RailNews24.com

RailNews24.com বাংলাদেশের প্রথম ও একমাত্র নিবন্ধিত রেল ও মেট্রোরেল বিষয়ক বিশেষায়িত নিউজ পোর্টাল। খবর, বিশ্লেষণ, আপডেট—সব একসাথে। www.railnews24.com Welcome to RAILNEWS – Govt.

Registered Bangladesh’s First & Only Specialized Rail News Portal!

🚆 RAILNEWS is your trusted destination for all things Railway and Metro Rail in Bangladesh. From breaking news and project updates to in-depth reports, expert analysis, and exclusive interviews — we cover every track and tunnel across the country.
📡 Whether it’s the latest on Bangladesh Railway, MRT (Metro Rail) developments, new

train routes, station infrastructure, or policy changes, RAILNEWS brings it to you first and fast — with accuracy, credibility, and dedication.

🎯 Our Mission:
To inform, inspire, and create a better understanding of Bangladesh’s rail and metro systems — building awareness and promoting transparency in one of the most important sectors of national connectivity.

📍Follow now and stay on track with the future of transportation in Bangladesh.

জয়পুরহাটে চলন্ত ট্রেনের ছাদ থেকে আমিনুর ইসলাম (৩২) নামে এক যাত্রীকে ফেলে দিয়েছে ছিন/তাইকা/রীরা। রোববার (১০ আগস্ট) সন্ধ্য...
10/08/2025

জয়পুরহাটে চলন্ত ট্রেনের ছাদ থেকে আমিনুর ইসলাম (৩২) নামে এক যাত্রীকে ফেলে দিয়েছে ছিন/তাইকা/রীরা। রোববার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আক্কেলপুর উপজেলার চকরঘুনাথ এলাকায় এই ঘটনা ঘটে।আ/হত আমিনুর ইসলাম দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি পাবনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বাবুর্চি পদে কর্মরত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুর ইসলাম পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে বসে বাড়ি ফিরছিলেন। আক্কেলপুরের চকরঘুনাথ এলাকায় পৌঁছালে দুই
ছিন/তাইকা/রী তার কাছে থাকা ব্যাগ, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তাদের বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিন/তাইকা/রীরা তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। পরে আ/হত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আমিনুর ইসলাম বলেন, আমি পাবনায় চাকরি করি। ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিলাম। ট্রেনের ছাদে বসে যাওয়ার সময় ছিনতা/ইকারীরা আমার সবকিছু ছিনিয়ে নিয়ে আমাকে নিচে ফেলে দেয়।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আদনান বলেন, রোগীকে এখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থা গুরুতর দেখে জয়পুরহাটে রেফার করা হয়েছে।

#বাংলাদেশ #ট্রেন #দুর্ঘটনা #ছিনতাই #যাত্রী

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে এক বিদেশি নাগরিকের আর্তনাদ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে...
10/08/2025

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে এক বিদেশি নাগরিকের আর্তনাদ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই বিদেশি নাগরিকের মোবাইল ফোন ছিনতাই হওয়ার পর তিনি স্টেশনে হাঁটু গেড়ে বসেই আর্তনাদ করতে থাকেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী ওই বিদেশি নাগরিক পুলিশের দ্বারস্থ হননি। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে এবং মোবাইল ফোনটি উদ্ধার ও ছিনতাইকারীকে আটকের চেষ্টা চলছে।এ বিষয়ে রবিবার (১০ আগস্ট) বিকেলে ঢাকা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, ভিডিওটি তিনি দেখেছেন। ঘটনাটি গতকাল শনিবারের হতে পারে। ছিনতাইকারীকে শনাক্ত করতে বিমানবন্দর স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা চলছে। ফুটেজ দেখে ছিনতাইকারীকে আটক করে মোবাইল ফোনটি উদ্ধার করা হবে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ওই বিদেশি নাগরিক স্টেশনের প্ল্যাটফরমে হাঁটু গেড়ে বসে ট্রেনের ছাদে থাকা কিছু মানুষের উদ্দেশে কিছু একটা বলছেন। এ সময় তার আশাপাশে অনেক মানুষ দেখা যায়।

