Anik Khan Creation

Anik Khan Creation I'm a graphic designer, and I know how to create the perfect logo, brand identity, or Banner, And Also Digital Creator, Video Creator, Food blogger.
(10)

14/09/2025
✨ ফ্রিল্যান্সিং সবার জন্য নয়, কেন জানেন?ফ্রিল্যান্সিং শুনতে যতটা সহজ লাগে, বাস্তবে কিন্তু ততটাই চ্যালেঞ্জিং। এখানে কাজ ন...
16/08/2025

✨ ফ্রিল্যান্সিং সবার জন্য নয়, কেন জানেন?

ফ্রিল্যান্সিং শুনতে যতটা সহজ লাগে, বাস্তবে কিন্তু ততটাই চ্যালেঞ্জিং। এখানে কাজ নেই সকাল ৯টা থেকে বিকেল ৫টা—বরং নিজের সময়, নিজের স্কিল আর নিজের পরিশ্রম দিয়েই ক্যারিয়ার গড়ে তুলতে হয়।
🔹 কারণগুলো যেখানে অনেকেই থেমে যায় –
✅ নিয়মিত শিখতে না পারা → নতুন স্কিল শেখা ছাড়া টিকে থাকা কঠিন।
✅ ধৈর্য ও কনসিসটেন্সির অভাব → প্রথম দিকে কাজ না পেয়ে অনেকেই হতাশ হয়ে যায়।
✅ সময় ম্যানেজমেন্ট না পারা → ফ্রিল্যান্সিং মানে স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতার সাথে আসে দায়িত্ব।
✅ যোগাযোগ দক্ষতার অভাব → ক্লায়েন্টের সাথে কথা বলা, দরদাম করা ও কাজ বুঝিয়ে বলা খুবই গুরুত্বপূর্ণ।
✅ দ্রুত সাফল্য চাই → ফ্রিল্যান্সিংয়ে রাতারাতি কিছুই হয় না, সময় ও প্রচেষ্টা লাগে।

🌟 তাই যারা লেগে থাকতে জানে, শিখতে জানে, প্রতিদিন নিজেকে আপডেট রাখতে পারে—শুধুমাত্র তারাই ফ্রিল্যান্সিং-এ সফল হতে পারে।

👉 মনে রাখবেন, ফ্রিল্যান্সিং কোনো শর্টকাট নয়, বরং নিজেকে প্রমাণ করার লম্বা যাত্রা।

ফেসবুকে এখন সবথেকে বেশি ছড়িয়ে আছে নগ্নতা। যদি আপনি চান আপনাদের সামনে নগ্ন বা অশ্লীল ভিডিও, ছবি বা পোস্ট না আসুক সেই ক্ষে...
12/08/2025

ফেসবুকে এখন সবথেকে বেশি ছড়িয়ে আছে নগ্নতা। যদি আপনি চান আপনাদের সামনে নগ্ন বা অশ্লীল ভিডিও, ছবি বা পোস্ট না আসুক সেই ক্ষেত্রে নিম্নে দেওয়া ফেসবুকের সেটিংস টা চেঞ্জ করে ফেলুন।
Step 1: Facebook ➤ Settings ➤ Content Preference
Step 2 : Sensitive Content ➤ Select Show Less ➤ OK
এই সেটিংস চেঞ্জ করার উপকারীতা নিজেই বুঝতে পারবেন। ধন্যবাদ।

উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি।যারা প্রাণ হারিয়েছেন তাদ...
21/07/2025

উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি।

যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি।

আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন। স্বজন হারানো পরিবারগুলাকে এই শোক সইবার শক্তি দান করুন।

Address

Kazipara

Telephone

+8801676833589

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anik Khan Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anik Khan Creation:

Share