The Society Of Indigenous People - TSOIP

The Society Of Indigenous People - TSOIP "আমরা আদিবাসী, আমরা প্রতিবাদী!"

শহীদ জুনান, রুবেল, ধন রঞ্জন ও অনিক চাকমা হত্যাকান্ডের বিচারের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫.০০ ঘটিকায়, ঢাকা ব...
18/09/2025

শহীদ জুনান, রুবেল, ধন রঞ্জন ও অনিক চাকমা হত্যাকান্ডের বিচারের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫.০০ ঘটিকায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন করবে "সম্মিলিত পাহাড়ি ছাত্র-জনতা"। এটি পার্বত্য চট্টগ্রামের সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম।
আপনার সবাই নিজ নিজ অবস্থান থেকে অংশগ্রহণ করুন। প্রতিবাদে সামিল হোন।
ধন্যবাদ।

কক্সবাজারে মুসলিম বাঙালি কর্তৃক তিন তঞ্চঙ্গ্যা পরিবারের সদস্যদের মারধর, লুটপাট, এক নারীর শ্লীলতাহানিকক্সবাজার, ১৬ সেপ্টে...
16/09/2025

কক্সবাজারে মুসলিম বাঙালি কর্তৃক তিন তঞ্চঙ্গ্যা পরিবারের সদস্যদের মারধর, লুটপাট, এক নারীর শ্লীলতাহানি

কক্সবাজার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল অনুমানিক ৯:০০ ঘটিকায় কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ৫নং পালংখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অর্ন্তগত তেলখোলা (তৈয়নতুলী পাড়া) গ্রামে মুসলিম বাঙালি ইয়াছিন আলী (৪৮), পিতা-মৃত নজির হোসেন এর নেতৃত্বে ২৫/২৬ জনের অধিক একটি দল একই এলাকার তঞ্চঙ্গ্যা তিন পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা, লুটপাট ও পরিবারের এক নারীকে বিবস্ত্র অবস্থায় শ্লীলতাহানি করে বলে জানা যায়।

ভুক্তভোগীরা হলেন, ১) সূর্য কুমার তঞ্চঙ্গ্যা (৫০) পিতা-মৃত হাতদোবা তঞ্চঙ্গ্যা, স্থায়ী ঠিকানা: ডাইনে কাইন্দা পাড়া, ৪নং ওয়ার্ড, ৬নং বালুখালী ইউপি, থানা- রাঙ্গামাটি সদর, জেলা-রাঙ্গামাটি,
বর্তমান ঠিকানা: তেলখোলা (তৈয়নতুলী পাড়া), ৬নং ওয়ার্ড, ৫নং পালংখালী ইউনিয়ন, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার;
২) রিপন তঞ্চঙ্গ্যা (২৫) , পিতা-রজু কুমার তঞ্চঙ্গ্যা, ৩) শান্তি রঞ্জন তঞ্চঙ্গ্যা (৩৪) পিতা-ধপ্পুরী তঞ্চঙ্গ্যা। অপরদিকে শ্লীলতাহানির শিকার নারীও (২২) একই গ্রামের তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের গৃহবধূ।

জানা যায়, ঘটনার ৩/৪ দিন পূর্বে ইয়াছিন আলীর পালিত একটি মহিষ তেলখোলা পাহাড়ি এলাকায় ঘাস খাওয়ার উদ্দেশ্যে ছেড়ে দিলে কে বা কারা তার মহিষটিকে কুপিয়ে আঘাত করে। এতে মহিষটি তঞ্চঙ্গ্যা ও চাকমা সম্প্রদায়ের লোকজন আঘাত করে বলে সন্দেহ করে এবং ইয়াছিন আলী দীর্ঘদিন ধরে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের লোকজনদের বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে।