#বাংলাদেশ #রেলস্টেশন #চুরি #বিদেশিনাগরিক

বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ লোকোমোটিভ ক্রয়ের জন্য প্রস্তুতকৃত খসড়া স্পেসিফিকেশন যাচাই-বাছাইয়ের জন্য একটি উচ্চ ক...
10/08/2025

বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ লোকোমোটিভ ক্রয়ের জন্য প্রস্তুতকৃত খসড়া স্পেসিফিকেশন যাচাই-বাছাইয়ের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ে নিযুক্ত মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. শেখ মইনউদ্দিনকে। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক)-কে করা হয়েছে সদস্য সচিব। কমিটির অন্য সদস্যরা হলেন- মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে; ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড (DMTCL) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের একজন অধ্যাপক। এছাড়া কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাস্তবায়নাধীন ‘চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজ রেলপথে রূপান্তর’ শীর্ষক প্রকল্পের আওতায় ৩০টি মিটারগেজ লোকোমোটিভ ক্রয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত ক্রয় কার্যক্রমের জন্য বাংলাদেশ রেলওয়ে খসড়া স্পেসিফিকেশন প্রস্তুত করেছে। উক্ত স্পেসিফিকেশন সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের নেতিবাচক আলোচনা চলছে যা রেলপথ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এর পরিপ্রেক্ষিতে একটি উন্মুক্ত ও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ টেন্ডার প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত খসড়া স্পেসিফিকেশন পর্যাপ্ত যাচাই-বাছাইপূর্বক একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য উপর্যুক্ত কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটি স্পেসিফিকেশনে উল্লিখিত লোকোমোটিভ ও যন্ত্রাংশের কর্মক্ষমতা, আধুনিক প্রযুক্তি, জ্বালানী দক্ষতা, খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, বাংলাদেশের পরিবেশে ব্যবহার উপযোগিতা ইত্যাদি বিবেচনায় নিয়ে প্রস্তুতকৃত খসড়া স্পেসিফিকেশন যাচাই-বাছাইপূর্বক আগামী ১৫ (পনেরো) কর্মদিবসের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে।

#বাংলাদেশ #রেলওয়ে #রেলপথ #লোকোমোটিভ

আখাউড়া রেলওয়ে থানাধীন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় কালনী ট্রেন থেকে প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমা...
10/08/2025

আখাউড়া রেলওয়ে থানাধীন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় কালনী ট্রেন থেকে প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ একজনকে গ্রে/প্তার করেছে রেলওয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৯ আগস্ট) দুপুরে সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. শফিকুর রহমানের নির্দেশে এবং আখাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

রেলওয়ে ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট রেলওয়ে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. আবু কাউছার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এ সময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের খাবার গাড়িতে সিগারেটের কার্টনের ওপর বসা অবস্থায় স্বদেশ সাহা (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নরসিংদী সদর মডেল থানার পশ্চিম দত্তপাড়া গ্রামের নিরঞ্জন চন্দ্র সাহার ছেলে।

পরবর্তীতে তার কাছ থেকে ১৪৫ কার্টুন Oris, ১১৮ কার্টুন Mond এবং ৪৮ কার্টুন Patron ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। তবে তিনি এসব সিগারেটের কোনো ট্যাক্স চালান দেখাতে পারেননি। উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকা।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. শফিকুল ইসলাম জানান,ঘটনার পর আখাউড়া রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(২) ধারায় মা/মলা দায়ের করা হয়েছে।

#বাংলাদেশ #ট্রেন #অভিযান #আটক #জিআরপি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর থানার আবাসিক এলাকার ওপর দিয়ে রেলের কর্ডলাইন নির্মাণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও ...
10/08/2025

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর থানার আবাসিক এলাকার ওপর দিয়ে রেলের কর্ডলাইন নির্মাণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

গত শুক্রবার সকালে সিটি করপোরেশনের ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এসব কর্মসূচি পালন করেন।

