The Daily Khagrachhari

  • Home
  • The Daily Khagrachhari

The Daily Khagrachhari Your Right To Know.

03/04/2025

এটা অ্যামাজন জঙ্গলের কোন আগুন নয়, এটা পার্বত্য চট্টগ্রামে জুম চাষের জন্য পাহাড়ে দেওয়া আগুন।

©আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়ি কর আইনজীবী সমিতির আত্মপ্রকাশখাগড়াছড়িতে কর আইনজীবী সমিতির আত্ম প্রকাশ করেছে। ঢাকা ও চট্টগ্রাম করআইনজীবী সমিতির...
16/02/2025

খাগড়াছড়ি কর আইনজীবী সমিতির আত্মপ্রকাশ

খাগড়াছড়িতে কর আইনজীবী সমিতির আত্ম প্রকাশ করেছে। ঢাকা ও চট্টগ্রাম কর
আইনজীবী সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত এবং খাগড়াছড়িতে কর্মরত আয়কর
আইনজীবীদের আজ শহরের একটি বেসরকারি রেস্টুরেন্টে এই কমিটি গঠিত হয়।

সভায় উপস্থিত সকল আয়কর আইনজীবীদের মতামতের ভিত্তিতে অ্যাডভোকেট জসিম
উদ্দিন মজুমদার কে সভাপতি ও মোফাজ্জল হোসাইন কে সাধারণ সম্পাদক করে ৯
সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি কর আইনজীবী সমিতি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ- সভাপতি আ্যড.মোহাম্মদ আরিফ উদ্দিন,
যুগ্ম সম্পাদক অ্যাড. মো শাহজাহান,
সাংস্কৃতিক ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক অ্যাড. মো: আব্দুল্লাহ আল আল
মামুন, লাইব্রেরি ম্যাগাজিন ও আইটি সম্পাদক সম্পাদক অ্যাড. মো: সোলাইমান
চৌধুরী৷ এবং কার্য নির্বাহী সদস্য অ্যাড মো আফসার হোসেন রনি ও অ্যাড
কাওসার আলী।

এবার প্রেমের টানে মাটিরাঙ্গার তবলছড়িতে লালমনিরহাটের বাঙ্গালী মেয়ে চলে এলো আকাশ ত্রিপুরার ঘরে। ভালোবাসা এমনি হয়, শুভকামনা...
30/01/2025

এবার প্রেমের টানে মাটিরাঙ্গার তবলছড়িতে লালমনিরহাটের বাঙ্গালী মেয়ে চলে এলো আকাশ ত্রিপুরার ঘরে। ভালোবাসা এমনি হয়, শুভকামনা তোমাদের প্রতি।

সুসংবাদ সুখবর: এক ভাগ্যবতী মায়ের তিন রাজকন্যা আজ সকালে খাগড়াছড়িতে ডা: আশুতোষ চাকমা'র তত্ত্বাবধায়নে নরমাল ডেলিভারি সফ...
02/01/2025

সুসংবাদ সুখবর: এক ভাগ্যবতী মায়ের তিন রাজকন্যা
আজ সকালে খাগড়াছড়িতে ডা: আশুতোষ চাকমা'র তত্ত্বাবধায়নে নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে। সবার সুস্থতা কামনা করি।

আর এই ফুটফুটে বাচ্চা আর মায়ের সুস্থতার জন্য সবাই আশীর্বাদ করবেন।

ব্রেকিং নিউজ: রাঙামাটির লংগদু উপজেলার কাট্রোলী নামক এলাকায় ইউপিডিএফ (প্রসীত) ও সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধে এক ই...
02/01/2025

ব্রেকিং নিউজ: রাঙামাটির লংগদু উপজেলার কাট্রোলী নামক এলাকায় ইউপিডিএফ (প্রসীত) ও সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধে এক ইউপিডিএফ সদস্য নিহত। উদ্ধার করা হয়েছে সামরিক পোশাক, মোবাইল ফোন, অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম।

খাগড়াছড়ি সদর থানার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী, খাগড়াছড়ি জেলার সাংবাদিক নির্যাতনকারী, গত ০৪ আগষ্ট ছাত্র-জনতার উপ...
30/12/2024

