Ansar Pilatun Commander

Ansar Pilatun Commander আল্লাহ আমার রব
হযরত মোহাম্মদ (সাঃ) আমার নবী
ইসলাম আমার দ্বীন?

12/04/2025

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় বিশেষ করে মোটর সাইকেল দুর্ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বেশ কয়েক জন সদস্য জীবন হারিয়েছেন। তাদের এই অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে বাহিনীর পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি রইলো গভীর সমবেদনা। মোটর সাইকেল দুর্ঘটনা রোধে আমাদের সকলকে আরো বেশি সতর্ক হওয়া আবশ্যক। আসুন, আমরা মোটর সাইকেলে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি।

#সাধারণআনসার

12/04/2025

বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা সাধারণ জনগনের ঈদ উদযাপনে নীরবে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। নতুন বাংলাদেশে নিজস্ব সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নব আঙ্গিকে মাটি ও মানুষের আকাঙ্খা পুরনে শীঘ্রই উদ্ভাসিত হবে সুবৃহৎ এই বাহিনীর সদস্যরা। ইনশাআল্লাহ।

#সাধারণআনসার #ঈদযাত্রা

12/04/2025

দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের জানমালের নিরাপত্তায় সর্বদা নিয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উল্লেখযোগ্য অর্জন সমূহ হলো-

★ উপজেলা নির্বাহী কর্মকর্তার বিশেষ অভিযানে আনসার সদস্য কর্তৃক ফেন্সিডিল সহ আটক- ০১
★ সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা হতে শিশু উদ্ধার
★ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল চোর আটক
★ঢাকা সদরঘাট হতে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পূবালী-১২ লঞ্চে মাদক সেবনকারী আটক

#সাধারণআনসার #ঈদযাত্রা

12/04/2025

দেশের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। তারই ধারাবাহিকতায় সারাদেশে গত ২৪ ঘন্টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উল্লেখযোগ্য অর্জনসমূহ-

★ পটুয়াখালী হতে রাজধানী সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি আর খাঁন-১ লঞ্চে চোর আটক
★ জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ছিনতাইকারী আটক
★ গাজীপুর ইমামি বাংলাদেশ লিঃ আনসার গার্ড হতে চোর আটক
★ বরগুনা থেকে রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে আসা রাজারহাট- বি লঞ্চে কিশোর গ‍্যাং এর সদস্য আটক
★ রাজধানীর বিএসএমএমইউ/পিজি হাসপাতাল হতে মহিলা চোর আটক
#সাধারণআনসার

12/04/2025

বর্তমান সংঘাতপূর্ণ প্রতিযোগিতামূলক বিশ্বে যেকোন বাহিনীর সদস্যদের যথাযথ সক্ষমতা ও দক্ষতা অর্জন ছাড়া টিকে থাকা প্রায় অসম্ভব। অনুরূপভাবে কাঙ্ক্ষিত সক্ষমতা অর্জন ব্যতিরেকে আমাদের বাহিনীর সামগ্রিক উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়। সেই বাস্তবতার নিরিখে বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় দায়িত্ব নেয়ার পর থেকেই তার দীর্ঘ বর্ণাঢ্য চাকুরি জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাহিনীকে ঢেলে সাজানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব এবং বিরামহীন প্রচেষ্টায় বাহিনী কতিপয় বিভ্রান্তিসৃষ্টিকারী কর্তৃক প্ররোচিত একটি বড় ধরণের অস্তিত্ব সংকট থেকে শুধু উত্তরণই নয়, অর্জন করে নিয়েছে দেশের কোটি মানুষের আস্থা ও ভালোবাসা। তার সুদূরপ্রসারী পরিকল্পনা ও ঐকান্তিক প্রচেষ্টায় বাহিনীর সকল পর্যায়ের সদস্যদের জন্য একের পর এক দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ করা হচ্ছে, যার সুফল সদস্যরা ইতোমধ্যেই ভোগ করছেন। তাই মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখে আমাদের সকলেরই উচিত ব্যক্তিকেন্দ্রিক স্বার্থপর চিন্তাধারার বাইরে এসে বাহিনীর বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করা। তিনি একাধিকবার বিভিন্ন ফোরামে অত্যন্ত স্পষ্টভাষায় উল্লেখ করেছেন কেন অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য সতেজকরণ প্রশিক্ষণ প্রয়োজন। এই প্রশিক্ষণের উদ্দেশ্য কারো রিজিক নষ্ট করা নয়। বরং যার যার দক্ষতার মূল্যায়ন করে তাদেরকে বাহিনীর স্বার্থে বিভিন্নভাবে কাজে লাগানো। এছাড়াও তিনি কর্মরত আনসার সদস্যদের তাদের রেস্টে থাকা সহকর্মীদের দীর্ঘদিনের সীমাহীন দুর্ভোগের কথা বিবেচনায় রাখার জন্য কর্মরতদের পরামর্শ দেন। মহাপরিচালক মহোদয় দিনরাত কাজ করে যাচ্ছেন রেস্টে থাকা আনসার সদস্যদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য। সাধারন সদস্যদের মাঝে সেই মহাপরিকল্পনার কাটছাঁট অংশ দেখানো উস্কানীদাতাদের উদ্দেশ্য সনাক্ত করে কঠোরভাবে প্রত্যাখান করে নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করাই উত্তম। তাই আসুন, একটি শৃঙ্খলা বাহিনীর গর্বিত সদস্য হিসেবে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ ও বাহিনীর স্বার্থে কাজ করি এবং দেশের গণমানুষের গণপ্রতিরক্ষা বাহিনী গড়তে তাকে সাহায্য করি।
#সাধারণআনসার

12/03/2025
12/03/2025
12/03/2025
https://youtu.be/3Nr2KUI-BQM?si=79r6kOkLAZaz-6CQ
07/03/2025

https://youtu.be/3Nr2KUI-BQM?si=79r6kOkLAZaz-6CQ

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।বাহিনীর খে.....

Address

Keshabpur Jessore Khulna
Keshabpur
VILL:SAGORDUTTAKATI,PO:PANJIA7450.UPJ:KESHABPUR

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ansar Pilatun Commander posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share