বন্দরের চৌরাপাড়া কবি নজরুল স্কুলের সামনে মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবির সোহেল, সাংবাদিক লতিফ রানা, আইনজীবী নূর মোহাম্মদ, জহিরুল ইসলাম শাওন প্রমুখ।

বক্তারা বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমাতে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ। চারটি সম্ভাব্য পথ নির্ধারণ করে দেউলী চৌরাপাড়া এলাকা দিয়ে কর্ডলাইন স্থাপনের পরিকল্পনা চলছে। অথচ এখানে কলকারখানাসহ হাজারো পাকা-আধা পাকা ঘরবাড়ি রয়েছে। চৌরাপাড়ায় কর্ডলাইন নির্মাণ করা হলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন বাসিন্দারা। তাই বক্তারা ক্ষতি এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে কর্ডলাইন নির্মাণের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, রেলের দুর্নীতিবাজ কর্মকর্তারা পকেট ভারী করতে ঘনবসতিপূর্ণ এলাকা দিয়ে প্রকল্পটি নিতে চান। অথচ এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে নেওয়া হলে ব্যয় ও দুর্নীতি দুটিই কমবে।

#বাংলাদেশ #রেলওয়ে #এলাকাবাসী #মানববন্ধন

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত পৌন...
09/08/2025

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকার কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর জংশনে প্রবেশ করার সময় পয়েন্টের ভুলের কারণে ব্রডগেজ লাইনে ট্রেনের ইঞ্জিন আর কোচ লাইনচ্যুত হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরউজ্জামান বলেন, ইঞ্জিনসহ দুই-তিনটা কোচ লাইনচ্যুত হয়েছে। বর্তমানে এ জংশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও শিববাড়ি-রাজবাড়ি সড়কে যান চলাচলও বন্ধ রয়েছে।

#বাংলাদেশ #রেলওয়ে #যোগাযোগ #দুর্ঘটনা

বাংলাদেশের তরুণ শ্রমিক নেতা ইমরুল কায়েস পলাশ জাপানে ইন্টারন্যাশনাল লেবার ফাউন্ডেশন (JILAF) আয়োজিত আন্তর্জাতিক প্রশিক্ষ...
09/08/2025

বাংলাদেশের তরুণ শ্রমিক নেতা ইমরুল কায়েস পলাশ জাপানে ইন্টারন্যাশনাল লেবার ফাউন্ডেশন (JILAF) আয়োজিত আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে শেষ করেছেন। টোকিওতে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল শ্রমিক অধিকার রক্ষা, গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন শক্তিশালীকরণ এবং শিল্প শান্তি প্রতিষ্ঠায় বৈশ্বিক সহযোগিতা বাড়ানো।

৭ আগস্ট ২০২৫ তারিখে সমাপনী অনুষ্ঠানে JILAF-এর সভাপতি ইয়াসুনোবু আইহারা তাকে সম্মাননাপত্র প্রদান করেন। সার্টিফিকেটে উল্লেখ করা হয়, জাপানে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাংলাদেশের শ্রম আন্দোলনের বিকাশে সহায়ক হবে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে।
প্রশিক্ষণ চলাকালে পলাশ শ্রমনীতি, আন্তর্জাতিক শ্রম মানদণ্ড, সামাজিক সংলাপ, শ্রম-নিয়োগকর্তা সম্পর্ক উন্নয়ন, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং নারীর অংশগ্রহণ বৃদ্ধির নানা বিষয়ে প্রশিক্ষণ নেন। পাশাপাশি তিনি জাপানের বিভিন্ন শিল্প কারখানা, শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়ন কার্যালয় সরেজমিনে পরিদর্শন করেন, যা তাকে উন্নত শ্রম ব্যবস্থাপনা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা দেয়।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত JILAF দীর্ঘদিন ধরে উন্নয়নশীল দেশের শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে সহযোগিতা ও সম্পর্ক জোরদারে কাজ করে আসছে। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নির্বাচিত শ্রমিক নেতাদের তারা প্রতি বছর এ ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে।
ইমরুল কায়েস পলাশ জানান, “জাপানে দেখেছি, শ্রমিক ও মালিকের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক থাকলে উৎপাদনশীলতা যেমন বাড়ে, তেমনি কর্মক্ষেত্রও হয় নিরাপদ ও মানবিক। দেশে ফিরে এই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।” তিনি বাংলাদেশে ফিরে কর্মশালা, সেমিনার ও স্থানীয় শ্রমিক সংগঠনের সঙ্গে একযোগে কাজ করে আন্দোলনকে আরও গঠনমূলক, অন্তর্ভুক্তিমূলক ও নীতি-ভিত্তিক করার পরিকল্পনা করছেন।

