23/09/2025
কাউখালী উপজেলা স্মৃতি সৌধ প্রাঙ্গণে প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদান করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা' র উপস্থিতিতে পুলিশের একটি দল।এ সময় উপজেলা চত্বরে বীর এই যোদ্ধার জা'না'জা অনুষ্ঠিত হয়।