এক পর্যায়ে গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল অনুমানিক ৯:০০ ঘটিকায় ইয়াছিন আলীর নেতৃত্বে ২৫/২৬ জন মুসলিম বাঙালি পূর্ব পরিকল্পিতভাবে ধারালো দা, কিরিচ, লোহার শাবল, লাঠি, লোহার রড, অবৈধ বন্দুক ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সূর্য কুমার তঞ্চঙ্গ্যা, রিপন তঞ্চঙ্গ্যা এবং শান্তি রঞ্জন তঞ্চঙ্গ্যার বাড়িতে হামলা করে।

এই সময় সূর্য কুমার তঞ্চঙ্গ্যা, রিপন তঞ্চঙ্গ্যা এবং শান্তি রঞ্জন তঞ্চঙ্গ্যা বাধা প্রদান করলে তাদের বুকে, পিঠে, মাথায়, কোমরে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত দিয়ে জখম করে। লোহার শাবলের আঘাতে রিপন তঞ্চঙ্গ্যার বাম চোখের নিচের হাড় ভেঙ্গে যায়। এইসময় ভুক্তভোগীরা চিৎকার শুনলে আশেপাশের লোকজন তাদের বাচাঁনোর উদ্দেশ্যে ঘটনাস্থলে আসলে তাদেরকেও মুসলিম বাঙালিরা খুন করার হুমকি দেয়।

এমতাবস্থায় সূর্য কুমার তঞ্চঙ্গ্যার মেয়ে (২২) বাধা প্রদান করতে গেলে তাকেও চুল ধরে টানাহেঁচড়া করে এবং পরনে থাকা কাপড় চোপড় ছিড়ে এক প্রকার বিবস্ত্র অবস্থায় শ্রীলতাহানি করে।

এক পর্যায়ে মুসলিম বাঙালিরা সূর্য কুমার তঞ্চঙ্গ্যা, রিপন তঞ্চঙ্গ্যা এবং শান্তি রঞ্জন তঞ্চঙ্গ্যাকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করতে করতে অপহরণ করে ঘটনাস্থল হতে অনুমানিক ৬/৭ কিলোমিটার দূরে ইয়াছিন আলীর বসত বাড়িতে নিয়ে যায় এবং আটক অবস্থায় সেখানেও শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে।

পরে তাদের অপহরণের খবর স্থানীয়ভাবে জানাজানি হলে উখিয়া থানা হতে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে কৌশলে হামলাকারী মুসলিম বাঙালিরা পাহাড়ি এলাকার দিকে পালিয়ে যায় এবং একইদিন দুপুর অনুমানিক ২:০০ ঘটিকায় পুলিশের সহায়তায় ভুক্তভোগীদের জখম অবস্থায় উদ্ধার করা হয়।

পরে স্থানীয়রা তাদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।

এই সময় হামলাকারীরা সূর্য কুমার তঞ্চঙ্গ্যার কলা বাগান হতে ১২০ টি কলা গাছ কেটে ফেলে, সবজি ও ধানক্ষেত নষ্ট করে ৬০,০০০/- টাকার পরিমাণ ফসল ক্ষতি সাধন করে এবং ২টি ধুসর রংয়ের গাভী (যেগুলির মুল্য ১,৪০,০০০/- টাকা), ১টি পাঠা ছাগল (মুল্য ১২,০০০/- টাকা), ৩টি ছাগী (মূল্য ৩০,০০০/- টাকা) এবং তার মেয়ে সুন্দরী তঞ্চঙ্গ্যা (২০) এর ব্যবহারের ৮ আনা ওজনের ১ জোড়া স্বর্ণের কানের দুল, নগদ ১০,০০০/- (দশ হাজার) টাকা, এবং রিপন তঞ্চঙ্গ্যার বসত বাড়িতে থাকা ১টি ৩০ এম্পিয়ার সৌর বিদ্যুতের ব্যাটারি, ঘরে রক্ষিত থাকা নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) নিয়ে যায়। এছাড়া রিপন তঞ্চঙ্গ্যার ঘরে থাকা মালামাল ও বৌদ্ধ আসন ভাংচুর, সবজি ও ধানক্ষেত নষ্ট করে, যার বাজার মূল্য ৮০,০০০/- টাকা।

