Attin's All

Attin's All আসসালামু আলাইকুম, ☺️☺
This is all about Attin's time.stay connected with my page following the page.

15/09/2025

A special & unexpected sickness overcome night.. 🤲🤲🕯️🕯️🧡🧡

জীবনে কিছু জিনিস মেনে চলা নিজের,দেশ ও দশের জন্য ভীষণ উপকারী ও গুরুত্বপূর্ণ। ১. শিশুকাল থেকেই দায়িত্ববোধের চর্চা থাকা। বড়...
14/09/2025

জীবনে কিছু জিনিস মেনে চলা নিজের,দেশ ও দশের জন্য ভীষণ উপকারী ও গুরুত্বপূর্ণ।

১. শিশুকাল থেকেই দায়িত্ববোধের চর্চা থাকা। বড় হওয়ার সাথে সাথে পড়ালেখার পাশাপাশি অল্প হোক যতটা পারা যায় দায়িত্ব নিতে শেখা। ক্যারিয়ারের পাশাপাশি একইভাবে যতটা সম্ভব দায়িত্ব নেওয়া। ক্যারিয়ারের পাশাপাশি অবশ্যই আরো কঠিন এ কাজটা, তবে অল্প অল্প করে গুছিয়ে নিলে সবকিছু না হলেও অনেক কিছু পারা অবশ্যই সম্ভব।
সবকিছু কেউই কখনো পারে না, এটা অসম্ভব।

২. চরম শত্রু হলেও আত্নীয় ও প্রতিবেশীর অসুস্থতায় দায়িত্বের সাথে মানবিকতা বজায় রেখে যতটা সম্ভব পাশে থাকা। হোক কোনো তথ্য দিয়ে, হোক ঐ মুর্হূতে পাশে অবস্থান করে, হোক ইর্মাজেন্সি
লোকবল বাড়িয়ে, হয়তোবা কিছুটা আর্থিক ঋণের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি।

আপনি/আমি জীবনে যাই হই না কেন, আপনার/আমার যত গুণাবলিই থাকুক না কেন, আপনি/আমি যে অবস্থান বা আসনের অধিকারীই হই না কেন! সবকিছুর খোলস থেকে বেরিয়ে এসে একদম সাদাসিধে একটা মানুষ হয়ে যান তখন, আর পাশের বা আত্নীয় হওয়া ওই অসুস্থ মানুষটার পাশে দাঁড়ান। এটাই ওইটুকু সময়ে আপনার সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে মানবীয় পরিচয়। সবসময় আপনিই শুধু করবেন তা নয়, আবার একাই সব করতে হবে এমনটাও নয়, যতটা পারছেন ততটা করুন। আপনি/আমি সবাই যখন অল্প করেও এভাবে পাশে থাকবো, তখন অল্প নয়, অল্প অল্প করে ওই অসুস্থ মানুষটার অনেকটাই হবে ইনশাআল্লাহ্। আর জীবনের একদম শেষে এটুকুই শুধু থাকবে আমাদের। আর কিছুই আমরা নিয়ে যেতে পারব না চিরতরে আমাদের সাথে।
অনেক কিছুর ভীড়ে, জীবনের ব্যস্ততায় এভাবেই ছোট ছোট করে বড় বড় কাজের পাশে থাকার পদক্ষেপগুলোই একদিন আমাদের প্রাপ্তিকেও আকাশচুম্বী করে তুলবে ইনশাআল্লাহ্।

আজ থেকেই শুরু করি, চলুন না! 😊😊

যে/যারা অল্পতেই যে কোনো জিনিস স্কিপ করে তার/তাদের গভীরতা, সাফল্য, সহনশীলতা, নিজেকে খাঁটি করে গড়ে তোলার ক্ষমতা তেমন থাকে ...
13/09/2025

যে/যারা অল্পতেই যে কোনো জিনিস স্কিপ করে তার/তাদের গভীরতা, সাফল্য, সহনশীলতা, নিজেকে খাঁটি করে গড়ে তোলার ক্ষমতা তেমন থাকে না।

We all need to practice harnessing emotions in debates with decency.. 😊😊চলুন বিতর্কে আবেগকে শালীনতার সাথে কাজে লাগানোর অ...
09/09/2025

We all need to practice harnessing emotions in debates with decency.. 😊😊

চলুন বিতর্কে আবেগকে শালীনতার সাথে কাজে লাগানোর অনুশীলন শিখি। 😊😊

Have a nice day to all, yaar ☺️☺️

চা খোরদের কাছে কিছু চায়ের তৃপ্তি বরাবর ই অবর্ণনীয়... তার মধ্যে এই মালাই চা একটি।  ☕☕ আমিতো ব্যাক টু ব্যাক ২/৩ কাপ তো খেত...
08/09/2025

চা খোরদের কাছে কিছু চায়ের তৃপ্তি বরাবর ই অবর্ণনীয়... তার মধ্যে এই মালাই চা একটি। ☕☕ আমিতো ব্যাক টু ব্যাক ২/৩ কাপ তো খেতেই পারি। 😜😜

আপনারা পর পর একসাথে কত কাপ চা খেতে পারেন জানাবেন কিন্তু। ☺️☺️☺️

😘😘❤️❤️❤️

সবার lifestyle এক নয়। অনেক কিছুর উপর ভিত্তি করে lifestyle ভিন্ন হয়ে থাকে এবং মানুষকে তার lifestyle অনুযায়ী যাচাই করা বাঞ...
08/09/2025

সবার lifestyle এক নয়।
অনেক কিছুর উপর ভিত্তি করে lifestyle ভিন্ন হয়ে থাকে এবং মানুষকে তার lifestyle অনুযায়ী যাচাই করা বাঞ্চনীয়...

