Dhar Mina

Dhar Mina � "A little corner of words and wonders. Sharing thoughts, smiles, and stories that touch the heart.

Here, dreams find a voice, and moments turn into memories." �

আগাজ বাত্তি উরানার গুণ"নমো তস্স ভগবতো অরহতো সম্মাসম্বুদ্ধস্স" (৩বার)আগাজ বাত্তি উরানার গুণ------------------------------...
27/11/2025

আগাজ বাত্তি উরানার গুণ

"নমো তস্স ভগবতো অরহতো সম্মাসম্বুদ্ধস্স" (৩বার)

আগাজ বাত্তি উরানার গুণ
-------------------------------

আনন্দ ভান্তে পিজোর গরের ও বুদ্ধ ভগবান,
পরানবলায় উদ্ধোর অবার কি কি আগে দান।
আওজ গরং মুই সিয়ানি শুনিবাত্তায়,
হুজুলি গরং ও গোজেন বুদ্ধো এক্কানা হবাত্তায়।
পিত্থিমি আ সাগরত্ সিক্কুন পরানবলা আগন,
তর মিয়েলোই পাপিউন মক্ত ওই যাদন।
তুই যারে মিয়ে গরজ তে যাদি পায় নির্বাণ,
তুই বাদে উদ্ধোর গুরি হিয়োই ন'পারন।
তুই জুনান তুই বেলান তুই আমার ভগবান,
ঠেঙত্ পুরি জু দোঙর কনা ধর্ম কধান।
এই দুক্কেন গরি আনন্দ ভান্তে বুদ্ধোত্তুন পিজোর গরিলু,
ভগবানে হুজি অনেই ধর্ম কধান কল।
মুই হঙর ও আনন্দ দোলে গরি শুন,
মন্দির'অ মুজুঙত্ যারা আঙেবাক মোমবাত্তিউন।
আরো দিলে শষ্য তেল আ ন'অলে ঘি,
জাগায় জাগায় সুনাম তে পেবগি।
এই পুণ্যলোই তিন কল্প স্বর্গ লোকত্ থেবাক,
চক্রবর্তী রাজায়ো ভালোক পল্লা অবাক।
কাদি মাস্যে পুর্ণিমাত্ আগাজ বাত্তি আঙেনেই,
একশ কল্প থেব তে ব্রহ্ম লোকত্ যেনেই।
মানেয় কুলে এলে তে পায় উত্তম সুখ,
দিব্য জ্ঞান থেব তাঁর আর দিব্য চোখ।
হীন কুলত্ তে আর কন দিন ন'যেব,
নরক্কানউ কনবার লাগত ন'পেব।
মুরি গেলে ব্রহ্ম লোকত্ তে লুমিবুগোই,
সে পুণ্যর ফল কদ্ গেলে কোই ন'পুরোই।
সিয়ান শুনি ভান্তেদাগি পিজোর গুরিলাক্,
আগাজ বাত্তি মানেয়উনি কিত্তেই আঙেবাক।
ভান্তেউনি আনন্দ ভান্তেত্তুন শুনিবার চেলে,
আনন্দ ভান্তে আওজে কল্ তুমি শুন সালে।
চুলমনি চৈত্য আগে দেব লোক'অ ইদু,
আগাজ বাত্তিবু দেনা সেই চৈত্য সিদু।
ভগবান বুদ্ধো যক্কে সংসার ছাড়িলু,
রেদে রেদে এক্করে দেজ ছাড়ি গেল।
অনোমা ছড়াত্ লুমিনিগোই যেক্কে পহর অল,
চুলোনি ধরি ছুরিয়ান্ধোই হাবি পেলে'ল।
অধিষ্ঠান গরি সে চুলানি যক্কে উরে দিল,
ঝর ফুদো ফুল দক্কেন সিয়ানি উড়ি গেল।
স্বর্গত্তুন সিয়ানি দেগি ইন্দ্ররাজা এ্যাই,
দোলে গরি স্বর্গত্ নিলু চুলোনি লোনেই।
সাত যোজন অজল মন্দির ইক্কু তুলি,
সিয়োত্ থোনেই পূজো ধল্লাক বুদ্ধোর চুলানি।
গদা স্বর্গ'র দেবেদাউনি সে মন্দিরবু পূজিলাক,
বেগে মিলি মন্দিরবু নাঙান চুলমনি রাঘেলাক।

