SK Don't show me your attitude Because i'm the king of attitude.

SKসালমানKHAN
���
(2)

22/08/2025

আমার বুকের ভেতর
একটা রেলস্টেশন 🚉💔
যেখানে তুমি বারবার আসো 🚶‍♀️✨
কিন্তু কখনো ট্রেন ধরো না 🚂❌

22/08/2025

দীর্ঘ প্রতীক্ষার আনন্দ

অপেক্ষা শব্দটা যেন জীবনের এক অবিচ্ছেদ্য পরীক্ষা। আমরা প্রতিদিনই অপেক্ষা করি—কখনো কারও ফিরে আসার জন্য, কখনো একটা সুযোগের জন্য, আবার কখনো নিজের স্বপ্ন পূরণের জন্য। অপেক্ষা মানেই শুধু সময়ের দীর্ঘতা নয়, এর সাথে মিশে থাকে অস্থিরতা, নিঃসঙ্গতা, ভয়, অনিশ্চয়তা। তবুও আমরা অপেক্ষা করি, কারণ ভেতরে ভেতরে একটা বিশ্বাস জেগে থাকে—যা সত্যিই আমাদের জন্য, তা একদিন আসবেই।

কত রাত কেটে যায় নিঃসঙ্গ অন্ধকারে, কত সকাল আসে নিরাশার আলো নিয়ে—তবুও হৃদয়ের কোণে একটা আলো জ্বলে থাকে। সেই আলোই আমাদের টেনে নিয়ে যায় এগিয়ে যেতে, অপেক্ষা করতে। ধৈর্যের প্রতিটি মুহূর্ত যেন মনের ভেতর সঞ্চিত হয় একেকটি অমূল্য রত্নের মতো।

আর যখন দীর্ঘ প্রতীক্ষার পর সেই প্রাপ্তি আসে—তখন সেই আনন্দের গভীরতা অন্য কোনো ভাষায় প্রকাশ করা যায় না। এ আনন্দে কেবল হাসি নয়, থাকে অশ্রুও; থাকে বুকে জমে থাকা দীর্ঘশ্বাসের মুক্তি। মনে হয়—“হ্যাঁ, এই অপেক্ষার প্রতিটি কষ্টই সার্থক ছিল।”

জীবনের আসল সৌন্দর্যই লুকিয়ে আছে এই অপেক্ষার মধ্যে। দ্রুত পাওয়া জিনিসের মূল্য কখনো এত গভীর হয় না, যতটা হয় দীর্ঘ প্রতীক্ষার পর প্রাপ্তির। অপেক্ষা মানুষকে পরিণত করে, শক্ত করে, এবং সবচেয়ে বড় কথা—কৃতজ্ঞ করে তোলে।

উক্তি:
"অপেক্ষা হলো ধৈর্যের কঠিনতম পরীক্ষা, আর প্রাপ্তি হলো সেই পরীক্ষার সবচেয়ে সুন্দর পুরস্কার।"

12/08/2025
**“একা পথ হাঁটার পাঠ যখন জীবন নিজেই পড়িয়ে দেয়, তখন আর কারো কাঁধে ভর করার অবকাশ থাকে না। সেইখানে, দিনের শেষে যার ছায়া...
04/08/2025

**“একা পথ হাঁটার পাঠ যখন জীবন নিজেই পড়িয়ে দেয়, তখন আর কারো কাঁধে ভর করার অবকাশ থাকে না। সেইখানে, দিনের শেষে যার ছায়া পড়ে পায়ের পাশেই—সে-ই হয়ে ওঠে সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী।

লোকজন আসে, থামে, চলে যায়। কেউ শব্দ রেখে যায়, কেউ নিঃশব্দ বিদায়ে অভ্যস্ত করে। কিন্তু ছায়াটা? সে তো যায় না। আলো কমে এলে একটু দূরে দাঁড়ায়, কিন্তু ফেলে তো না। যত আড়ালে থাকুক, তার উপস্থিতি টের পাওয়া যায়…

বেলা ফুরালে, সম্পর্কের রঙ মুছে গেলে, আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয়—আমার ছায়াটিই একমাত্র, যে আমার মতো করেই আমাকে বুঝেছে। না প্রশ্ন করেছে, না অভিযোগ। শুধু থেকেছে।

