
01/07/2025
গাজীপুরের গ্রীনল্যান্ড গার্মেন্টে এক শ্রমিককে পিটিয়ে মেরেছে গার্মেন্ট অথরিটির লোকেরা।
পিটিয়ে তো মেরেছেই, মেরে ফেলার পর স্থানীয় থানায় ফোন করে জানানো হইছে এক চোর দেয়াল টপকে পালাতে গিয়ে পড়ে মারা গেছে।
অর্থাৎ নিজেদের শ্রমিককে চোর বানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ এসে সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে প্রথমে দিতে গড়িমসি করে গার্মেন্ট কর্তৃপক্ষ। পরে ফুটেজে স্পষ্ট দেখা যায় এটা কোন চুরির ঘটনা নয়, গার্ডদের রুমে ঢুকিয়ে পিটিয়ে মারা হয় ভীকটিম হৃদয়কে।
খুন হওয়া শ্রমিক হৃদয় ওই গার্মেন্টে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিল। সে তার একবোন ও মা কে নিয়ে গাজীপুরের কোনাবাড়িতে একটি ভাড়া বাসায় থাকতো।
গরিব ছেলে, পিটিয়ে মেরে ফেলেছে, এখন গার্মেন্টস কর্তৃপক্ষ পুলিশকে কিছু খাওয়াবে, স্থানীয় নেতাদের কিছু দিবে, সাংবাদিকদের কিছু দিবে, আর খুন হওয়া হৃদয়ের মার হাতে কিছু টাকা তুলে দিবে। ব্যস লাঠা চুকে গেলো....
এইদেশে মানুষের জীবনের চাইতে একটা কুকুরের জীবনের মূল্য অনেক বেশি.....