এই ঘটনায় উখিয়া থানায় সূর্য কুমার তঞ্চঙ্গ্যা বাদী হয়ে ১। ইয়াছিন আলী (৪৮), পিতা- মৃত নজির হোসেন, মাতা- মলকা বানু, ২। মোহাম্মদ বাবুল (২৩), পিতা- ইয়াছিন আলী, ৩। নবাব মিয়া (২৬), পিতা- পিয়ার আলী, ৪। শুকুর আলী (২৬), পিতা-মোহাম্মদ হোসেন প্রকাশ মুনিয়া, ৫। রুবেল মিয়া (২১), পিতা- মৃত ইন্না আমিন, সর্ব সাং- তেলখোলা, ৬নং ওয়ার্ড, ৬। ইউছুপ আলী (২৮), পিতা- জমির আহমদ, সাং- তেলখোলা লাল পাইন্যা, ৬নং ওয়ার্ড, ৭। মোহাম্মদ আব্দু শুক্কুর (৩৩), পিতা- ছৈয়দ আলম, শ্বশুর- ইয়াছিন আলী, ৮। রুহুল আমিন (২৮), পিতা- মৃত ইন্না আমিন, ৯। জাহাঙ্গীর আলম (২০), পিতা- মৃত সিরাজুল হক, ১০। হেলাল উদ্দিন (২৪), পিতা- মৃত ফরিদ আহমদ, ১১। আনর আলী (৪৩), পিতা- মৃত নজির হোসেন, মাতা- মলকা বানু. ১২। মোহাম্মদ রিদোয়ান (২০), পিতা-আনর আলী, সর্ব সাং- তেলখোলা, ৬নং ওয়ার্ড ও অজ্ঞাত নামা ২৫/২৬ জনকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য এর আগেও গত ৫-৬ মাস আগে মো: হাবিউল্লা নামক ব্যক্তির মহিষকে জবাই করে নিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গাকে হাতেনাতে আটক করে সেই এলাকার তঞ্চঙ্গ্যা ও চাকমারা। পরে আটকের পর তারা মহিষের মালিক হাবিউল্লাকে খবর দিয়ে ঐ রোহিঙ্গাকে ধরিয়ে দেয়। উক্ত ঘটনার সালিসি বিচার হয় ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোহাম্মদ গোফর উদ্দিন চৌধুরীর নেতৃত্বে।

জানা যায়, উক্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে এই সব সহিংস ঘটনার মদদদাতা হিসেবে এলাকার ৬নং তেলখোলা ও মোছার খোলা ওয়ার্ড মেম্বার মোহাম্মদ কামাল (৩৮) পীং-বলিমোল্লাকে (বলি) দায়ী করা হয়।

বরাবরের মতো দেখা যায়, পাহাড়ে যখন জাতিগত নি*পীড়ন ও নারীদের উপর সেটেলারদের নির্যাত*ন চলে, তখন তথাকথিত সেলিব্রিটিরা নিরব ভূ...
18/07/2025

বরাবরের মতো দেখা যায়, পাহাড়ে যখন জাতিগত নি*পীড়ন ও নারীদের উপর সেটেলারদের নির্যাত*ন চলে, তখন তথাকথিত সেলিব্রিটিরা নিরব ভূমিকা পালন করেন। অথচ তারা নিজেদের নামে বা আজাইরা অনেক কিছু নিয়ে সোস্যাল মিডিয়ায় পোস্ট করতে পারে।

কেন? কিসের এত ভয়? নিজ জাতির নারীদের উপর অত্যাচার চলছে। আর এইসব নিয়ে তো প্রতিবাদ করতে কখনো ঋতুপর্ণা চাকমা বা মিতুল মারমা কে দেখলাম না। শুধু তারা নই, পাহাড়ের অসংখ্য মানুষ যাদের একটু পরিচিতি আছে, নারীদের উপর নির্যা*তনের সময় চুপচাপ থাকেন। অথচ নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য সবচেয়ে বেশি তাদের এগিয়ে আসা উচিৎ। সবার আগে তাদের প্রতিবাদ করা উচিৎ।

তাদের এই নিরবতা ভাঙবে কখন? যখন নিজের পরিবারের কেউ এমন নির্যা*তনের সম্মুখীন হবে তখন?

