Attin's All

Attin's All আসসালামু আলাইকুম, ☺️☺
This is all about Attin's time.stay connected with my page to follow the page.

Good night ☺️☺️☺️
16/07/2025

Good night ☺️☺️☺️

যে ফুল দেখতে খুব সুন্দর, তার ঘ্রাণ ভালো নয়...অধিকাংশ সুন্দর মননের মানুষ সুদর্শন নয়,পৃথিবীর কোনো সৃষ্টিই পরিপূর্ণ নয়...কম...
13/07/2025

যে ফুল দেখতে খুব সুন্দর, তার ঘ্রাণ ভালো নয়...
অধিকাংশ সুন্দর মননের মানুষ সুদর্শন নয়,
পৃথিবীর কোনো সৃষ্টিই পরিপূর্ণ নয়...
কমতি রেখে দেন ঐ স্রষ্টাই...

বৃষ্টিস্নাত দুপুরের খাবার।  😋
09/07/2025

বৃষ্টিস্নাত দুপুরের খাবার। 😋

আলহামদুলিল্লাহ্ 🥰 #মহররম২০২৫
07/07/2025

আলহামদুলিল্লাহ্ 🥰

#মহররম২০২৫

একটার পর একটা নেগেটিভ চিন্তা করলে বা আসতে থাকলে অথবা চারপাশটা বেশি নেগেটিভ থাকলে, সেটাকে অতিরিক্ত প্রায়োরিটি দিতে দিতে ন...
04/07/2025

একটার পর একটা নেগেটিভ চিন্তা করলে বা আসতে থাকলে অথবা চারপাশটা বেশি নেগেটিভ থাকলে, সেটাকে অতিরিক্ত প্রায়োরিটি দিতে দিতে নিজের মধ্যে নেগেটিভিটি ই বেশি স্থান পায়....
তাই নেগেটিভ অনেক বেশি জিনিসকে মাথায় স্পেস না দেওয়া, সেই সাথে নেগেটিভিটি থেকে যতটা পারা যায় দূরে থাকার চেষ্টা করা। Then try to spread positivity always...

And now Happy Friday to all ☺️☺️🤎💜

শুভ সকাল।  😊😊😊
03/07/2025

শুভ সকাল। 😊😊😊

বৃষ্টিমুখর সন্ধ্যায় তাম্বুলীপাড়া ভ্রমণ....
02/07/2025

বৃষ্টিমুখর সন্ধ্যায় তাম্বুলীপাড়া ভ্রমণ....

যারা শুধু "নিতে" আর "পেতে" ভালোবাসে, তাদের সাথে আজীবন সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। সম্পর্ক টিকাতে পরিপূরক হতে হয় (নীতিগত ...
02/07/2025

যারা শুধু
"নিতে" আর "পেতে" ভালোবাসে,
তাদের সাথে আজীবন সম্পর্ক টিকিয়ে রাখা যায় না।

সম্পর্ক টিকাতে পরিপূরক হতে হয় (নীতিগত জায়গা সঠিক রেখে)। সেই সাথে পার্সেন্টিজটাও মাথায় রাখা জরুরী। পার্সেন্টিজটা যেন একজন ১০, অপরজন ৯০ না হয়। পার্সেন্টিজ হতে পারে ২০/৩০, ৫০/৬০, ৫০/৭০ ইত্যাদি। রেসিওটা ঠিক থাকাটা বাধ্যতামূলক ই বলা চলে...

কিভাবে অন্যের উপকারে আসতে পারি?? প্রথমেই বলে নিচ্ছি-- অন্যের কোনো প্রকার ক্ষতি না করে (মনের অজান্তে হলে ছোটখাটো ভুল একবা...
26/06/2025

কিভাবে অন্যের উপকারে আসতে পারি??

প্রথমেই বলে নিচ্ছি-- অন্যের কোনো প্রকার ক্ষতি না করে (মনের অজান্তে হলে ছোটখাটো ভুল একবারের বেশি গ্রহণযোগ্য নয়), অন্তরের অন্তঃস্থল থেকে দায়িত্বের সাথে ছোট-বড় যে কোনো উপকারের মাত্রা জীবনে যত বাড়াবেন, আপনার আমল/প্রাপ্তি দুটোই বাড়বে জীবনে অনেকগুণ বেশি।

অনেকের ধারণা তার ফিনেন্সিয়াল স্ট্যাবিলিটি (টাকা-পয়সা) কম, তাই সে অন্যের জন্য কি করতে পারবে!
আর ঠিক এই ধারণাটাই সবচেয়ে ত্রুটিপূর্ণ ধারণা।
কারণ কারো উপকার করতে শুধুমাত্র ফিনেন্সিয়াল স্ট্যাবিলিটিই একমাত্র পথ নয়।
আপনার ফিনেন্সিয়াল স্ট্যাবিলিটি ভালো নয়, আপনার গাছের দুটো ফল বা সবজি তো আছে; কারো অসুস্থতায় তার কাছে বা হসপিটালে গিয়ে থাকতে তো পারেন, আপনার কাছের কেউ বা আত্নীয়স্বজন সমস্যায় পড়ে আপনার সঙ্গ চাইছে তাকে তো তা দিতে পারেন;
আপনার মানুষের মনঃকষ্ট মন দিয়ে শোনার মতো অনুভূতি তো আছে, দুটো ভালো কথা মন দিয়ে বলতে তো পারেন! ইত্যাদি, ইত্যাদি।
এগুলো একটার জন্যও টাকার প্রয়োজন হয় না। তাও আমরা ভীষণ কৃপণ, ভীষণ মিথ্যে নাটকবাজ। প্রকৃতঅর্থে আপনি শুধু উপকার পেতে পছন্দ করেন, দিতে নয়।
তাই আপনি এরকম।