সেই থেকেই জেনেছি—নিজের ছায়াই বড় সঙ্গী, নীরব, অথচ অনড়।”**

28/05/2025

নিজের ভুলের মাশুল, নিজেকেই দিতে হয়।
অনেক সময় সেই মূল্যটা হয় একা থাকা, ভালোবাসা হারানো কিংবা বিশ্বাস ভেঙে পড়া।
মানুষ শেখে, কিন্তু অনেক সময় শিখতে শিখতেই হারিয়ে ফেলে সবকিছু।
তবুও জীবন থামে না… কষ্ট নিয়েই সামনে এগিয়ে যেতে হয়।
কারণ, ভুল আমাদের মানুষ করে, আর মাশুল আমাদের শক্ত করে।

27/05/2025

কেউ হারিয়ে গেলে—
তাকে আর খুঁজে পাওয়া যায় না দিনের আলোয়, না সন্ধ্যার আঁধারে।
তার অস্তিত্ব একটা অস্পষ্ট ছায়ার মতো—
না পুরোপুরি মুছে যায়, না পুরোপুরি ধরা দেয়।
সে কোথায় আছে, কেউ জানে না।
সে ফিরবে কিনা, সেটাও সময়ের কাছে এক অনুচ্চারিত প্রশ্ন হয়ে থাকে।
শুধু থেকে যায় শূন্যতা, অপেক্ষার এক দীর্ঘশ্বাস।

20/05/2025

আমার যন্ত্রণায় বানানো হাইড্রোজেন বোমায়, তোমার মিথ্যে ভালোবাসার সব মুখোশ পুড়ে যাবে এক ঝলকে।😅🔥

18/05/2025

তোমার অনুভূতির ছায়ায় এখন আমার পৃথিবী বাঁধা, তুমি যদি হাসো— আমার আকাশে রঙ লাগে;
তুমি যদি চুপ থাকো— আমি নিঃশব্দে ভেঙে পড়ি।

16/05/2025

তোমার মুখের হাসিটা হারিয়ে গেলে, আমার পুরো পৃথিবীটাই যেন মলিন হয়ে যায়। তোমার মন খারাপ দেখলে আমারও ভেতরে এক অজানা কষ্ট বাসা বাঁধে।🥺🥀

08/05/2025

আমি লিমিটেড এডিশন—
মেলা ঘোরো, হাজার তাকাও,
এমন আর একটাও পাবে না, not even a shadow version.
আমি নকশা নই, আমি নিজেই trend-setter,
অন্যরা আসে আমার পরে—copy paste character.

চোখে আমার আগুন, হাঁটায় আমার rhyme,
আমি সময়ের আগে চলে—I'm the vibe before time.
তুমি ভাবো আমাকে বুঝে ফেলেছো?
Sorry sweetheart, আমি puzzle, but not for solving—just for admiring.

আমার ব্যথাও carry করে style,
আমি কাঁদি না—আমি গলির রোদে দাঁড়িয়ে চোখে পড়ে চশমা,
আর বলে দিই—“Mood is private property.”

তুমি যদি চাও আমাকে—তবে rules ভেঙে আসতে হবে,
কারণ আমি frame এ বন্দি হই না,
আমি poetry যাকে বোঝার সাহস সবার নেই।

জীবনের রংগুলো আমি নিজের মতো করে blend করি—
Black, bold, and unapologetically bright.
আমি compromise-এ বিশ্বাসী নই—
Because I’m not here to fit in,
I was born to stand out—and that’s my birthright.

তুমি আমাকে বুঝবে না বই পড়ে,
আমাকে ছুঁতে হলে, জ্বলে উঠতে হবে তোমার নিজের ভেতর।
কারণ আমি লিমিটেড এডিশন—
And baby, rare things aren’t meant to be common.

06/05/2025

স্বপ্ন দেখিলে হাসে সবাই মুখ চেয়ে, বলে, “এই পাগল কি কিছুই পারবে?” নিন্দা আর ব্যঙ্গ তার পিছু ছায়ায় তবু সে থামে না, অ....

Address

Kawkhali

Alerts

Be the first to know and let us send you an email when SK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share