
18/07/2025
বরাবরের মতো দেখা যায়, পাহাড়ে যখন জাতিগত নি*পীড়ন ও নারীদের উপর সেটেলারদের নির্যাত*ন চলে, তখন তথাকথিত সেলিব্রিটিরা নিরব ভূমিকা পালন করেন। অথচ তারা নিজেদের নামে বা আজাইরা অনেক কিছু নিয়ে সোস্যাল মিডিয়ায় পোস্ট করতে পারে।
কেন? কিসের এত ভয়? নিজ জাতির নারীদের উপর অত্যাচার চলছে। আর এইসব নিয়ে তো প্রতিবাদ করতে কখনো ঋতুপর্ণা চাকমা বা মিতুল মারমা কে দেখলাম না। শুধু তারা নই, পাহাড়ের অসংখ্য মানুষ যাদের একটু পরিচিতি আছে, নারীদের উপর নির্যা*তনের সময় চুপচাপ থাকেন। অথচ নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য সবচেয়ে বেশি তাদের এগিয়ে আসা উচিৎ। সবার আগে তাদের প্রতিবাদ করা উচিৎ।
তাদের এই নিরবতা ভাঙবে কখন? যখন নিজের পরিবারের কেউ এমন নির্যা*তনের সম্মুখীন হবে তখন?