26/06/2025
কিভাবে অন্যের উপকারে আসতে পারি??
প্রথমেই বলে নিচ্ছি-- অন্যের কোনো প্রকার ক্ষতি না করে (মনের অজান্তে হলে ছোটখাটো ভুল একবারের বেশি গ্রহণযোগ্য নয়), অন্তরের অন্তঃস্থল থেকে দায়িত্বের সাথে ছোট-বড় যে কোনো উপকারের মাত্রা জীবনে যত বাড়াবেন, আপনার আমল/প্রাপ্তি দুটোই বাড়বে জীবনে অনেকগুণ বেশি।
অনেকের ধারণা তার ফিনেন্সিয়াল স্ট্যাবিলিটি (টাকা-পয়সা) কম, তাই সে অন্যের জন্য কি করতে পারবে!
আর ঠিক এই ধারণাটাই সবচেয়ে ত্রুটিপূর্ণ ধারণা।
কারণ কারো উপকার করতে শুধুমাত্র ফিনেন্সিয়াল স্ট্যাবিলিটিই একমাত্র পথ নয়।
আপনার ফিনেন্সিয়াল স্ট্যাবিলিটি ভালো নয়, আপনার গাছের দুটো ফল বা সবজি তো আছে; কারো অসুস্থতায় তার কাছে বা হসপিটালে গিয়ে থাকতে তো পারেন, আপনার কাছের কেউ বা আত্নীয়স্বজন সমস্যায় পড়ে আপনার সঙ্গ চাইছে তাকে তো তা দিতে পারেন;
আপনার মানুষের মনঃকষ্ট মন দিয়ে শোনার মতো অনুভূতি তো আছে, দুটো ভালো কথা মন দিয়ে বলতে তো পারেন! ইত্যাদি, ইত্যাদি।
এগুলো একটার জন্যও টাকার প্রয়োজন হয় না। তাও আমরা ভীষণ কৃপণ, ভীষণ মিথ্যে নাটকবাজ। প্রকৃতঅর্থে আপনি শুধু উপকার পেতে পছন্দ করেন, দিতে নয়।
তাই আপনি এরকম।
তাছাড়া কারো জন্য কিছু করতে যাবেন, সেটা খুব সহজে বা আরামে করে ফেলতে পারবেন সবসময়, এই মানসিকতা সর্ম্পূণ বর্জন করা বাঞ্চনীয়। কারণ পৃথিবীতে কারো জন্য কোনো কাজ কখনো সহজে বা আরামে করে ফেলা যায় না। কাজেই এসব কথা বলা বা ভাবা শুধুমাত্র অজুহাত ছাড়া কিছুই নয়।
আবার কিছু সুবিধাবাদি-স্বার্থপর লোক উপকার শুধু নিজের প্রয়োজনে নিতেই চলে আসে, এদের থেকে সাবধান থাকা অত্যাবশ্যক। কারণ উপকার করার মানসিকতা দুই পাশ থেকেই থাকা জরুরি। একজন ৭০%, তো আরেকজন ৮০% হতে পারে বা ৬০/৮০% হতে পারে। আনুপাতিক হার কাছাকাছি থাকাও অত্যাবশ্যক। একজন আপনার উপকার একভাবে করেছে, আপনি তার প্রয়োজনের সময় তার উপকার সেভাবে করুন।
পরিমাপ স্মরণ রাখাতো আপনার গুরু দায়িত্বের মধ্যেই পড়ে। না হয়তো এই ঋণই একদিন আপনার/আমার প্রাপ্তির জায়গা বা আমলনামাকে হালকা করে দেবে। হিসেবটা খুব সোজা।
মানুষের জীবনে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজের সমষ্টি মানুষকে একদিন বড় প্রাপ্তি এনে দেয়। সেই বড় প্রাপ্তি কিভাবে কোথায় পাবেন সেটা খুঁজতে যায়েন না, তাহলে খুব গভীরভাবে বুঝার ক্ষমতা না থাকলে হয়তো বুঝতেও পারবেন না কিন্তু পাবেন যে এটা নিশ্চিত। 😊😊
আমাদের যেখানে যখন ছোট-বড় যে কোনো উপকার করার সুযোগ থাকে,আমরা যেন সেটাই মন থেকে লুফে নেওয়ার চেষ্টা করি।
এই কাজগুলো আপনার/আমার ইহকাল বা পরকালের প্রাপ্তি বা আমল এমনকি দুটোকেই ভারী করবে ইনশাআল্লাহ্। 😊😊