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নে ৬ জন সেটেলার বাঙালি কর্তৃক অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে গণধর্ষণের প্রতিবাদে এবং...
17/07/2025

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নে ৬ জন সেটেলার বাঙালি কর্তৃক অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে গণধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

১৭ জুলাই ২০২৫ ইং

টাকার জন্য ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা করা পারছেন না জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা!
06/07/2025

টাকার জন্য ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা করা পারছেন না জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা!

🚨 ট্রায়ালে অসাধারণ ভাবে নজর কেড়েছেন বিতোসোক চাকমা!
30/06/2025

🚨 ট্রায়ালে অসাধারণ ভাবে নজর কেড়েছেন বিতোসোক চাকমা!

🚨 বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের জন্য ট্রায়াল আছেন কাভান সুলিভান লাইট নাম পাওয়া তরুণ ফুটবলার বীতশোক চাকমা 🇺🇸🇧🇩
29/06/2025

🚨 বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের জন্য ট্রায়াল আছেন কাভান সুলিভান লাইট নাম পাওয়া তরুণ ফুটবলার বীতশোক চাকমা 🇺🇸🇧🇩

প্রফেশনাল ফুটবলার মিতুল মারমা ও জেসমিন চাকমা অনেক আগেই পারিবারিকভাবে যুগলবন্দী হয়েছেন। ক্যারিয়ার নিয়ে শত ব্যস্ততার মাঝেও...
25/06/2025

প্রফেশনাল ফুটবলার মিতুল মারমা ও জেসমিন চাকমা অনেক আগেই পারিবারিকভাবে যুগলবন্দী হয়েছেন। ক্যারিয়ার নিয়ে শত ব্যস্ততার মাঝেও মিতুল তার জীবনসঙ্গীর জন্য আলাদা সময় বরাদ্দ রাখতে কখনো ভুলে যাান না। যখন দেশ অথবা দেশের বাইরে বাংলাদেশের কোন ম্যাচ থাকে, মিতুলের জন্য সবচেয়ে বেশি যে মানুষটি সবসময় প্রার্থনায় রথ থাকেন, তিনি হচ্ছেন তার একমাত্র প্রিয়তমা জেসমিন🥰

সারাজীবন এইভাবেই বেঁচে থাকুক তাদের ভালোবাসা🫶🏼❤️❤️
দুজনকে অভিনন্দন💚

এবছর পাহাড়ের বেশ কিছু শিক্ষার্থী চান্স পেয়েছে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে।প্রমংউ মারমা জামালপুর মেডিকে...
20/06/2025

এবছর পাহাড়ের বেশ কিছু শিক্ষার্থী চান্স পেয়েছে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে।

প্রমংউ মারমা জামালপুর মেডিকেল কলেজে, মীন বিকাশ ত্রিপুরা, উত্তম ত্রিপুরা, সুষময় তঞ্চংগ্যা রাঙ্গামাটি মেডিকেল কলেজে, চুয়েটে চান্স পেয়েছে কুষাই ম্রো, উথোয়াইঞ চাক, মাংরুম ম্রো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জেবেদায় বম, ক্যাজসিং মার্মা, অমরকান্তি চাকমা, অমরজ্যোতি চাকমা, মতন ত্রিপুরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেনওয়াই ম্রো, মেনক ম্রো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মংএচিং মার্মা, অরবিল চাকমা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দীপন ম্রো, মাংপং ম্রো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দেববর চাকমা ইত্যাদি আরো অনেকজন।

