
10/08/2025
জয়পুরহাটে চলন্ত ট্রেনের ছাদ থেকে আমিনুর ইসলাম (৩২) নামে এক যাত্রীকে ফেলে দিয়েছে ছিন/তাইকা/রীরা। রোববার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আক্কেলপুর উপজেলার চকরঘুনাথ এলাকায় এই ঘটনা ঘটে।আ/হত আমিনুর ইসলাম দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি পাবনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বাবুর্চি পদে কর্মরত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুর ইসলাম পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে বসে বাড়ি ফিরছিলেন। আক্কেলপুরের চকরঘুনাথ এলাকায় পৌঁছালে দুই
ছিন/তাইকা/রী তার কাছে থাকা ব্যাগ, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তাদের বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিন/তাইকা/রীরা তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। পরে আ/হত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আমিনুর ইসলাম বলেন, আমি পাবনায় চাকরি করি। ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিলাম। ট্রেনের ছাদে বসে যাওয়ার সময় ছিনতা/ইকারীরা আমার সবকিছু ছিনিয়ে নিয়ে আমাকে নিচে ফেলে দেয়।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আদনান বলেন, রোগীকে এখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থা গুরুতর দেখে জয়পুরহাটে রেফার করা হয়েছে।
#বাংলাদেশ #ট্রেন #দুর্ঘটনা #ছিনতাই #যাত্রী