Md Akter Hossen - মোঃ আক্তার হোসেন

Md Akter Hossen -  মোঃ আক্তার হোসেন Follow me:- Ghuri Adventure

26/08/2025

GetGoosebumps

শহরের কোলাহল থেকে দূরে;
23/08/2025

শহরের কোলাহল থেকে দূরে;

23/08/2025

পাহাড় আর সমতল যেন মিলে একাকার;

পাখির চোখে ফসলি জমিতে বসতঘর;
22/08/2025

পাখির চোখে ফসলি জমিতে বসতঘর;

21/08/2025

I got over 100 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

19/08/2025

Dighinala Government College

হাচিনসনপুর শাপলা বিলদীঘিনালা উপজেলা
18/08/2025

হাচিনসনপুর শাপলা বিল
দীঘিনালা উপজেলা

18/08/2025

যতোটুকু চোখ যায় সবুজের সমারোহ।

ফলজ বাগানে ছত্রাক ও কীটনাশক র্স্পে করার মেশিন Xpart Water Pump XPTm 10M
10/09/2024

ফলজ বাগানে ছত্রাক ও কীটনাশক র্স্পে করার মেশিন
Xpart Water Pump XPTm 10M

03/07/2024

আমার বড়োই বাগান...

এসে স্বপ্ন ফলাই,পাহাড়ে রেড লেডি পেঁপে চাষঃ স্থান সির্বাচনঃ- পেঁপে চাষের জন্য বন্যামুক্ত এলাকায়, উচু জমি যেখানে বৃষ্টির ...
01/07/2024

এসে স্বপ্ন ফলাই,
পাহাড়ে রেড লেডি পেঁপে চাষঃ
স্থান সির্বাচনঃ- পেঁপে চাষের জন্য বন্যামুক্ত এলাকায়, উচু জমি যেখানে বৃষ্টির পানি জমে থাকে না সেচ ও পানি নিষ্কাশনের সুব্যবস্থা আছে এমন রোদ্র-উজ্জ্বল জমি নির্বাচন করতে হবে।

বীজ সংগ্রহঃ- পাাহড়ের কীটনাশক ও সার দোকান গুলোতে এর বীজ পাওয়া যায়। বিশেষ করে এই রেড লেডি বীজ প্রতি প্যাকেট ১১০০-১২০০ টাকা(২-গ্রাম) যেখানে ১২০-১৪০ টি বীজ থাকে।

বীজের হারঃ- প্রতি গ্রামে বীজের সংখ্যা ৬০-৭০টি। হেক্টর প্রতি (১০০ শতাংশ।) ৭০-১০০ গ্রাম বীজের প্রয়োজন। সে হিসেবে ৩০০০-৩২০০ চারা দিয়ে ১ হেক্টর জমিতে পেঁপে চারা লাগানো যায়। বীজের অংকুরোদ (জার্মিনেশন) গমনের হার ৭০-৯৫% হয়ে থাকে।

চারা তৈরিঃ-বীজ থেকে বংশ বিস্তার করা যায়। বীজের প্যাকেট কেটে ২ ঘন্টা রোদে শুকানোর পর, বীজ গুলো ঠান্ডা জায়গায় রেখে ঠান্ডা করে, ১০ - ১২ ঘন্টা পানিতে ভেজানোর পর, বীজ গুলো পানি হতে তুলে সুতির কাপর পেঁচিয়ে রাখতে হবে। পরবর্তীতে বীজ অংকুরোদ হলে। বীজ গুলো পলেথিন ব্যাগে চারা তৈরি করতে হবে। পলিথিন ব্যাগে চারা তৈরি করলে রোপনের পর চারা দ্রুত বৃদ্ধি পায়।

পলিব্যাগে বীজ রোপন রোপনঃ- ৫X৬ সেমি আকারের ব্যাগে সম পরিমাণ বেলে দোআঁশ মাটি ও পচা গোবরের মিশ্রণ ভর্তি করে, ব্যাগের তলায় ২-৩ টি ছিদ্র করতে হবে। তারপর এতে সদ্য সংগৃহীত বীজ হলে একটি এবং পুরাতন বীজ হলে ২টি বীজ বপন করতে হবে। ১টি ব্যাগে এক এর অধিক চারা রাখা উচিত নয়।

