্যও তা পছন্দ না করবে।”[সহীহ আল বুখারী]
অন্যের জন্য দোয়া করলে ফেরেশতারা বলেন, হে আল্লাহ এ দোয়াটি আগে দোয়াকারীর জন্য কবুল করুন। অন্য ফেরেশতারা আমিন বলেন। ফেরেশতাদের কোনো গুনাহ নেই। তারা যে দোয়া করেন, সেটাই কবুল হয়। তাই অন্যের জন্য দোয়া করলে আল্লাহ সেটা সর্বপ্রথম আপনাকেই দান করবেন।

একটি হাদিসে আছে, হজরত সাফওয়ান ইবনে আবদুল্লাহ ইবনে সাফওয়ান (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন,

নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কোনো ব্যক্তি তার অপর ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে তা কবুল হয়। তার মাথার নিকট একজন ফেরেশতা তার দোয়ার সময় আমিন বলতে থাকেন। যখনই সে তার কল্যাণ কামনা করে দোয়া করে, তখন ফেরেশতা বলেন, আমিন, তোমার জন্যও অনুরূপ কল্যাণ।’ (ইবনে মাজাহ ২৮৯৫)

Address

Kattali Zakerul Ulum Fazil (Degree) Madrasah
Kattali

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zakerul Ulum Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share