Iskcon TV Khagrachhari

Iskcon TV Khagrachhari আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)
?

জন্মাষ্টমী মহোৎসব ২০২৪।ইসকন খাগড়াছড়ি।
26/08/2024

জন্মাষ্টমী মহোৎসব ২০২৪।
ইসকন খাগড়াছড়ি।

সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য🙏
25/08/2024

সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য🙏

সবাই আমন্ত্রিত
09/07/2024

সবাই আমন্ত্রিত

রথযাত্রা ২০২৪,ইসকন খাগড়াছড়ি, পর্ব- ১
08/07/2024

রথযাত্রা ২০২৪,
ইসকন খাগড়াছড়ি,
পর্ব- ১

30/03/2024

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মহোদয়ের পিতামাতার বার্ষিক শ্রাদ্ধক্রিয়া অনুষ্ঠান।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২৯৮ নং সংসদ সদস্য বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা  মহোদয়কে ইসকন খাগ...
07/03/2024

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২৯৮ নং সংসদ সদস্য বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা মহোদয়কে ইসকন খাগড়াছড়ির পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন।

আগামী ১ জানুয়ারি ২০২৪, সোমবার। শ্রী শ্রী রাধা বঙ্কুবিহারী মন্দির এর আয়োজিত পিঠা উৎসবে সকলেই নিমন্ত্রিত।
31/12/2023

আগামী ১ জানুয়ারি ২০২৪, সোমবার।
শ্রী শ্রী রাধা বঙ্কুবিহারী মন্দির এর আয়োজিত
পিঠা উৎসবে সকলেই নিমন্ত্রিত।

হরেকৃষ্ণ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসকন খাগড়াছড়ি পরিচালিত 'গোবিন্দাস রেষ্টুরেন্ট' এর অফিসিয়াল ফেসবুক পেজটি এ...
02/11/2023

হরেকৃষ্ণ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসকন খাগড়াছড়ি পরিচালিত 'গোবিন্দাস রেষ্টুরেন্ট' এর অফিসিয়াল ফেসবুক পেজটি একজন দক্ষ হ্যাকার হ্যাক করেছে এবং সকলের মধ্যে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করছে। দয়া করে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আশা করছি আমরা খুব শীঘ্রই সমস্যাটি নিরসন করতে পারব। কৃপাপূর্বক সকলেই বিষয়টি শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্রিসে দয়ানিধি দাসের সাথে সাক্ষাৎকার .....................................    ২৫ শে ...
27/08/2023

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্রিসে দয়ানিধি দাসের সাথে সাক্ষাৎকার .....................................

২৫ শে আগস্ট, ২০২৩, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসকন গ্রিসের মন্দিরের সভাপতি দয়ানিধি দাসের সাথে দেখা করেছিলেন। প্রায় ১৫ মিনিট স্থায়ী কথোপকথনে, দয়ানিধি দাস গ্রীক ভাষায় "ভগবদ-গীতা যথাযথ" এর একটি অনুলিপি ভাগ করেছেন এবং গ্রীস এবং বিশ্বব্যাপী ইসকনের উদ্যোগ এবং উদ্দেশ্য সম্পর্কে কথা বলেছেন। গ্রীক যুবকদের মধ্যে ভারতীয় সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং সম্প্রদায় পরিষেবা উদ্যোগে তাঁর সক্রিয় অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী মোদী একটি টুইটে দয়ানিধি দাসকে সাধুবাদ জানিয়েছেন। তিনি গ্রীসের যুবকদের মধ্যে ভারতীয় সংস্কৃতিকে জনপ্রিয় করার জন্য অসংখ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি অনেক কমিউনিটি সেবা প্রচেষ্টার অগ্রভাগে রয়েছেন।” এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের পোস্ট করা এক বিবৃতিতে দয়ানিধি দাস বলেছেন, “আমি তার উদারতা, তার দৃষ্টিভঙ্গি দেখে অত্যন্ত মুগ্ধ। আমরা তাকে দীর্ঘদিন ধরে চিনি। সারা বিশ্বে তার সাথে আমাদের অনেক যোগাযোগ ছিল এবং আমরা তাকে খুব ভালবাসি। নেতাদের মধ্যে আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি কারণ তিনি কৃষ্ণের ভক্ত।"

দয়ানিধি দাস, ইসকনের হয়ে গ্রীসে সনাতন বৈষ্ণব ধর্ম প্রচারে রত।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এথেন্স এ গিয়ে হিন্দু ধর্মের এই প্রচারকের সাথে সাক্ষাৎ করেন।

মানিকছড়ি ইসকন মন্দিরের সাধুদের উপর উপজেলা ভাইস চেয়ারম্যান ভূমিদস্যু তাজুল ইসলাম বাবুল কর্তৃক অতর্কিত হামলায় প্রশাসনের বি...
20/08/2023

মানিকছড়ি ইসকন মন্দিরের সাধুদের উপর উপজেলা ভাইস চেয়ারম্যান ভূমিদস্যু তাজুল ইসলাম বাবুল কর্তৃক অতর্কিত হামলায় প্রশাসনের বিচার চাই। রক্ষক কেন ভক্ষক?
মানিকছড়ি ইসকন মন্দিরের পাশে উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম বাবুল এর জায়গা। কয়েক বছর পূর্বেও সে মন্দিরের বেশকিছু জায়গা দখল করে, এবং উক্ত জায়গায় কীভাবে মন্দির করা হবে তা দেখে নেয়ার হুমকি দেয়। কিছুদিন পূর্বে মন্দিরের সীমানার ভিতরেই শৌচাগার নির্মাণের সময় তাজুল ইসলাম তার দলবল নিয়ে বাধা প্রদান করে এবং বিভিন্ন হুমকিমূলক কথা বলে। পরবর্তীতে স্থানীয় ভক্তবৃন্দ মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন এর কাছে অভিযোগ প্রদান করেন। অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যান মহোদয় সিদ্ধান্ত দেয় সীমানা থেকে আড়াই ফুট ভিতরে যেন শৌচাগার নির্মাণ করা হয়। এবং সকলে চেয়ারম্যানের সিদ্ধান্ত মেনে নেয়। এবং আজ ২০ আগষ্ট ২০২৩ ইং রোজ রবিবার মন্দিরের ভক্তরা চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার সময় হঠাৎ ভূমিদস্যু তাজুল ইসলাম তার দলবল নিয়ে সেখানে হাজির হয়। এবং সে ষাটোর্ধ বৃদ্ধ ভক্তকে এবং আরও কয়েকজন ভক্তকে নিজ হাতে লাঠি এবং দা দিয়ে বেধরক মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয় এবং কাজ বন্ধ করে দেয়।
সকলকে অনুরোধ করছি, সকলেই এই পোষ্টটি শেয়ার করুন এবং প্রতিবাদ গড়ে তুলুন।

আজকের নগর সংকীর্তন প্রচার🙏মিলনপুর, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
18/08/2023

আজকের নগর সংকীর্তন প্রচার🙏
মিলনপুর, খাগড়াছড়ি সদর,
খাগড়াছড়ি পার্বত্য জেলা।

Address

Khagrachari
4400

Telephone

+88037162773

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iskcon TV Khagrachhari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Iskcon TV Khagrachhari:

Share