খাগড়াছড়ি সদর থানার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী, খাগড়াছড়ি জেলার সাংবাদিক নির্যাতনকারী, গত ০৪ আগষ্ট ছাত্র-জনতার উপর হামলাকারী ও খু'নী এই আওয়ামী লীগের সন্ত্রাসী দেলোয়ার হোসেন (৩০), পিতা: দিদারুল আলম, ঠিকানা: মুসলিম পাড়া, ০৩ নং খাগড়াছড়ি সদর পৌরসভা। এনআইডি: 5533817473. কে বাংলাদেশের যেকোন প্রান্তে দেখলে সেনাবাহিনী, র‍্যাব,পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে ধরিয়ে দিতে সহযোগিতা করুন।

প্রেমের টানে পাকিস্তানি যুবক খাগড়াছড়িতেফেসবুকে পরিচয়ের পর প্রেম। আর সেই টানে পা‌কিস্তান থেকে বাংলা‌দে‌শের পার্বত‌্য জন...
23/12/2024

প্রেমের টানে পাকিস্তানি যুবক খাগড়াছড়িতে

ফেসবুকে পরিচয়ের পর প্রেম। আর সেই টানে পা‌কিস্তান থেকে বাংলা‌দে‌শের পার্বত‌্য জনপদ খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় এসেছেন আলীম উ‌দ্দিন না‌মে (২৮) এক তরুণ। তি‌নি পা‌কিস্তা‌নের লা‌হোর শহ‌রের মৃত জে‌মীল উ‌দ্দিনের ছে‌লে।

আলীম উ‌দ্দিন জানান, গত ৮ মাস আ‌গে বৃ‌ষ্টির সা‌থে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবু‌কে তার প‌রিচয়।‌ বৃ‌ষ্টির পু‌রো নাম তাহ‌মিনা আক্তার বৃ‌ষ্টি (২১)। সে খাগড়াছ‌ড়ি ক‌লে‌জের ব‌্যবসায় শাখার ৩য় ব‌র্ষের শিক্ষার্থী। মা‌টিরাঙ্গা উপ‌জেলার বেলছ‌ড়ি ইউ‌নিয়‌নের ১নং ওয়ার্ড উত্তরপাড়ার আবুল হো‌সে‌নে মে‌য়ে।

প্রেমিকার সা‌থে দেখা কর‌তে গত ১১‌ ডি‌সেম্বর পা‌কিস্তান হ‌তে চট্টগ্রা‌মে আ‌সেন আলীম। সেখা‌নে বেস্ট ও‌য়েস্টার্ণ চট্টগ্রাম হোটে‌লে প্রায় ৮‌ দিন অবস্থান ক‌রে ১৯ ডি‌সেম্বর খাগড়াছ‌ড়ি‌তে গি‌য়ে কোর্ট ম‌্যা‌রেজ ক‌রে আবার চট্টগ্রাম হো‌টেলে চলে যান। প‌রে ২২‌ ডি‌সেম্বর বেলছ‌ড়ি‌ বৃ‌ষ্টির পিত্রাল‌য়ে এলাকার গণ্যমান‌্যদের উপ‌স্থি‌তি‌তে পুনরায় বিয়ে পড়া‌নো হ‌য়ে‌ছে ব‌লে জানান মেয়ের বাবা আবুল হো‌সেন।

এ‌দি‌কে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

বর্তমা‌নে ছে‌লে মে‌য়ের বা‌ড়ি‌তে আ‌ছেন এবং মে‌য়ের পার্সপোর্ট-ভিসার কাজ সম্পূণ হলে তা‌কে নি‌য়ে দে‌শে ফির‌বেন ব‌লে জানান প্রেমিক আলীম।

মে‌য়ের সা‌থে কথা বলতে মে‌য়ে বাবা অস্বীকৃ‌তি জানা‌লে মে‌য়ের বক্তব‌্য নেয়া সম্ভব হয়‌নি।