Pic for attention..

Happy Friday to all.. ☺️☺️ভর্তা, ভাতের সাথে মাটির একটা আলাদা সম্পৃক্ততা আছে।  তাই মাটির পাত্রে ভর্তা, ভাত এতটা তৃপ্তির.....
05/09/2025

Happy Friday to all.. ☺️☺️

ভর্তা, ভাতের সাথে মাটির একটা আলাদা সম্পৃক্ততা আছে। তাই মাটির পাত্রে ভর্তা, ভাত এতটা তৃপ্তির.. 🧆🧆

মাটির পাত্রে ভর্তা, ভাত কার কার প্রিয়?? হাত তোলো। ☺️☺️☺️

কারো জন্য কিছু করার ইচ্ছে থাকলে অনেকভাবে করা যায়। ইচ্ছেশক্তিটাই সবচেয়ে বড় বিষয়। 😊😊 লোকে বলে- সমস্যা থাকে, কষ্ট হয় ইত্যাদ...
04/09/2025

কারো জন্য কিছু করার ইচ্ছে থাকলে অনেকভাবে করা যায়। ইচ্ছেশক্তিটাই সবচেয়ে বড় বিষয়। 😊😊 লোকে বলে- সমস্যা থাকে, কষ্ট হয় ইত্যাদি ইত্যাদি। আপনি কারো জন্য চুল পরিমাণ কিছু করতেও আপনাকে একটু হলেও ত্যাগ করতে হবে। ত্যাগের পরিমাণ শূন্যের কোঠায় রেখে কখনো কোনোদিন কারো জন্য কিছু করা যায় না। তার উপর কোনো নারীর যদি গোছানো সংসার,চাকরি বা অন্য কোনো দায়িত্বশীল ক্যারিয়ার থাকে, তাহলে তো কথাই নেই।
তাছাড়া সমস্যা ছাড়া কারো জীবন নয়। ছোট, বড় সমস্যা প্রতিনিয়ত থাকে প্রতিটি মানুষের জীবনে। হয়তো থাকবেই। কারণ এটাই বিধির নিয়ম। 😶😶 অনেক বড় বড় সমস্যা অনেক সময় আমাদের অনেক কিছু করা থেকে বিরতও রাখে।
আমরা চাইলেও অনেক কিছু করে উঠতে পারি না।এটাও ভীষণ সত্যি।
তবে অনেক সময় ছোট ছোট কিছু সমস্যা হয়তো ইগনোর করে বা এডজাস্ট করে অনেক কিছু করে ফেলতে জানতেও হয় আমাদের। 😊😊
আপনার ছোট-বড় মিলে সব ত্যাগের বিনিময়েই তো ইহজীবন এবং পরজীবন মিলে কিছু পাবেন কখনো। 😊😊 মনে রাখা শতভাগ জরুরী -ত্যাগ ছাড়া কখনো কোনো অর্জন হয় না।

এটা শুধু কারো জন্য কিছু করার ইচ্ছে নয়, এটা বিনিময় নয়। এটা স্নেহ, ভালোবাসা। এটা দোয়া, আর্শীবাদ। 💚💛💜

u always ❤️, khalamoni..শুধু দোয়া আর দোয়া চাই সবার কাছে। 🤲🤲
03/09/2025

u always ❤️, khalamoni..
শুধু দোয়া আর দোয়া চাই সবার কাছে। 🤲🤲

আলহামদুলিল্লাহ ✌️ 💖 💎 ✅
আমার ভাগ্নিটা এগুলো পাঠিয়ে দিয়েছে। আমি একটু অসুস্থ ছিলাম তাই। সবাই ওর জন্য দোয়া করবেন ঢেঁড়স টমেটো দিয়ে টেংরা মাছের ঝোল, বেগুন দিয়ে টেংরা মাছের ঝোল, আলু দিয়ে ডিম মুরগির মাংস । সবগুলোই আমার পছন্দের রান্না

ইথিক্যাল মানুষের সাথে আনইথিক্যাল মানুষের কখনোই ভেতর থেকে মিল পড়ে না। একজন আনইথিক্যাল আরেকজন আনইথিক্যালের সঙ্গই পছন্দ করে...
02/09/2025

ইথিক্যাল মানুষের সাথে আনইথিক্যাল মানুষের কখনোই ভেতর থেকে মিল পড়ে না।
একজন আনইথিক্যাল আরেকজন আনইথিক্যালের সঙ্গই পছন্দ করে সবসময়।
একইভাবে একজন ইথিক্যাল আরেকজন ইথিক্যাল মানুষকেই মন থেকে পছন্দ করে।

©️ Attin's All

02/09/2025

ব্রেকফাস্টে কার প্রিয় খাবার কি??

আমিতো পাক্কা ভেতো... 😁😁
তোমাদেরটা জানাও।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Attin's All posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category