11/04/2025
#তোমার_আমার_প্রেম
#পর্ব_১২
রাতের সকাল সকাল ঘুম থেকে উঠার অভ্যাস আজও তার কোনো ব্যতিক্রম হয় নি। ভোর ৫.০০টা রাত ঘুম থেকে উঠে ওযু করে নামাজ শেষ করে কফি নিয়ে বেলকনিতে এসে দাঁড়ায়। সূর্য উঠা দেখা তার প্রতিদিনের অভ্যাস আজও তার ব্যতিক্রম হয় নি। যারা প্রকৃতি উপভোগ করতে জানে তারা এই সময়টাতে যেনো সব ভুলে প্রকৃতিতে মনযোগ দেয়। হঠাৎ ফোনের আওয়াজে রাতের ধ্যান ভাঙে। ফোন হাতে নিতেই এক চিলতে হাসি ফুটে উঠে রোদের ঠোঁটে। কল রিসিভ করে কানে নিতেই এক অভিমানি সুর ভেসে আসে..
– দেশে গেছে একদিন ও হয় নাই এখনই আমাকে ভুলে গেছে। আমি কল না দিলে তো কারো মনেই পরে না আমাকে। এই বুড়োটা কি আদো বেঁচে আছে নাকি মরে গেছে।
এবার রাত শব্দ করে হেসে দিলো..
~ এই বাচ্চামো করে ছাড়বে বলোতো ডারলিং। আমি কি তোমার কখনো ভুলে যেতে পারি। তুমি কি ভাবছো আমি তোমাকে মিস করি না। একটু ব্যস্ত ছিলাম তাই কল করতে পারি নি তুমি তো জানো। আর একদিন যদি তোমার মুখে ঐ মরার কথা শুনি তাহলে ভালো হবে না কিন্তু।
__ জানি জানি আমার ছোট বউ বলে কথা সে
কি কখনো আমাকে ভুলে যেতে পারে। এবার যেনল একটু অন্তরে শীতলা অনুভব করলেন তিনি। তা তোমার নাকি কারা এ্যাটাক করে ছিলো?
~~ হুম,,তোমার নাত জামাই কিডন্যাপ করে নিয়ে যেতে চেয়েছিলো কিন্তু যাদের পাঠিয়েছে তারা আমার নখ ছোয়ারও যোগ্য না তুমি চিন্তা করো না।
এরই মধ্যে নিহান এসে উপস্থিত হলো।কি রে কার সাথে কথা বলিস।
__ ঐ হতছাড়া টা কি তোমার সাথে। ঐ হাতছাড়া টা কে কলটা দাও
রাত আর কিছু না বলে নিহানের কাছে ফোন টা দিয়ে দিলো। নিহান ও কিছু না বলে ফোন টা কানে নিতেই
__ ঐ হাতছাড়া বদমাশ কোথায় থাকিস তুই?? তুই থাকতে আমার ছোট বউয়ের উপর হামলা হয় কিভাবে?
নিহান কিছু না বুঝে বোকার মতো রাতের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ।
~ আরে সকাল সকাল এই বুড়ো কি শুরু করলে তুমি। তোমার ছোট বউ কেমন তুমি জানো না। সে কি কারো কথা শুনে।
কিছু দুষ্ট মিস্টি ঝগড়া করে সকালটা উপভোগ করে। ওহ আপনাদের তো বলা হয় নি কে কল করেছিলো উনি হলেন রাতের দাদু নিহাল আহসান। তার নিহান নিহাল আহসাম এর একমাত্র নাতি। একমাত্র কেনো বললাম তা গল্পের মধ্যেই ক্লিয়ার হবে। আর নেহা, হিয়া, মাহি ওরা হলো রাত, আর নিহানের টিম মেড।
~~~~~~
ভার্সিটিতে আজ ফাইনাল ইয়ারের রেজাল্ট তাই কিছু চিফ গেস্ট আমন্ত্রণ করা হয়েছে। তার মধ্যে রায়ামান আদনান রোদ, আজাদ আদনান, রাত আহসান অন্যতম। তাদের বরণ করে নেবে ফাস্ট ইয়ারের মেধাবী ছাত্রীরা। নিহান, হিয়া, মাহি,নেহা তারা আগেই চলে এসেছে রাতের কিছু কাজ থাকয় পরে আসবে। রোদ তার কালো মার্সিডিস গাড়ি নিয়ে প্রবেশ করেই সবাই হা করে তাকিয়ে আছে। কালো শার্ট, কালো প্যান্ট, হাতে কালো ডায়ালের দামি ঘড়ি এক হাতে ব্লেজার তার ফর্সা গায়ে অসম্ভব সুন্দর মানিয়েছে। সব মেয়েরা যেনো ছোট খাটো একটা হার্টঅ্যাটাক মিস করে ফেলেছে। এগিয়ে আসতেই তাকে ফুল দিয়ে বরন করে স্টেজে নিয়ে যাওয়া হলো। রোদ অপেক্ষা করছে মেঘ কখন আসবে।