#বাংলাদেশ #রেলওয়ে #শ্রমিক #দল #সাফল্য #জাপান

মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে বিশেষ ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কারসহ ৮ দফা দাবিতে মা...
09/08/2025

মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে বিশেষ ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কারসহ ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) কুলাউড়া জংশন রেলস্টেশন চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ যাত্রীরা অংশ নেন।

‘কুলাউড়ার সর্বস্তরের ট্রেন যাত্রী’ নামের আন্দোলনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক ও আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি অ্যাড. নওয়াব আলী আব্বাস খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাড. এ এন এম আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, পৌর জামায়াতের সভাপতি রুহুল আমীন রইয়ব, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, ছাত্র ইউনিয়ন নেতা ফয়জুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি শামীম আহমদ প্রমুখ।

৮ দফা দাবির মূল বিষয়গুলো:

১. সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চালু

২. আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীতকরণ

৩. আখাউড়া-সিলেট রেলসেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু

৪. সেকশনটিতে বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু

৫. কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দ আসন সংখ্যা বৃদ্ধি

৬. কালনী ও পারাবত এক্সপ্রেস ট্রেনের আজমপুরের পর ঢাকা অভিমুখী স্টেশনগুলোর যাত্রাবিরতি বাতিল

৭. ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন সংযুক্ত করা

৮. যাত্রী অনুপাতে অতিরিক্ত বগি সংযোজন

সমন্বয়ক আজিজুল ইসলাম মানববন্ধন শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচিগুলো হলো:

১১ আগস্ট: রেল উপদেষ্টা, সচিব ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান

১২ থেকে ১৫ আগস্ট: সিলেট বিভাগের বিভিন্ন স্টেশনে মানুষের সঙ্গে মতবিনিময় ও প্রচারপত্র বিতরণ

১৬ আগস্ট: কুলাউড়া জংশনে প্রতিবাদসভা, সেখান থেকেই পরবর্তী আন্দোলনের ঘোষণা দেওয়া হবে

এ কর্মসূচিতে কুলাউড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ ট্রেনযাত্রীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

#বাংলাদেশ #রেলওয়ে #যোগাযোগ #মানববন্ধন #দাবি

জয়পুরহাট রেলওয়ে স্টেশনে ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা নিশ্চিত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতি...
09/08/2025

জয়পুরহাট রেলওয়ে স্টেশনে ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা নিশ্চিত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় যুগ্ম সচিব মীর আলমগীর হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, টিআইসি/সান্তাহার, জয়পুরহাট স্টেশন মাস্টার এবং স্টেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বক্তারা ধূমপান ও তামাক ব্যবহারজনিত ক্ষতি তুলে ধরে যাত্রী ও সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রেল স্টেশন এলাকায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের বিরুদ্ধে কঠোর নজরদারি এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সভায় উপস্থিত সকলে ধূমপানমুক্ত ও তামাকমুক্ত স্টেশন পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
#বাংলাদেশ #রেলওয়ে #তামাক #মুক্ত #স্টেশন

ব্রডগেজের সেরা লাভজনক রুট হতে পারে ইশ্বরদী–যমুনা–ঢাকা–পদ্মা–নড়াইল/রাজবাড়ি-ইশ্বরদী  #বাংলাদেশ  #উন্নয়ন  #রেলওয়ে  #মতামত ...
09/08/2025

