আলোকিত জীবন ইসলাম

আলোকিত জীবন ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
Allah is watching me

19/03/2025

আল্লাহ তুমি কবুল করো

18/02/2025

ভোটার maximum হচ্ছে না ছাত্ররা। যা দেখানোর নির্বাচনে দেখবো। রক্তের বদলা টা নির্বাচনের বেলটেও নেওয়া যায়। এখন জাতির সময় এসেছে সচেতন হওয়ার।

18/02/2025

অপারেশন ডেভিল হ্যান্টেড পরিচালনা করেছেন?

07/02/2025

ঠান্ডা মাথায় কিভাবে বোঝাতে হয় এই ভাইয়ের থেকে শিখে নেওয়া দরকার। হিন্দু মহিলাটাকে জায়গাতে জবাব ল করে দিলো

আমরা সবাই ভাই ভাই

এই জাতিকে কেমনে দমাবেন!!যে জাতি প্রয়োজনে স্পিড বোট, নৌকা মাথায় করে নিয়ে বানবাসিদের সাহায্য করতে পারে সেই জাতিকে কিভাবে চ...
24/08/2024

এই জাতিকে কেমনে দমাবেন!!
যে জাতি প্রয়োজনে স্পিড বোট, নৌকা মাথায় করে নিয়ে বানবাসিদের সাহায্য করতে পারে সেই জাতিকে কিভাবে চিন্তা করেন দাবিয়ে রাখবেন,,,!!
আজকে সারা দেশে না হলেও ১০০ কোটি টাকা কালেকশন হয়েছে,,,,

পানি ছাড়ছেন বন্যা হইসে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।

স্পিড বোট লাগবে? কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে

ইঞ্জিনের জন্য তেল লাগবে? ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে।

ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিসে বাস।

নৌকা নিয়ে যাওয়া সম্ভব না? প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির।

মোবাইলে নেট/মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি নেট/মিনিট সেবা চালু করে দিছে।

মোবাইলে চার্জ নাই??টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।

২২.০৮.২০২৪~
• আজকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে।
• টিএসসিতে একদিনে উঠেছে ১৪ লাখ+
• আস-সুন্নাহ দিচ্ছে ১০ কোটিরও বেশি।
• হিন্দুরা টাকা দিচ্ছে আস-সুন্নাহতে।
• কিছু বাস রেসকিউ টিমের জন্য ভাড়া ফ্রি করে দিচ্ছে।
• কিছু সিম বন্যাগ্রস্ত এলাকাগুলোতে নেট-মিনিট ফ্রি করে দিচ্ছে।
• রিকশাওয়ালা তার সারাদিনের আয় দান করে দিচ্ছে।
• কর্তৃপক্ষ টাওয়ারে মোবাইল চার্জের ব্যবস্থা করে দিচ্ছে।
• কিছু এজেন্সি থেকে হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে দূর্গতদের সাহায্যের জন্য।
• মা-বোনেরা এসে গলার চেইন খুলে বলছে এটা ছাড়া দেয়ার মতো কিছু নেই।

দেশের মানুষকে এতটা একতাবদ্ধ কখনো দেখেছেন?

এ জাতিকে দমানো সোজা না।

ফেনী নোয়াখালী অভিমুখে সব নৌযান।

এটাই বাংলাদেশ। 🇧🇩🇧🇩🇧🇩💚💚❤️❤️

09/08/2024

❝শিবির করার জন্য ঢাকা ভার্সিটি আমাকে শিক্ষক হিসেবে নেয়নি, এটা তাদের ব্যর্থতা। আমি ঢাবি'র চাইতে বড় ভার্সিটির শিক্ষক হবো, ইনশাআল্লাহ ❞ - ড. মির্জা গালিব।দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানকে এভাবেই চ্যালেঞ্জ করেছিলেন ছাত্রশিবিরের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. মির্জা গালিব ভাই।বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন এবং তার চ্যালেঞ্জ পূর্ণ করেছেন।বিঃদ্রঃ- মির্জা গালিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিপার্টমেন্ট থেকে ৯৮% মার্ক নিয়ে গ্রাজুয়েশন শেষ করেছে, যে মার্ক এখন পর্যন্ত কেউ তুলতে পারেনি।

শুয়ো-পোকা দেখেছেন কখনো? যদি না দেখে থাকেন বা মনে না করতে পারেন তাহলে ছবিটার একেবারে সর্ব বামের প্রাণীটাকে দেখুন। এটাই শু...
07/08/2024

শুয়ো-পোকা দেখেছেন কখনো? যদি না দেখে থাকেন বা মনে না করতে পারেন তাহলে ছবিটার একেবারে সর্ব বামের প্রাণীটাকে দেখুন। এটাই শুয়ো-পোকা। দেখতে বিতিকিচ্ছিরি এবং খানিকটা ভয়-জাগানিয়া এই প্রাণীকে পছন্দ করবে এমন লোক অত্যন্ত বিরল।

তবে—আপনি হয়তো জানেন যে, শুয়ো-পোকা তার জীবনের একটা পর্যায়ে গিয়ে আর শুয়ো-পোকা থাকে না। সেই বিতিকিচ্ছিরি প্রাণীটা একদিন পরিণত হয় জগতের সবচেয়ে সুন্দর প্রাণীগুলোর একটিতে! অনিন্দ্য সুন্দর ডানার যে প্রজাপতিকে একটু ছুঁয়ে দিতে আপনাদের ভীষণ ইচ্ছে করে, সেই প্রজাপতি কিন্তু শুয়ো-পোকারই পরিবর্তিত রূপ মাত্র!

প্রজাপতির জীবনচক্রের মতো হতে পারে আপনার জীবনটাও। কখনো আপনাকে থাকতে হতে পারে শুয়ো-পোকার পর্যায়ে। চারপাশের কেউই তখন হয়তো আপনাকে পছন্দ করবে না, ঘৃণা করবে, দেখলেই দূরে সরে যাবে।

কিন্তু, মানুষের এমন প্রতিক্রিয়ায় হতোদ্যম না হয়ে যদি আপনি আপনার জীবনচক্রটাকে পূর্ণতা দিতে পারেন, সর্বোচ্চটা দিয়ে যদি নিজেকে বিকশিত করে শুয়ো-পোকার স্তর থেকে আপনি প্রজাপতির স্তরে উন্নীত করতে পারেন নিজেকে, দেখবেন চারপাশে তখন আপনাকে ভালোবাসার মানুষের আর অভাব হবে না।

জেনে রাখুন—প্রজাপতির মতো একটা সুন্দর জীবন পেতে হলে শুয়ো-পোকার মতো একটা সংগ্রাম-মুখর জীবনের ভেতর দিয়ে আসতে হয়।

Address

Khagrachari
4400

Telephone

+8801317807796

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোকিত জীবন ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলোকিত জীবন ইসলাম:

Share