চারা রোপন সময়ঃ- আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর) এবং পৌষ (ডিসেম্বর-জানুয়ারি) মাস পেঁপের বীজ বপনের উত্তম সময়। বপনের ৪০-৫০ দিন পর চারা রোপণের উপযোগী।

চারা রোপণঃ- ৪০ হতে ৬০ দিন বয়সের চারা রোপণ করা যায়। সারি থেকে সারির দূরত্ব ২ মিটার। ২ মিটার দূরে দূরে ৬০X৬০X৬০ সেমি আকারে গর্ত করে চারা রোপণের ১৫ দিন পূর্বে গর্তের মাটিতে সার মিশাতে হবে। পানি নিষ্কাশনের জন্য ২ সারির মাঝখানে ৫০ সেমি নালা রাখতে হবে।

গর্তে সার প্রয়োগঃ- চারা রোপনের ১৫ দিন পূর্বে প্রতি গর্তে ১৫ কেজি গোবর সার অথবা জৈব সার, টিএসপি সার, জিপসাম, জিংক সালফেট ও বোরিক এসিড দিয়ে নিচের মাটি উপরে এবং উপরের মাটি গুলো নিচে দিয়ে নেড়ে দিতে হবে। এভাবে ১৫ দিন রেখে দিতে হবে।

সার ব্যবস্থাপনাঃ- চারা লাগানোর পর নতুন পাতা আসলে ইউরিয়া ও এমপি সার ৫০ গ্রাম করে প্রতি ১ মাস অন্তর প্রয়োগ করতে হবে। গাছে ফুল আসলে এ মাত্রা দ্বিগুণ হবে। শেষ ফল সংগ্রহের আগেও সার দিতে হবে।

রেড লেডি হাইব্রিড পেঁপে জাতের বৈশিষ্ট্যঃ-
১। তাইওয়ানের উচ্চ ফলনশীল বামন প্রজাতির পেঁপে।
২। রেড লেডি জাতের পেঁপে গাছ সর্বচ্চো ৮-১০ ফিট উচ্চতার হয়।
৩।গাছের উচ্চতা ৬০-৮০ সেমি হলে ফল ধরা শুরু হয়।
৪। প্রতিটি গাছে ৫০-১২০ টি পর্যন্ত ফল ধরে।
৫। ১৫০-১৮০ দিনের মধ্য ফুল আসে।
৬। প্রথম ফল পাওয়া যায় ২১০ হতে ২৭০ দিনের মধ্যে।
৭। প্রতিটি ফল ১ থেকে ৩ কেজি পর্যন্ত হয়ে থাকে।
৮। ফলের রং লাল-সবুজ।
৯। ফলের মাংস বেশ পুরু, গাঢ় লাল রঙের, স্বাদেও বেশ মিষ্টি ও সুগন্ধিযুক্ত।
১০। কাঁচা ও পাকা উভয়ভাবে বাজারজাত করা যায়।
১১। এই জাতের পেঁপে পাকা অবস্থায় সহজে নষ্ট হয় না। ফলে দূর দুরান্তে সহজেই বাজারজাত করা যায়।
১২। এই জাতের পেঁপে রিং স্পট ভাইরাস রোগ সহনশীল।
১৩। এই জাতের পেঁপের জীবনকাল ২ বছরের অধিক।

মোঃ আক্তার হেসেন
পাহাড়ের কৃষি ও সম্ভাবনাময় অর্থনীতি
পেঁপে চাষ
পরামর্শ ও আলোচনা
পর্ব-০১

ছবিঃ-
টিটো চাকমা
উদাল-বাগান, দীঘিনালা উপজেলা।
২১ জুন-২০২৪,

Shout out to my newest followers! Excited to have you onboard! Mehedi Hasan, Joyanti Dewan, Md Neijm, Bacchu Islam, Md M...
27/06/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Mehedi Hasan, Joyanti Dewan, Md Neijm, Bacchu Islam, Md Mehedi Hasan

Address

Dighinala Upazila, Khagrachhari District, Upazila Parishad
Khagrachari
4420

Telephone

+8801643179225

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Akter Hossen - মোঃ আক্তার হোসেন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share