
17/08/2025
জিয়াউল আহসান! রাষ্ট্রীয় সিরিয়াল কি'লার!
প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে অথেনটিক একটা সংখ্যা। ১০৩০ জন।
তিনি রাষ্ট্রযন্ত্রে বসে সেটাকে কাজে লাগিয়ে রাষ্ট্রেরই ১০৩০ জনকে মে*রে ফেলেছেন।
কীভাবে মে*রেছে?
প্রথমে গু*ম করেছেন, আয়'নাঘরে নিয়েছেন, তারপর বুড়িগঙ্গা কিংবা শীতলক্ষ্যায় নিয়ে জ'ম টুপি পরিয়ে মাথার খুব নিকটে বন্ধু'কের নল ঠেকিয়ে গু*লি করতেন, নিহ*তের মাথার ম'গজ ছিটকে তার হাতে আসলে তিনি তৃপ্তি পেতেন।
আবার
কাউকে তিনি গু*ম-গাড়ির ভেতরে ইনজেকশন দিয়ে মেরে ফেলতেন, তারপর রেললাইনে ফেলে রাখতেন।
আবার
কাউকে জীবন্ত বা মৃ*ত সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ডুবিয়ে দিতেন।
আবার
বাংলাদেশ পন্থি নেতা কিংবা নাগরিকদের পাশের দেশের চাহিদা মত 'র' এর হাতে তুলে দিতেন সীমান্ত পেরিয়ে! যা একই সাথে ছিল দেশের সাথে চরম বিশ্বা*সঘাত*কতা!
আবার
উল*ঙ্গ করে পা'য়ুপথে মোটা গরম রড ঢুকিয়ে দিয়ে হ*ত্যা করতেন!
আবার
বিদ্যুৎ এর শক দিয়ে নিথর করে দিতেন!
জনাব আহসান "নৃশং*স খুনের ১০১ পদ্ধতি" নামে একটা বই লিখলে আমার ধারণা এটি শেখ মুজিবের নামে লেখা জাবেদ পাটোয়ারীর "অসমাপ্ত আত্মজীবনী" বিক্রিকেও ছাড়িয়ে যাবে। কারণ এইসব খু*নকে বৈধতা দিতে বা এইরকম শাসনব্যবস্থার পক্ষে গত ১৫ আগষ্টেও মোটামুটি সহস্রাধিক পোস্ট হয়েছে যেখানে এদেশের মানুষের কাছে পপুলার সেলিব্রিটিরাও ছিল!
এইসব আহসানরা কারা জানেন?
যাদের অধিকাংশই এখনো রাষ্ট্রযন্ত্রে বহাল তবিয়তে আছে। যাদের বেতন-ভাতা এবং খু*নের বিনিময়ে পাওয়া কোটি কোটি টাকা হয় এদেশের খু*ন হওয়া মানুষের ঘামের টাকা থেকে।
জনাব আহসানের নামে-বেনামে মোটামুটি ৫ হাজার কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। ৫ হাজার কোটি!
৫ হাজার কোটি মানে জানেন?
➤ ১ লাখ টাকার ১০০ টা বান্ডেল পাশাপাশি রাখেন। কতটুকু জায়গা লাগবে। এবার এক স্তরের উপরে আরেকস্তর রাখেন ৫ হাজার বার। মোটামুটি ২ তলা উঁচু হয়ে যাবে।
আপনি কি মনে করেন জনাব আহসানই কেবল এই কাজ করেছেন?
না,
➤ স্টীল নাউ র্যাব, পুলিশ, ডিজিএফআই, এনএসআই সহ রাষ্ট্রীয় বাহিনীতে যারা বহাল আছে তাদের সিংহভাগই এই রকম নৃশং*সতার সহিত জড়িত ছিল। ছিল বলা যাবে না, তারা এখনো সেই জাহান্নাম ফিরিয়ে আনতে গোপনে কাজও চালিয়ে যাচ্ছে।
এইসব নৃশং*সতায় কি সচিবালয়ের সচিব আমলারা জড়িত ছিলেন না?
আপনার কী মনে হয়? মাফি*য়াযুগের সেই সকল সচিবদের ৯০ ভাগই এখনো নিজ নিজ চেয়ারে বহাল।