"বর মাগানা"

কিয়েত্তুন, কধাত্তুন আ মনত্তুন পাপ ধাবে দিনেই,
ঠেঙত্ পুরি আত্ জুর গুরি এই বরানি চেই।
এক্কুয়ারে ত্রিলোকত্তুন মুক্তি পেবাত্তেই,
দান,শীল,ভাবনা লোই পুণ্য গুরি যের।
সেই পুণ্যর বলে মুই মাগং এই বরান,
ভান্যে মানজ্ লোই সমার ন'অদুং জনমান।
গম মানুজচুন সং-সমাজ্জি মুই পাং পারা,
নির্বাণ'র কধা বুদ্ধোত্তুন মুই শুনি পাং পারা।
বুদ্ধো ইদু যদি মুই প্রব্রজ্যা মাগিলে,
লগত্ তগত্ রং হাবরে সাজি পাত্তুং বিলি।
স্রোতাপত্তি, সকৃদাগামি এ মার্গফল,
অনাগামি আ অরহত্ এ চেরান ফল।
ইয়ান পিদুং বিলি মুই ও বুদ্ধো ভগবান,
লাগত পাং পারা মুই দোল নির্বাণান।
ইয়োত মর পুণ্য ফল যা থুবো অল,
বেক্কুনরে দান দোঙর বেগে গুজি ল।
এই পুণ্যর ফল লোনেই বেগে মরে আশীর্বাদ গর'অ,
পুণ্য হামত্ উজেই পাত্তুং এক্কে ধরমর।
সুগে শান্তিয়ে ভালেদে থাক্কু এই মৈত্রী দোঙর,
মুইয়ো যেনে সুগে থাং এ বরান মাগঙর।

দ্বি বারে আ তিন বারে ও এক্কোই বর মাগির।
সাধু সাধু সাধু

24/11/2025

সকাল সকাল ময়না পাখির ডাক। কার কার ভালো লাগে?

#ভাইরাল

ভোরের শিশির ভেজা গোপন আঙিনায়শিউলি ঝরে — নীরব, নরম, অতল স্নিগ্ধতায়।ফুলের সাদা পাপড়ির মতো তোমার হাসি—চুপ করে এসে ছুঁয়ে যায়...
08/11/2025

ভোরের শিশির ভেজা গোপন আঙিনায়
শিউলি ঝরে — নীরব, নরম, অতল স্নিগ্ধতায়।
ফুলের সাদা পাপড়ির মতো তোমার হাসি—
চুপ করে এসে ছুঁয়ে যায় হৃদয়ের হলদে বাসি।

শিউলি জানে, প্রেম কখনো উচ্চ স্বরে বলে না,
ফুলের গন্ধের মতো ধীরে ধীরে—
মনকে ভিজিয়ে দেয়, অথচ কাঁদায় না।

আমি যখন তোমাকে ভাবি,
হৃদয়ের ভেতরে শিউলি ঝরে—
অদ্ভুত এক মায়ায়,
প্রতিটা পাপড়ি তোমার নাম হয়ে পড়ে।

তুমি যদি হওো ভোরের আলো,
তবে আমি শিউলি—
চুপি চুপি হাত বাড়াই,
তোমার আলোয় নিজেকে সাজাই।

ভালোবাসা কি জানো?
শিউলি ফুলের মতো —
নরম, নির্ঝর, অমলিন…
ফুল ঝরে পড়ে,
তবু গন্ধ রেখে যায় চিরদিন।

Address

Panchari, Khagrachhari Chittagong Dhaka
Khagrachari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhar Mina posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share