ব্রডগেজের সেরা লাভজনক রুট হতে পারে ইশ্বরদী–যমুনা–ঢাকা–পদ্মা–নড়াইল/রাজবাড়ি-ইশ্বরদী

#বাংলাদেশ #উন্নয়ন #রেলওয়ে #মতামত #লেখক

এমআরটি লাইন-১ এর বিমানবন্দর লাইনের পাতাল অংশে আফতাবনগর, রামপুরা ও মালিবাগ—এই তিনটি স্টেশন মাত্র দেড় কিলোমিটার পরিসরে নির...
09/08/2025

এমআরটি লাইন-১ এর বিমানবন্দর লাইনের পাতাল অংশে আফতাবনগর, রামপুরা ও মালিবাগ—এই তিনটি স্টেশন মাত্র দেড় কিলোমিটার পরিসরে নির্মাণের পরিকল্পনার সমালোচনা করেছেন স্থানীয় জমির মালিকরা। তাদের দাবি, রামপুরা স্টেশন অপ্রয়োজনীয় ও বিলাসিতা মাত্র।

এক সংবাদ সম্মেলনে এক বাসিন্দা জানান, রামপুরা স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছানো ৫-৭ মিনিটের হাঁটা পথেই সম্ভব। তিনি বলেন, প্রতি কিলোমিটারে পাতাল রেল নির্মাণে খরচ হচ্ছে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা। অতিরিক্ত একটি স্টেশন বাদ দিলে ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
জমি রক্ষার আকুতি জানিয়ে মনোয়ার হোসেন বলেন, রামপুরা স্টেশন নির্মাণের জন্য প্রস্তাবিত জমিগুলো মূলত বাণিজ্যিক এলাকা, যেখানে প্রতি শতাংশ জমির বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। অধিগ্রহণ হলে বহু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, প্রায় ৫০০ কর্মচারী চাকরি হারাবেন এবং অনেক মালিক ভূমিহীন হয়ে পড়বেন।

তিনি দাবি জানান, পাতাল মেট্রোরেল থেকে রামপুরা স্টেশন বাতিল করতে হবে; না হলে যথাযথ ক্ষতিপূরণ ও ১০০ বা ২০০ ফিট রাস্তায় পুনর্বাসনের জন্য সমপরিমাণ জমি দিতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন– এমআরটি লাইন-১ অধিগ্রহণের শিকার জমির মালিক আনোয়ার হোসেন, তাইজুল ইসলাম, শেখ জিয়াউদ্দিন আহমেদ, স্বপন আহমেদসহ ১৩ জন।

#বাংলাদেশ #পাতালরেল #উন্নয়ন #বাসিন্দা #ক্ষতিপূরণ

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় অবস্থিত দেশের একমাত্র পঞ্চমুখী রেলজংশন আজও পড়ে আছে অবহেলার অন্ধকারে। পদ্মা সেতু রেল সংয...
09/08/2025

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় অবস্থিত দেশের একমাত্র পঞ্চমুখী রেলজংশন আজও পড়ে আছে অবহেলার অন্ধকারে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ এ জংশনটি যুগান্তকারী সম্ভাবনা নিয়েও রয়ে গেছে উন্নয়নবঞ্চিত ও অনুন্নয়নের শিকার হয়ে।

বাংলাদেশ রেলওয়ের ইতিহাসে কাশিয়ানী একটি ব্যতিক্রমধর্মী নাম। এটি দেশের একমাত্র পঞ্চমুখী রেলজংশন—যেখান থেকে পাঁচটি দিকের সঙ্গে রেলযোগাযোগ সম্ভব। এমন কৌশলগত অবস্থান থাকা সত্ত্বেও, আজও স্টেশনটিতে নেই আধুনিক অবকাঠামো, ডিজিটাল সেবা বা নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থা।

