Arpan's Creation

Arpan's Creation Welcome to Arpan's Creation!
(2)

Art & Craft থেকে শুরু করে Satisfying edits, Funny moments, Emotional stories, Motivation —

🎨 Creativity meets emotion
🤖 Powered by AI
🎬 100% unique, crafted with passion

FOLLOW করে পাশে থাকুন! ✅
— ধন্যবাদ 💌

09/09/2025

পৃথিবীর সবচেয়ে জ'ঘন্য'তম অনুভুতি কি..??
Ego in friendship..! ❤️‍🩹
One side love..!🖤
Active but not seen..!
Seen but no reply..!

09/09/2025

জোড় করে কিছুই পেতে চাই না আমি না কারো সময়, না কারো সঙ্গ না মায়া, আর না ভালোবাসা.!🖤

অনেকদিন হয়ে গেছেনিজেকে খুঁজে পাই না।ভালোবাসা দিতে গিয়েনিজের সবটুকু হারিয়ে ফেলেছি।আজ শিখেছি-ভালোবাসা আগে নিজের জন্যই প্রয়...
07/09/2025

অনেকদিন হয়ে গেছে
নিজেকে খুঁজে পাই না।
ভালোবাসা দিতে গিয়ে
নিজের সবটুকু হারিয়ে ফেলেছি।

আজ শিখেছি-
ভালোবাসা আগে নিজের জন্যই প্রয়োজন।
নিজেকে ভালো না বাসলে,
কেউই তোমাকে সত্যিকারে ভালোবাসবে না।


শুভরাত্রি 🥰🥰

📢📣আমি মনে করি এটা সেরা খবর 👌👇👇👇গুরুত্বপূর্ণ খবর এসেছে Facebook Creators দের জন্য, Glen Dave-এর মাধ্যমে।👉 ৩১ আগস্ট, ২০২৫ ...
07/09/2025

📢📣আমি মনে করি এটা সেরা খবর 👌👇👇👇

গুরুত্বপূর্ণ খবর এসেছে Facebook Creators দের জন্য, Glen Dave-এর মাধ্যমে।
👉 ৩১ আগস্ট, ২০২৫ থেকে Facebook তার বর্তমান mon£tization program বন্ধ করে একটি নতুন Content Mon€tization Program চালু করতে যাচ্ছে।

আমার প্রিয় মানুষজন, পরিবর্তনগুলো হচ্ছে—

1. আগের মতো ১০,০০০ ফলোয়ার লাগবে না, এখন থেকে মাত্র ৫,০০০ ফলোয়ার থাকলেই মোনেটাইজ করা যাবে।

2. Fact-checker সিস্টেম থাকবে না: মানে আর কোনো কনটেন্ট ফ্যাক্ট-চেক টুল দিয়ে রিমুভ হবে না। আমি এইটার জন্য অনেক খুশি, কারণ এই ফ্যাক্ট-চেকাররা অযথা কনটেন্ট নামিয়ে দিত। বিশেষ করে নাইজেরিয়ানরা কাজ করত, এখন তারা চাকরিহীন হয়ে যাবে।

3. বেশি স্বাধীনভাবে কথা বলা যাবে: আগের মতো 'keel', 'tif' এর মতো শব্দ ব্যবহার করতে ভয় পেতে হবে না। আগে ভয়ে লিখতাম না, যাতে রেস্ট্রিক্ট না খাই। এখন থেকে অনেকটা স্বাধীনভাবে কথা বলা যাবে।

4. আরও অনেক টপিক নিয়ে আলোচনা করা যাবে: এখন রাজনীতি আর ধর্ম সম্পর্কিত বিষয় নিয়েও কথা বলা যাবে, আর মোনেটাইজেশন হারানোর ভয় থাকবে না।

5. পুরনো রেস্ট্রিকশন তুলে নেওয়া হয়েছে: আগে যেসব কনটেন্টকে “not mon£tizable” বলা হয়েছিল, সেগুলোও এখন থেকে পেমেন্টের জন্য যোগ্য হবে (যদি না ডিলিট করে ফেলো)।

6. সর্বমোট কম রেস্ট্রিকশন:🚨 Facebook এখন ক্রিয়েটরদের জন্য গ্রো করা আর আয় করা সহজ করে দিচ্ছে।🗞️💰💴
👉 তাই ৩১ আগস্ট, ২০২৫ থেকে তোমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে নতুন গাইডলাইন চেক করতে পারবে।

