12/04/2025
বর্তমান সংঘাতপূর্ণ প্রতিযোগিতামূলক বিশ্বে যেকোন বাহিনীর সদস্যদের যথাযথ সক্ষমতা ও দক্ষতা অর্জন ছাড়া টিকে থাকা প্রায় অসম্ভব। অনুরূপভাবে কাঙ্ক্ষিত সক্ষমতা অর্জন ব্যতিরেকে আমাদের বাহিনীর সামগ্রিক উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়। সেই বাস্তবতার নিরিখে বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় দায়িত্ব নেয়ার পর থেকেই তার দীর্ঘ বর্ণাঢ্য চাকুরি জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাহিনীকে ঢেলে সাজানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব এবং বিরামহীন প্রচেষ্টায় বাহিনী কতিপয় বিভ্রান্তিসৃষ্টিকারী কর্তৃক প্ররোচিত একটি বড় ধরণের অস্তিত্ব সংকট থেকে শুধু উত্তরণই নয়, অর্জন করে নিয়েছে দেশের কোটি মানুষের আস্থা ও ভালোবাসা। তার সুদূরপ্রসারী পরিকল্পনা ও ঐকান্তিক প্রচেষ্টায় বাহিনীর সকল পর্যায়ের সদস্যদের জন্য একের পর এক দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ করা হচ্ছে, যার সুফল সদস্যরা ইতোমধ্যেই ভোগ করছেন। তাই মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখে আমাদের সকলেরই উচিত ব্যক্তিকেন্দ্রিক স্বার্থপর চিন্তাধারার বাইরে এসে বাহিনীর বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করা। তিনি একাধিকবার বিভিন্ন ফোরামে অত্যন্ত স্পষ্টভাষায় উল্লেখ করেছেন কেন অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য সতেজকরণ প্রশিক্ষণ প্রয়োজন। এই প্রশিক্ষণের উদ্দেশ্য কারো রিজিক নষ্ট করা নয়। বরং যার যার দক্ষতার মূল্যায়ন করে তাদেরকে বাহিনীর স্বার্থে বিভিন্নভাবে কাজে লাগানো। এছাড়াও তিনি কর্মরত আনসার সদস্যদের তাদের রেস্টে থাকা সহকর্মীদের দীর্ঘদিনের সীমাহীন দুর্ভোগের কথা বিবেচনায় রাখার জন্য কর্মরতদের পরামর্শ দেন। মহাপরিচালক মহোদয় দিনরাত কাজ করে যাচ্ছেন রেস্টে থাকা আনসার সদস্যদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য। সাধারন সদস্যদের মাঝে সেই মহাপরিকল্পনার কাটছাঁট অংশ দেখানো উস্কানীদাতাদের উদ্দেশ্য সনাক্ত করে কঠোরভাবে প্রত্যাখান করে নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করাই উত্তম। তাই আসুন, একটি শৃঙ্খলা বাহিনীর গর্বিত সদস্য হিসেবে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ ও বাহিনীর স্বার্থে কাজ করি এবং দেশের গণমানুষের গণপ্রতিরক্ষা বাহিনী গড়তে তাকে সাহায্য করি।
#সাধারণআনসার