এরাই পাহাড়কে এগিয়ে নিয়ে যাবে।শিক্ষা দিয়ে সব অন্যায়ের জবাব দিতে হবে। শিক্ষায় একমাত্র শক্তি।
সবাইকে অভিনন্দন❤️❤️❤️

তিন মাসের মধ্যে ১০লাখ টাকাই বাচাতে পারে টিটু চাকমার জীবন,কারন তার দুটি কিডনি ড্যামেজ, সন্তানের এমনই অসুস্থতা থাকিয়ে থাকত...
15/06/2025

তিন মাসের মধ্যে ১০লাখ টাকাই বাচাতে পারে টিটু চাকমার জীবন,কারন তার দুটি কিডনি ড্যামেজ, সন্তানের এমনই অসুস্থতা থাকিয়ে থাকতে পারেনি তার বাবার মন তাই নিজের থেকে একটি কিডনি ডোনেট করার জন্য প্রস্তুতি নিয়েছেন তিনি,সমস্যা এখন শুধুই টাকার, কারন দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাওয়া একজন রোগীর আর কত টাকা বা থাকতে পারে, তাই সকলেই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
বিদ্র :শুধু মাত্র ৫০০০০হাজার মানুষের নজরে আনতে পোস্ট টি বেশি করে শেয়ার করুন কারন তারাই ২০ টাকা করে দিলেই ১০ লক্ষ টাকা নিশ্চিত এবং টিটু চাকমার চিকিৎসা তহবিল কিছুটা হলেও পরিপূর্ণ পাবে,মানবতার জয়হোক মানুষ মানুষের জন্য!

"আমার জন্মের ঠিক পরের মূহুর্ত থেকেই অনবরত প্রমাণ দিতে হচ্ছে আমি ঠিক কতটা বাংলাদেশি। এমনকি দেশ থেকে হাজার মাইল দূরে থাকা ...
15/06/2025

"আমার জন্মের ঠিক পরের মূহুর্ত থেকেই অনবরত প্রমাণ দিতে হচ্ছে আমি ঠিক কতটা বাংলাদেশি। এমনকি দেশ থেকে হাজার মাইল দূরে থাকা সত্ত্বেও প্রতিদিন কমপক্ষে কয়েকশ জন জিজ্ঞেস করে আমার বাড়ি কই? আমার ধর্ম কি? আমি এভাবে কেন কথা বলি? আমি বাংলাদেশি কি না?

আসল কথা হলো আমার আসলেই কোন বাড়ি নেই। বাবার সরকারি চাকরী সূত্রে বড় হতে হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। কয়েক বছর পর পর স্কুল পাল্টাতে হয়েছে। নতুন স্কুলে কিংবা নতুন পাড়ায় অমুসলিম-অবাঙ্গালি নাক বোচা চাইনিজ বুলিইং শেষ হয়ে কেউ আমার বন্ধু হয়ে উঠার আগেই আবার বাবার নতুন পোস্টিং। নতুন স্কুল, নতুন জেলা, নতুন মানুষ, নতুন অত্যাচার, নতুন ধরণের উৎপাত। আবার পাহাড়ে যেহেতু বেড়ে উঠি নি, পাহাড়িদের আচার-সংস্কৃতি-ভাষা ভালোভাবে না জানার কারণে বড় হয়ে বিশ্ববিদ্যালয় (জাবি) জীবনে পাহাড়িরাও আমাকে নিয়ে উপহাস করেছে। প্রকাশ্যে এবং গোপনে। বাবা ত্রিপুরা আর মা চাকমা গোত্রের হওয়ার কারণে সেই উপহাস দুই গোত্রের মানুষের কাছ থেকেই পেয়েছে অনন্য এক মাত্রা। পুরোটা জীবন চলে গেলো বুঝতে বুঝতে যে আমি আসলে কাদের দলে, কাদের গোত্রে? এক পর্যায়ে দেশই ত্যাগ করলাম।