তাছাড়া কারো জন্য কিছু করতে যাবেন, সেটা খুব সহজে বা আরামে করে ফেলতে পারবেন সবসময়, এই মানসিকতা সর্ম্পূণ বর্জন করা বাঞ্চনীয়। কারণ পৃথিবীতে কারো জন্য কোনো কাজ কখনো সহজে বা আরামে করে ফেলা যায় না। কাজেই এসব কথা বলা বা ভাবা শুধুমাত্র অজুহাত ছাড়া কিছুই নয়।

আবার কিছু সুবিধাবাদি-স্বার্থপর লোক উপকার শুধু নিজের প্রয়োজনে নিতেই চলে আসে, এদের থেকে সাবধান থাকা অত্যাবশ্যক। কারণ উপকার করার মানসিকতা দুই পাশ থেকেই থাকা জরুরি। একজন ৭০%, তো আরেকজন ৮০% হতে পারে বা ৬০/৮০% হতে পারে। আনুপাতিক হার কাছাকাছি থাকাও অত্যাবশ্যক। একজন আপনার উপকার একভাবে করেছে, আপনি তার প্রয়োজনের সময় তার উপকার সেভাবে করুন।
পরিমাপ স্মরণ রাখাতো আপনার গুরু দায়িত্বের মধ্যেই পড়ে। না হয়তো এই ঋণই একদিন আপনার/আমার প্রাপ্তির জায়গা বা আমলনামাকে হালকা করে দেবে। হিসেবটা খুব সোজা।

মানুষের জীবনে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজের সমষ্টি মানুষকে একদিন বড় প্রাপ্তি এনে দেয়। সেই বড় প্রাপ্তি কিভাবে কোথায় পাবেন সেটা খুঁজতে যায়েন না, তাহলে খুব গভীরভাবে বুঝার ক্ষমতা না থাকলে হয়তো বুঝতেও পারবেন না কিন্তু পাবেন যে এটা নিশ্চিত। 😊😊
আমাদের যেখানে যখন ছোট-বড় যে কোনো উপকার করার সুযোগ থাকে,আমরা যেন সেটাই মন থেকে লুফে নেওয়ার চেষ্টা করি।

এই কাজগুলো আপনার/আমার ইহকাল বা পরকালের প্রাপ্তি বা আমল এমনকি দুটোকেই ভারী করবে ইনশাআল্লাহ্। 😊😊

আপনি প্রায়ই অতিথি আপ্যায়ন করছেন, সেটা কি কখনোই খুব সহজ!! আপনার সেই ত্যাগ বা শ্রমের মানসিকতা থাকতে হবে অবশ্যই। যারা চাকুর...
20/06/2025

আপনি প্রায়ই অতিথি আপ্যায়ন করছেন, সেটা কি কখনোই খুব সহজ!! আপনার সেই ত্যাগ বা শ্রমের মানসিকতা থাকতে হবে অবশ্যই। যারা চাকুরীজীবি বা ব্যবসায়ী নারী, তাদের জন্য এই পথটা আরো অনেক কঠিন।
সারাদিন হয়তো তাদের পক্ষে বাসায় সেভাবে সময় দেওয়াও সম্ভব নয় কিন্তু অতিথি আপ্যায়নের মানসিকতা থাকা মানুষ কোনো না কোনোভাবে সেই ব্যবস্থা তৈরী করেই থাকেন। বিষয়টা এমন নয় যে, তিনি নিজে সব করবেন! কিন্তু হ্যাল্পিং হ্যান্ড রেখে কিংবা খাবার পারচেইজ করে ইত্যাদি যেভাবেই হোক প্রস্তুত তো করাচ্ছেন! অনেক সময় আত্নীয়স্বজন, বন্ধুবান্ধব,পরিচিতজনরা নানা রকম ছোট বড় সমস্যায় পড়ে কারো বাসায় আসেন। নরমালি বেড়াতে তো আসবেই, সেটা আলাদা বিষয়। এগুলোতে যতটা পারা যায় পাশে থাকতে পারাটা অনেক আর্শীবাদের।

আথিতেয়তা অনেক বড় একটি গুণাবলি, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এর ফজিলত অনেক। এর ফলাফলটা পৃথিবীতেই অনেকখানি পাওয়া যায় বলা চলে। আজকালকার এই ব্যস্ততম সময়ে এসে যারা এই দূরুহ ব্যাপারখানা যথেষ্ট সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করছেন, তারা অনুকরণীয়, অনুসরণীয়। 🙏

স্রষ্টার আশীর্বাদ থাকুক তাদের সাথে সবসময়। 🤎💜💙

Good morning to all 😊😊😊
13/06/2025

Good morning to all 😊😊😊

Eid Eid feel...
06/04/2025

Eid Eid feel...

Address

Kendua

Alerts

Be the first to know and let us send you an email when Attin's All posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category