স্থানীয় আ‌নোয়ার হো‌সেন জানান, বি‌শেষ সূ‌ত্রে জানতে পে‌রে‌ছেন ২২‌ ডি‌সেম্বর পা‌কিস্তানি এক ছে‌লে সা‌থে আবুল হো‌সেনের মে‌য়ের বি‌য়ে হ‌য়ে‌ছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপ‌স্থিত থাক‌লে সে সময় উপ‌স্থিত ছি‌লেন না তি‌নি।

‌ছেলে পা‌কিস্তা‌নি হ‌লেও স‌ন্তোষ প্রকাশ ক‌রে মে‌য়ের পিতা আবুল হো‌সেন বলেন, প্রথ‌মে আমরা সম্পর্ক মেনে নি‌তে চাই‌নি। যে‌হেতু তারা উভয় প্রাপ্ত বয়ষ্ক এবং বি‌য়ে হ‌য়ে গে‌ছে তাই মে‌নে নি‌য়ে‌ছি। কোন অনুষ্ঠান না হওয়ায় বি‌য়ের কোন কাগজপত্র ও ছ‌বি নেই বলে জানান তি‌নি।

বিষয়‌টি অবগত আ‌ছেন জা‌নি‌য়ে মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ মো. তৌ‌ফিকুল ইসলাম বিষয়‌টি খ‌তি‌য়ে দেখছেন। রাষ্ট্রীয় বি‌ধি মোতা‌বেক পরবর্তী ব‌্যাবস্থা গ্রহণ করা হ‌বে ব‌লে জানান তি‌নি।

নিখোঁজ সৃজনী চাকমাকে  সুস্থ অবস্থায় রাঙ্গামাটি তার বান্ধবির বাসায় পাওয়া  গিয়েছে।
29/11/2024

নিখোঁজ সৃজনী চাকমাকে সুস্থ অবস্থায় রাঙ্গামাটি তার বান্ধবির বাসায় পাওয়া গিয়েছে।

খাগড়াছড়ি প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে প্রবীন সাংবাদিক দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি ও অন্তবর্তীকালীন কমিটির সভাপতি...
22/11/2024

খাগড়াছড়ি প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে প্রবীন সাংবাদিক দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি ও অন্তবর্তীকালীন কমিটির সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য সভাপতি, সিনিয়র সাংবাদিক ও অন্তবর্তীকালীন কমিটির সহ-সভাপতি এইচ এম প্রফুল্ল সাধারণ সম্পাদক, খবরের কাগজ পত্রিকার সাংবাদিক ও অন্তবর্তীকালীন কমিটির সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও অন্তবর্তীকালীন কমিটির অর্থ-সম্পাদক রিপন সরকার ২য় বার নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

অভিনন্দন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর নবনির্বাচিত সকলকে।
07/11/2024

অভিনন্দন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর নবনির্বাচিত সকলকে।

04/11/2024
 #নিখোঁজ পলাশ চন্দ্র দাস! বাসা- কল্যাণপুর সুইসগেট! দীঘিনালা যাবে বলে বাসা থেকে বের হয়ে আজ (১০ অক্টোবর ২০২৪) সকাল ১০:২০ ...
11/10/2024

#নিখোঁজ
পলাশ চন্দ্র দাস! বাসা- কল্যাণপুর সুইসগেট! দীঘিনালা যাবে বলে বাসা থেকে বের হয়ে আজ (১০ অক্টোবর ২০২৪) সকাল ১০:২০ থেকে ফোন বন্ধ, এখনো কোনো খোঁজ পাওয়া যায় নাই!

রবি অফিস এ তিনি চাকরি করেন, সেখানেও সকাল ১০:০০ টার পর আর পৌঁছান নাই! তার সন্ধানে পরিবার চরম দুশ্চিন্তায় সময় অতিবাহিত করছে! যদি কোনো সহৃদয়বান ব্যাক্তি তাকে দেখে থাকেন, নিন্মোক্ত নাম্বার এ জানানোর বিনীত অনুরোধ করছি!

পরিবার
০১৮৪৯৮৯৯৯৯৪
অফিস কলিগ
০১৮৪৯৮৮৮৮৯৮
০১৮৪৯১২৪৫৮৭

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Khagrachhari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Daily Khagrachhari:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share