Halima Documentary

  • Home
  • Halima Documentary

Halima Documentary Assalamu walaikum friends.I am Halima Ahamed.I am a Content creator.Welcome to my page. I am Halima Ahamed. I love to travel. Thanks

I am a video creator.Welcome to my page. I make videos of places where I travel in my personal life and present the history, natural beauty, customs, food, and why the place is famous.I also make videos of my personal life style, experience etc. Follow my page every time to get my new videos.

বিবাহ বার্ষিকীর উপহার।মা,বোন এবং রাফিদের আব্বুর থেকে পাওয়া।
20/07/2025

বিবাহ বার্ষিকীর উপহার।মা,বোন এবং রাফিদের আব্বুর থেকে পাওয়া।

নাটোর রাজবাড়ীর মূল ভবন।কালের সাক্ষী হয়ে আজও দাড়িয়ে আছে। এক সময় এখানে কত মানুষের সমাগম ছিল। রাজ দরবারে বসত সভা।রাজ কার্য ...
20/07/2025

নাটোর রাজবাড়ীর মূল ভবন।কালের সাক্ষী হয়ে আজও দাড়িয়ে আছে। এক সময় এখানে কত মানুষের সমাগম ছিল। রাজ দরবারে বসত সভা।রাজ কার্য পরিচালনা হত।আজ সেই ভবন জন মানব শূন্য।

এখান থেকে আমাদের শেখার অনেক কিছু আছে।পৃথিবীতে কোন কিছু চিরস্থায়ী নয়।সব কিছু আজ আছে কাল নেই।তাই কোন কিছু নিয়ে অহংকার করা উচিত নয়।

জৌলুশ হারিয়ে শত শত বছরের ইতিহাস  বহন করে দাড়িয়ে আছে নাটোর রাজবাড়ীর ছোট  তরফ।
15/07/2025

জৌলুশ হারিয়ে শত শত বছরের ইতিহাস বহন করে দাড়িয়ে আছে নাটোর রাজবাড়ীর ছোট তরফ।

01/07/2025

হ্যালো ভিউআরস আমার আজকের ভিডিও বিষয় বস্ত হচ্ছে রামায়ণ ও মহাভারতের পৌরাণিক প্রাচীন মহিমা ও মাহাত্বে তিনশত বছরেরও বেশি সময় ধরে সভ্যতার ঐতিহ্য নিয়ে আজও দাঁড়িয়ে আছে।

আমি এই ভিডিওতে কথা বলব বাংলাদেশের একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানের সম্পর্কে, যা হলো কান্তজিউ মন্দির দিনাজপুর। কান্তজিউ মন্দির বাংলাদেশের অন্যতম বৃহত্তম এবং সুন্দর মন্দিরগুলোর মধ্যে একটি। এটি ১৮শ শতাব্দীতে নির্মিত হয় এবং এটি হিন্দু ধর্মের দেবতা কৃষ্ণের প্রতি নিবেদিত।

এবার গাছে মাত্র তিনটা কাঁঠাল আসছে।
01/07/2025

এবার গাছে মাত্র তিনটা কাঁঠাল আসছে।

22/06/2025

শুভ সকাল

ঈদুল আজহা  আসলেই আমাদের বাড়ির  ঈদ আনন্দ খুব মিস করি।আমি ঢাকায় ঈদ করছি, নওগাঁতে ঈদ করছি কিন্তু আমাদের বাড়ির মত ঈদের  আমেজ...
04/06/2025

ঈদুল আজহা আসলেই আমাদের বাড়ির ঈদ আনন্দ খুব মিস করি।আমি ঢাকায় ঈদ করছি, নওগাঁতে ঈদ করছি কিন্তু আমাদের বাড়ির মত ঈদের আমেজ কোথাও পায়নি।

ঈদের আগের দিন আমার আব্বু মেজো চাচা,ছোট চাচার, খোরশেদ ফুফার অপেক্ষায় সবার কেটে যেত রাতের অর্ধেক।আমার ছোট ফুফু,সব কাজিনরা মিলে আনন্দ করে মেহেদী দিতাম আর দেখতাম কারটা সুন্দর বেশি হয়ছে, কারটা রং গাঢ় হয়ছে। খুব মজা
করে ঈদের আগের রাত টা পার করতাম।

আমাদের বাড়িতে ঈদের আমেজ শুরু হত এক সপ্তাহ আগে থেকে মুড়ি ভাজা,মশলা গুড়া করা,চালের গুড়া করা বাড়িটা গম গম করত তখন। কি যে আনন্দ হইতো বলে বুঝানো সম্ভব না।

ঈদের দিন সকাল বেলা গোসল করে রেডি হয়ে চাচা, ফুফুদের থেকে সালামি নিতাম। তারপর হালকা নাস্তা করে সব কাজিনরা মিলে গ্রাম ঘুরতে বের হতাম।

আর দুপুরে উঠানে বসে সবাই মিলে কুরবানির গোস্তো দিয়ে কেউ চালের রুটি খেত, কেউ আবার মুড়ি দিয়ে খেত।

এ সব আয়োজনে থাকত দাদি,মা,চাচীরা,ফুপিরা।আমাদের টাঙ্গাইলের গোস্তো রান্নাটা একদম আলাদা।
কিছু বিশেষ মশলা দেয়ার ফলে সেই মজা হয় গোস্তের তরকারিটা।

ঈদের দিন বিকালে বের হতাম ছোট চাচা আর ছোট ফুফুর সাথে ঘুরতে। আর রাতে সবাই একসাথে গল্প করে, খাওয়া দাওয়া করতাম।
আমাদের বাড়িতে সবাই কাজ ভাগাভাগি করে করত তাই এত মানুষের আয়োজনে ও কেউ বিরক্ত হত না।

এখন বোনদের মধ্যে অনেকের বিয়ে হয়ে গেছে,ছোট ফুফুর ও বিয়ে হয়ে গেছে,ভাইয়েরা কর্ম জীবনে চলে গেছে।বাবা মারা গেছে,দাদা মারা গেছে,দাদী ও শয্যাশায়ী। মা,চাচী,ফুফু সবারই বয়সটা বাড়ছে তাই এখন আর ঈদের সেই আমেজ টা নেই। সব না থাকলে ও কিছুটা আছে।

চাচাতো বোনের বিয়েতে।

টক মিষ্টি আমের আচার।প্রথমবার নিজেরা  হাতে  বানালাম।
02/06/2025

টক মিষ্টি আমের আচার।প্রথমবার নিজেরা হাতে বানালাম।

Address


Website

https://www.youtube.com/@HRHalimadocumentary

Alerts

Be the first to know and let us send you an email when Halima Documentary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Halima Documentary:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share