24/07/2025
তুমি হারিয়ে যেয়ো না… আমার অনুভবগুলোতে
কোনো এক পড়ন্ত বিকেলবেলা,
গোধূলির রং যখন আধাঁরে মিশে যাবে —
আমি হয়তো তোমার পাশে রবো না।
তুমি আমায় সেই আধো আলো-আধো ছায়াতে অনুভব করে নিও।
সদ্য সন্ধ্যা নামা অন্ধকারে
খুঁজে নিও আমার হারিয়ে যাওয়া ছায়া।
দক্ষিণা বাতাস যখন তোমায় ছুঁয়ে যাবে,
তখন আমার অনুভূতিগুলোকে তুমি অনুভব করে নিও।
আমি হারিয়ে গেলেও —
আমার অনুভূতিগুলোকে তুমি হারাতে দিও না।
ঠিক যেভাবে,
তুমি হারিয়ে যাওয়ার পরও…
তোমাকে নিজের মধ্যে থেকে আজও হারাতে দিইনি আমি।
— আরজুমান