দেশ ছেড়ে আসার পর গত আড়াই বছরে প্রতিটা দিন বুঝতে পারলাম যে আমি বাংলাদেশের আর ঐ দেশটুকু শুধু আমার।
গত আড়াই বছরে প্রায় প্রতিটি রাতে আমার দেশের জন্য আমার চোখের পানি আমি ছাড়া আর কেউ নাই দেখার। অমুসলিম, অবাঙ্গালি, চাইনিজ যে যাই বলুক না কেন বাংলাদেশ আমার, আমার বাপের, আমার মায়ের, আমার ভাইয়ের।"

✍🏻 অধরা ত্রিপুরা

"আজ এ সিএনজিতে করে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইট থেকে এসেছিলাম নতুন পাড়ায়। ভাড়া ছিল ২০ টাকা। তিনি রাখলেন ৪০ টাকা। এমন না যে ...
11/06/2025

"আজ এ সিএনজিতে করে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইট থেকে এসেছিলাম নতুন পাড়ায়। ভাড়া ছিল ২০ টাকা। তিনি রাখলেন ৪০ টাকা। এমন না যে ঈদের কারণে ভাড়া বেশি। কারো থেকে বেশি নিতে দেখি নি আমি। নামার সময় যখন ওনাকে ১০০ টাকা দিলাম ওনি ২০ টাকা বেশি রেখে দিলেন। আমি বারবার বললাম ভাড়া ২০ টাকা। আমি নিয়মিত যাতায়াত করি এখানে। ওনি আমার সাথে তর্ক শুরু করে দিলেন। বললেন, আমিই নাকি নতুন। তিনি অনেকদিন ধরে গাড়ি চালান। ওনাকে কয়েকবার বললাম, আপনি এত বেশি টাকা ভাড়া নিতে পারেন না! তিনি রীতিমত দুর্ব্যবহার করা শুরু করলেন। উপজাতিরা সবকিছুতে ঝামেলা করে, সবকিছুতে বেশি বুঝে এরকম হাবিজাবি অনেককিছু! নিজেকে খুব তুচ্ছ লাগলো! আশেপাশের কেউ এগিয়ে আসলো না। একজন বুড়ো লোক এসে উল্টো বললেন, বাদ দেন না! ১০-২০ টাকাই তো! আমি অবাক না হয়ে পারলাম না। আমি এমনও দেখেছি, চালকরা ১-২ টাকার জন্য ঝগড়া শুরু করে দেয়। সেখানে আমার থেকে ভাড়া বেশি নিয়ে উল্টো এমন দুর্ব্যবহার শুরু করে দিলো যেন আমি আমার ন্যায্য ভাড়াটা দিতে চেয়ে মহা ভুল করেছি! কিছুক্ষণ কথা বলার পর আর কিছু বলার রুচি আসে নি। হয়তো তারা জানে যে পাহাড়িরা এত তর্ক করতে পারে না। তাই তাদের থেকে টাকা মেরে খাওয়া যাবে। শুধু আমি না, ৯০% পাহাড়িরা এসব পরিস্থিতি এড়িয়ে যায়। তর্কে জড়াতে চায় না। অযথা লোক জড়ো করতে চায় না। তাই চালকরা বেশি পেয়ে বসে। আমারও নিজের রুচিতে বাঁধছিল বলে কোনো চিৎকার চেঁচামেচি করি নি।

বাস্তবতা হলো আমাদের ছায়া নেই, অভিভাবকও নেই। শুধু আছে হজম করার অসহ্য ক্ষমতা! নাহলে কবেই তুচ্ছ-তাচ্ছিল্যে অপমানিত হয়ে নিজেদের শেষ করে দিতাম! 🙂"

✍🏻Dachangnu Chowdhury

Address

Shat Vaiya Para
Khagrachari
4400

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Society Of Indigenous People - TSOIP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share