SM SUMON

SM SUMON Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SM SUMON, Digital creator, Jessore, Khulna, Bangladesh, Keshabpur.

মানুষ কার হওয়ার কথা ছিলআর হয়েছে কে 🙂
04/12/2025

মানুষ কার হওয়ার কথা ছিল
আর হয়েছে কে 🙂

হঠাৎ কী যেন একটা ট্রেন্ড শুরু হয়েছে! একদম বুঝে উঠার আগেই দেখি রুনা খান, ভাবনা, মৌসুমী হামিদ, পিয়া জান্নাতুল, তিশা, ডান...
27/11/2025

হঠাৎ কী যেন একটা ট্রেন্ড শুরু হয়েছে! একদম বুঝে উঠার আগেই দেখি রুনা খান, ভাবনা, মৌসুমী হামিদ, পিয়া জান্নাতুল, তিশা, ডানা ভাই, রিদি শেখ, সোলাইমান রিচি, মারিয়া নুর, এমনকি ছোট্ট দিঘিও হাতে-গালে সংখ্যা লিখে ছবি দিচ্ছেন! 😮
কিন্তু সংখ্যাগুলোর মানে কী?
আমি তো এখনো বুঝলাম না! 🤔
আপনাদের কেউ জানলে কমেন্টে জানাবেন প্লিজ। 🙏

 👍
27/11/2025

👍

27/11/2025

♦️কলেজ লাইফে এক ছেলেকে দেখেছিলাম। পড়াশুনার ধরনটা বলি। কলেজ থেকে এসে সে ঘুমাত। এরপর রাতে ডিনার করে পড়তে বসত। ড্রয়ারে থাকত ১৫/২০ টা কলম, হরেক রকমের পেন্সিল, রঙ বেরঙের মার্কার। টেবিলে দিস্তা দিস্তা কাগজ। ক্লাসের সবগুলা বই সুন্দর করে মলাট দেওয়া। ছেলেটা পড়ত আর লিখত। লিখত আর পড়ত। বিরক্ত লাগলে উঠে গোসল করে আবার পড়তে বসত। এভাবে চলত সারা রাত। কালি ফুরানো কলমগুলো পড়ে থাকত মেঝেতে। একটার পর একটা খাতা শেষ হয়ে টেবিলের নিচে জমত।

♦️এরকম ভয়ঙ্কর পড়ালেখা করেও কোনো এক অজ্ঞাত কারণে সে বুয়েট, মেডিকেল, ঢাবি, রাবি, চবি, জাবি থেকে শুরু করে কোথাও চান্স পায়নি। আমি আজও হিসাব মেলাতে পারি না কেন এরকম হলো। কি এমন বাকি ছিল যা সে করেনি? আর কিভাবে পরিশ্রম করলে ভালো করা যেত?

এখন সে কি করে জানেন? সে কোনো পড়াশুনাই করে না। একটা বেসরকারি ভার্সিটি থেকে নামমাত্র ডিগ্রি নিয়ে সে আছে কোনোরকমে। আগের সেই তেজ নেই। লিজেন্ড বলে আলাদা কোনো ভাবও নাই।

আরেকটা ছেলে। এসএসসি-তে এভারেজ রেজাল্ট।
ইন্টারে টেনেটুনে ফার্স্ট ডিভিশন, কোনো রকমে ওয়েটিংয়ে থেকে ঢাবিতে ফিজিক্সে চান্স পেয়েছিল। এর পরেরটা ইতিহাস। ডিপার্টমেন্টে রেকর্ড ব্রেকিং রেজাল্ট — অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, মাস্টার্সেও তাই। বাইরের কোনো নামিদামি ক্যাম্পাসে পিএইচডি করা তার জন্য কোনো ব্যাপার না।

রাবিতে রাষ্ট্রবিজ্ঞানে পড়ত অন্য এক ছেলে। কোনো রকমে এসএসসি আর ইন্টারের বাধা পেরিয়ে ভার্সিটিতে ভর্তি হয়েছিল। সেখানেও রেজাল্ট বিলো অ্যাভারেজ। এরপর আর পিছনে ফিরে তাকায়নি। বিসিএস দিয়ে ক্যাডার হয়ে এখন পদস্থ কর্মকর্তা।

আবার এরকমও আছে, ক্যাম্পাসে সুপার রেজাল্ট কিন্তু চাকরির পরীক্ষায় কোনো সাকসেস নেই! তিন বছর ধরে বেকার। লোকে এখন সন্দেহ করে ভার্সিটির রেজাল্ট কি আসলেই ঠিক?

এমনটাও দেখবেন, অনেক কাঠখড় পুড়িয়ে স্কুল কলেজের গন্ডি পার হয়েছে, এরপর পড়ালেখা শিকেয় তুলে পলিটিক্স, এখন বড় নেতা, সামনে এমপি হবার চান্সে আছে! চাকরি ছেড়ে ব্যবসা করে কোটিপতি হবার গল্প তো হরহামেশাই চোখে পড়ে।

এর নামই জীবন। একবার গ্রাফটা উপরে উঠতে থাকে তো আবার তলানিতে। সময় প্রতিনিয়ত আপনার পরীক্ষা নেয়। এখানে শেষ বলে কিছু নেই। আজ যে রাজা কাল সে ফকির, আবার এর উল্টোটাও ঠিক।

Copy post

একটা ভয়ংকর সত্য কি জানেন? ঢাকার নির্মম ভাগ্য অলরেডি লেখা হয়ে গেছে।গত ৫০ বছরে আমরা তিলে তিলে সেটা তৈরী করেছি।ঢাকার অবস্থা...
21/11/2025