অপরদিকে, পদ্মা সেকশনের অন্যান্য কম গুরুত্বপূর্ণ স্টেশনসমূহ—যেমন শিবচর , মুকসুদপুর, জামদিয়া ও মহেশপুর ইতোমধ্যে উন্নতমানের প্লাটফর্ম, ছাউনি, ডিজিটাল ট্রেন সূচী বোর্ড, ওয়েটিং রুম ও এমনকি স্লিপার ক্লাস সুবিধা পেয়েছে। অথচ কাশিয়ানী জংশনের অবস্থান এবং গুরুত্ব তাদের চেয়ে কোনো অংশে কম নয়।

উপেক্ষার চিত্র স্পষ্ট

স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাত্রীরা বলছেন, কাশিয়ানী স্টেশনের অবস্থা করুণ। স্টেশন ভবন পুরনো ও জরাজীর্ণ। নেই পর্যাপ্ত ছাউনি, নেই বসার জায়গা। ১ নম্বর প্লাটফর্মে সীমিত ছাউনি থাকলেও ২ নম্বরে তা একেবারেই অনুপস্থিত। ফলে যাত্রীদের রোদ, বৃষ্টি কিংবা ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়।

নিরাপত্তার দিক থেকেও স্টেশনটি ঝুঁকিপূর্ণ। স্টেশন এলাকায় পর্যাপ্ত ল্যাম্পপোস্ট না থাকায় সন্ধ্যার পর পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়। এই সুযোগে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। নেই পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী বা সিসিটিভি নজরদারি।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এ জংশনে নেই কোনো ডিজিটাল ট্রেন সূচী বোর্ড কিংবা স্বয়ংক্রিয় টিকিট বুকিং ব্যবস্থা। যাত্রীদের হাতে-কলমে সময় জেনে চলতে হয়, যা আধুনিক রেলসেবার সঙ্গে একেবারেই বেমানান।

স্থানীয়দের দাবি

কাশিয়ানী জংশনকে ঘিরে স্থানীয়দের মধ্যে একপ্রকার বিক্ষোভ ও হতাশা কাজ করছে। তারা মনে করেন, এই জংশনের অবকাঠামো উন্নয়ন করা হলে একদিকে যেমন যাত্রীসেবা নিশ্চিত হবে, অন্যদিকে রেলওয়ের রাজস্বও বহুগুণে বাড়বে।

তাদের দাবিসমূহের মধ্যে রয়েছে:

কাশিয়ানী জংশনের পূর্ণাঙ্গ অবকাঠামো উন্নয়ন

প্রতিটি প্লাটফর্মে ছাউনি, পর্যাপ্ত বসার ব্যবস্থা ও আলোর ব্যবস্থা

ডিজিটাল ট্রেন সূচী বোর্ড ও স্বয়ংক্রিয় টিকিট বুকিং মেশিন স্থাপন

নিরাপত্তা নিশ্চিত করতে রেলপুলিশ ও আনসার মোতায়েন

রেলওয়ে স্টাফদের জন্য আবাসন ও বিশ্রামাগার নির্মাণ

নতুন আন্তঃনগর ও লোকাল ট্রেন সার্ভিস চালু

জাতীয় রেল পরিকল্পনায় কাশিয়ানী জংশনকে অগ্রাধিকার প্রদান

একটি বৈসাদৃশ্যপূর্ণ প্রশ্ন

এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো—যেখানে পদ্মা সেকশনের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ স্টেশনগুলোও আধুনিকায়নের ছোঁয়া পেয়েছে, সেখানে দেশের একমাত্র পঞ্চমুখী রেলজংশন কাশিয়ানী কেন আজও অবহেলিত?

রেল মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর একটাই আবেদন—দৃষ্টি দিন কাশিয়ানীর দিকে, কারণ এটি শুধু একটি জংশন নয়, বরং সম্ভাবনার কেন্দ্রবিন্দু।

লেখক পরিচিতি :
আব্দুর রহিম
কাশিয়ানী।

#বাংলাদেশ #রেলওয়ে #কাশিয়ানী #পাঠক #মতামত

Address

২০ মিডিয়া গলি, বড় মগবাজার, রমনা, ঢাকা-১০০০
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when RailNews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RailNews24.com:

Share