বেশ কিছুক্ষণ পর রাত তার সেই কালো বাইক নিয়ে হাজির হলো ভার্সিটিতে। সাদা টি শার্ট এর উপরে কালো শার্ট কালো প্যান্ট পায়ে কালো লেডিস শো হাতে রোলেক্সের ঘড়ি মুখে কোনো প্রসাধনি নেই তবু অসম্ভব সুন্দর লাগছে যেনো আকাশ থেকে কোনো পরী নেমে এসেছে। হেলমেট খুলে বাইকে রেখে বাইক থেকে নেমে দাঁড়াতেই ৫ বছর আগের অতীত যেনো চোখের সামনে ভেসে উঠলো। অতীত মনে পরতেই চোখ দিয়ে দু ফোটা পানি গড়িয়ে পরলো। খুব যত্ন করে পানি মুছে এগিয়ে গেলো ভিতরের দিকে এগিয়ে যেতেই তাকে ভিআইপি অভ্যর্থনা জানিয়ে ভিতরে নিয়ে যাওয়া হলো। রাত স্টেজে না গিয়ে আগে নিহান, হিয়া, মেঘ, নেহা তাদের সাথে দেখা করলো।
~~ টিম বি কেয়ারফুল। চারদিকে ভালোভাবে নজর রাখতে হবে। ছোট থেকে ছোট ক্লুও যেনো মিস না হয়। আর আমি যতটুকু জানি আজ এখান থেকে বেশ কয়েক জন মেয়ে তুলে নিয়া যাওয়া হবে। একটুও যেনো মিস না হয়। আই রিপিট একটু যেনো মিস না হয়।
~~ সবাই এক সাথে বলে উঠলো ওকে। উই আর রেডি ফর ইভরি মোমেন্ট।
রাত চলে যেতেই নেহা বলে উঠলো রায়মান আদনান রোদ হাউ কিউট ইয়ার এন্ড সো হ্যান্ডসাম। আ'ম ফল ইন লাভ হার। লাইক এস এ চকলেট বয়।
নিহান মাথায় ঘাট্টা মেরে বললো..
~ যা বলেছিস এখানেই শেষ দ্বিতীয় বার আর বলিস না। রায়মান আদনান রোদের ব্যাকগ্রাউন্ড সমন্ধে আগে জেনে নিস নয়তো মারা পরবি। আর রোদের দিকে না নজর দিয়ে মিশনে নজর দেন কাজে লাগবে নয়তো পেনসনলর পরিবর্তনে ফায়ার হয়ে যাবে।
রাত স্টেজে উঠতেই যেনো রোদ আকাশ থেকে পড়লো। মেঘের এত পরিবর্তন এটা কি করে সম্ভব। কি এটিচিউট, পারসোনালিটি হাউ ইজ পসসিবল। যাই হোক এভার আর তোমাকে কোথাও যেতে দেবো না মায়াবতী। প্রয়োজনে শিকল দিয়ে বেঁধে রাখবো তবও আর কোথায়ও যেতে দেবো না। তৈরি হও আমার অন্যরকম ডার্কসাইড দেখার জন্য। ৫ বছর আমাকে কষ্ট দেয়ার শাস্তি তো তোমাকে পেতেই হবে।
রাত স্টেজে উঠে রোদকে দেখতেই যেনো রাতের মনের উপর দিয়ে ছোট খাটো একটা ঝড় বয়ে গেলো তবুও নিজেকে স্বাভাবিক রেখে স্টেজে উঠে নিজের আসন গ্রহন করলো। রোদের দৃষ্টি যেনো রাতের উপর দিয়ে সরছেই না।
প্রিন্সিপাল রাতের সমন্ধে কিছু বলতে যাবে তখই..
~~ প্রিন্সিপাল ডোন্ট??
_ বাট
~~ ওকে আমি চলে যাচ্ছি তাহলে
— না না ম্যাম আমি আপনার এবাউ কিছু বলবো না তবুও যাবেন না
রোদের যেনো বিস্ময় এবার আকাশ ছুলো। কি হচ্ছে এসব। মেঘ কাউকে কিছু বলতে দিচ্ছে না কেনো আর এতটা রোড। হাউ ইস পসিবল। পুরো অনুষ্ঠানে রাত কিছুই বললো না তবে রোদ টেলেন্ট ছাত্রছাত্রীদের অভিনন্দন জানালো।
অনুষ্ঠান শেষ হতেই রাত নিহান কে এসএমএস করলো বি এলাট। মেসেজ টা করে রাত অনুষ্ঠান থেকে বিদায় নিয়ে বেড়িয়ে গেলো রাতের পিছু পিছু রোদও বেড়িয়ে গেলো। রাত করিডোরে আসতেই রোদ রাতের হাত টেনে ধরলো হাত ধরতেই রাত ঠাস ঠাস করতে থাপ্পড় মেরে দিলো রাতের গালে।
~ এ কেমন অসভ্যতা রায়মান আদনান রোদ। যেখানে সেখানে মেয়েদের হাত ধরে টানাটানি করা কোন ধরনের কাজ।
~~ যদি হয় ব্যক্তিগত নারী তারপর বিয়ে করা বউ তাহলে শুধু হাত না আরও অনেক কিছুই ধরতে পারি দেখতে চাও নাকি…
ইনশাআল্লাহ চলবে….
( প্রায় ৫০০০+ শব্দ লিখেছি। এখন থেকে সপ্তাহে ৩ দিন গল্প আসবে। আমার মনে হয় আমি অনেক আমি গল্প টা অনেক ফাস্ট এগিয়ে নিয়ে যাচ্ছি তাই এখন থেকে একটু সময় নিয়ে লিখবো। আর কেমন হলো তা কমেন্টে জানাতে ভুলবেন না)