আমি মনে করি এটা আমাদের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কনটেন্ট তৈরি করতে অনেক সহজ করে দেবে 🫶
সকলকে বলছি, এই সুযোগের সঠিক ব্যবহার করো, অপব্যবহার করো না 🙏🙏

07/09/2025

এইরকম ছেলে যেন প্রত্যেক ঘরে ঘরে হয় শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে।


06/09/2025

মুষলধারে বৃষ্টি হচ্ছে 🌧️

04/09/2025

শুধু পেজ বানালে হবে না,
তাকে জীবিত রাখতে হলে
নিয়মিত কাজ চালিয়ে যেতে হবে।

04/09/2025

বুড়িমা ও নাতির গল্প ❤️

03/09/2025

নতুন আর পুরাতন নাই, আপনি এক্টিভ ইউজার হলে অবশ্যই সাপোর্ট পাবেন✌️ let's go 👩‍🦯

01/09/2025

কখনও ভেবো না তুমি পারবে না।
তুমি যতবার হেরে গেছো, ততবারই তুমি আরও শক্তিশালী হয়েছো। 💪

সফলতা একদিনে আসে না, আসে একদিন অবিরাম চেষ্টা থেকে।
আজ যে কষ্ট তুমি সহ্য করছো, কাল সেটাই তোমার জয়ের পথ তৈরি করবে। 🌟

👉 মনে রেখো –
তুমি যত বড় স্বপ্ন দেখবে, তত বড় সংগ্রাম করতে হবে।
কিন্তু বিশ্বাস করো, একদিন সেই স্বপ্নই হবে তোমার সবচেয়ে বড় শক্তি।

🔥 তাই হার মানবে না, থেমে যাবে না।
তুমি পারবে! ✨

এই সেই রাঙামাটির মারমা আদিবাসী তরুণীর ধর্ষক, নরপশু কুলা*ঙ্গারের বাচ্চা মোঃ ফাহিম। একে যে যেখানে পাবেন ধরিয়ে দিন। পুলিশের...
20/04/2025

এই সেই রাঙামাটির মারমা আদিবাসী তরুণীর ধর্ষক, নরপশু কুলা*ঙ্গারের বাচ্চা মোঃ ফাহিম। একে যে যেখানে পাবেন ধরিয়ে দিন। পুলিশের কাছে এখনও সেই পলাতক! এমন ভাবে শেয়ার করুন যাতে পালিয়ে থাকতে না পারে।

এর গ্রাম: বড়ডলু পাড়া
বাপের নাম: আনোয়ার হোসেন
ইউনিয়ন: কলমপতি
উপজেলা: কাউখালি
জেলা: রাঙ্গামাটি
বয়স(২৪-২৫) প্রায়।
পড়াশোনা: রাঙ্গামাটি সরকারি কলেজ।

রাঙামাটির কাউখালী উপজেলা সদরের পোয়াপাড়ায় ২২ বছর বয়সী এক মারমা তরুণীকে ধারাবাহিক ভাবে ধ*র্ষণ করেছে এই ছেলে। এ ঘটনায় কাউখালী থানায় একটি মামলা হয়েছে।

মামলার একমাত্র আসামি মো. ফাহিম (২৫) পরিবারের সহায়তায় পলাতক। ভুক্তভোগী তরুণীর বাড়ি কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নে।

কাউখালী থানা সূত্র জানায়, ভুক্তভোগী গত ১৭ এপ্রিল কাউখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, পোয়াপাড়ায় আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। আনোয়ার হোসেনের ছেলে মো. ফাহিম ভয়ভীতি দেখিয়ে গত ২৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময় ধারাবাহিক ভাবে তাকে ধ*র্ষণ করে।

সর্বশেষ গত ১৭ এপ্রিল রাতে ধ*র্ষণে বাধা দিলে ফাহিম ঐ তরুণীকে মারধর করে। আঘাতপ্রাপ্ত তরুণীকে কাউখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এখন রাঙামাটিতে চিকিৎসাধীন।

#মারমা #রাঙামাটি #ধর্ষক #আদিবাসী #সেটেলার

©️পোস্ট সংগৃহীত

Address

Khagrachari
Khagrachari
4420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arpan's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category