একটা ভয়ংকর সত্য কি জানেন?
ঢাকার নির্মম ভাগ্য অলরেডি লেখা হয়ে গেছে।
গত ৫০ বছরে আমরা তিলে তিলে সেটা তৈরী করেছি।
ঢাকার অবস্থা এখন ডুবে যাওয়ার আগে টাইটানিকের মত।
সবাই জানে ডুববে, just অপেক্ষা।
অপরিকল্পিত নগরায়ন কে ঢাকায় শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে।
পুরান ঢাকার কিছু বিল্ডিং দেখলে মনে হবে রোমান্টিক কাপল।
এক বিল্ডিং আরেক বিল্ডিং এর উপর চড়ে বসে আছে,জড়াজড়ি করছে,কেও কেও পাশের টাকে কিস করছে।
মানুষ হাঁটার মত যায়গাও নাই।
টারজান দ্যা ওয়ান্ডার কারের বিখ্যাত কাত হয়ে দুই ট্রাকের মাঝ দিয়ে ঢুকে যাওয়া গাড়িটাও এসব গলিতে ঢুকতে পারবে না,এম্বুলেন্স আর ফায়ার সার্ভিস এর গাড়ি তো বহু দূরের ব্যাপার।
তার উপর আছে বিল্ডিং তোলায় ২ নাম্বারি।
অলরেডি আজকের ভূমিকম্পে যেসব বিল্ডিং এর ফাটল ধরেছে বা কাত হয়ে গিয়েছে,আপনার কি মনে হয়? এসব বিল্ডিং বাতিল ঘোষণা হবে? ভেঙে ফেলা হবে? সংস্কার হবে??
না
পুডিং মেরে উপরে রং দিয়ে ফাটল সারানো হবে আর ঝুঁকে যাওয়া বিল্ডিং টার মাঝে কয়েকটা বাঁশ দিয়ে ঠেক দিয়ে দেয়া হবে।
অনেক বছর আগে থেকেই বিশেষজ্ঞরা গলা ফাটিয়ে বলতেছে,৭ মাত্রার একটা ভূমিকম্প হলে ঢাকা শহর শেষ,মিশে যাবে মাটিতে, উদ্ধার করার মত অবস্থাও থাকবে না,তাও কি কোনো ব্যবস্থা নেয়া হয়েছে?
ব্যবস্থা নিবে কি,এই শহরে ব্যবস্থা নেওয়ার মত অবস্থাও আর নাই।
যা ক্ষতি করার আমরা করে ফেলেছি।
এখন খালি অপেক্ষা।
একটা ৭ মাত্রার ভূমিকম্পের।
এরপর সব শেষ।
এটা আপনিও জানেন,আমিও জানি ঢাকার প্রতিটা ব্যান্ডেজ করে টিকে থাকা বিল্ডিং ও জানে 🙂

আতিক ভাই

17/11/2025

৯০‌‌ দশকের বিয়া বাড়ির ব্রেক ডান্স..! 🤣

যে হারে Meta AI সবকিছু দখল করা শুরু করেছে,ভবিষ্যতে সাইবার হামলা হলে মানুষের ব্যক্তিগত থেকে শুরু করে  সকল গুরুত্বপূর্ণ গো...
15/11/2025

যে হারে Meta AI সবকিছু দখল করা শুরু করেছে,

ভবিষ্যতে সাইবার হামলা হলে মানুষের ব্যক্তিগত থেকে শুরু করে সকল গুরুত্বপূর্ণ গোপন তথ্য মুহুর্তের মধ্যে ফাঁস হয়ে যাবে।

এমনকি পশ্চিমাদের নিউ ওয়ার্ল্ড অর্ডার ২০৩০ সালের এজেন্ডা বাস্তবায়ন করতে ওরা এসব করছে।

তাছাড়া,
WhatsApp থেকে শুরু করে Facebook, Messenger এ যেভাবে Meta AI চালু হয়েছে।

এতে করে আমরা যে কারোর সাথে যোগাযোগ করি না কেনো
ব্যাক্তিগত ও অফিসিয়াল বিষয়ে
সেটা কল, টেক্সট ও ভয়েসের মাধ্যমে।

তার প্রতিটা তথ্য তাদের কাছে সম্পূর্ণরূপে এবার জিম্মি হিসেবে প্রতিনিয়ত জমা রাখছে।

এর ফলে ভবিষ্যতে যদি গোটা বিশ্বে বিশাল আকারের সাইবার হামলা ঘটে, তাহলে সকল ব্যক্তিগত ও অফিসিয়াল গোপনীয় তথ্য মুহুর্তের মধ্যে ফাঁস হয়ে যাবে।

মানুষের প্রাইভেসি বলে তখন আর কিছুই থাকবে না।
সংগৃহীত

সবাইকে জুমা মোবারাক🥀
14/11/2025

সবাইকে জুমা মোবারাক🥀

13/11/2025

রাস্তায়
পুলিস এর চাইতে
সাংবাদিক বেশী 😳
কি এক অবস্থা

সবাই নির্বাচন নিয়ে ব্যাস্ত, আর এদিকে নোয়াখালী দেশের পাসপোর্ট রেডি হয়ে গেছে 🐸
06/11/2025

সবাই নির্বাচন নিয়ে ব্যাস্ত, আর এদিকে নোয়াখালী দেশের পাসপোর্ট রেডি হয়ে গেছে 🐸

💐💐
03/11/2025

💐💐

Address

Jessore, Khulna, Bangladesh
Keshabpur
7450

Telephone

+8801708089323

Website

Alerts

Be the first to know and let us send you an email when SM SUMON posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SM SUMON:

Share