Tapan Chakma Story

Tapan Chakma Story Tapan Chakma

28/07/2025

আমি গত সপ্তাহে আমার পোস্টে 100টির বেশি প্রতিক্রিয়া পেয়েছি! এই সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ! 🎉 Tapan Chakma Story

চারিত্রিক সনদপত্র চাইতে গিয়ে ‘কুকি চিন’ সন্দেহে শিক্ষার্থীকে অপদস্থ করার অভিযোগ কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধ...
28/07/2025

চারিত্রিক সনদপত্র চাইতে গিয়ে ‘কুকি চিন’ সন্দেহে শিক্ষার্থীকে অপদস্থ করার অভিযোগ কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে

কাপ্তাই, ২৭ জুলাই ২০২৫
চারিত্রিক সনদপত্র নিতে গিয়ে ‘কুকি চিন’ বিদ্রোহী সন্দেহে একজন আদিবাসী পাহাড়ি শিক্ষার্থীকে অপমান ও অপদস্থ করার অভিযোগ উঠেছে রাঙ্গামাটির কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরীর বিরুদ্ধে।
অভিযোগকারী শিক্ষার্থী সুসময় তঞ্চঙ্গ্যা আজ নিজের ফেসবুক পোস্টে লেখেন, উচ্চশিক্ষার প্রয়োজনীয় কাগজপত্রের অংশ হিসেবে সম্প্রতি তিনি কলেজে গিয়ে চারিত্রিক সনদপত্র চেয়েছিলেন। কিন্তু তখন অধ্যক্ষ তাকে সন্দেহের চোখে দেখে প্রশ্ন করেন, “তুমি কুকি-চিন নাকি?” এরপর তিনি নিজের পরিচয় পরিষ্কারভাবে ব্যাখ্যা করলেও অধ্যক্ষ তার কথা না শুনে সনদপত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে তিনি আরেকজন শিক্ষকের মাধ্যমে অনুরোধ জানান, কিন্তু তাতেও অধ্যক্ষের সিদ্ধান্ত পরিবর্তন হয়নি।
ভুক্তভোগী শিক্ষার্থীর ভাষ্যমতে, অধ্যক্ষ তার জাতিগত পরিচিতি দেখে এমন সন্দেহ পোষণ করেন এবং চরম অবমাননাকর আচরণ করেন।

তিনি বলেন, “আমি শুধু একটি সনদ নিতে গিয়েছিলাম, কিন্তু নিজেকে অপরাধীর মতো মনে হচ্ছিল। এ ধরনের আচরণ একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত অপমানজনক ও মানসিকভাবে ভেঙে পড়ার মতো।”

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানাজানি হলে নিন্দার ঝড় ওঠে। আদিবাসী ছাত্র সমাজ অধ্যক্ষের এ ধরনের আচরণকে জাতিগত বৈষম্য ও অপেশাদারিত্বের চরম উদাহরণ হিসেবে উল্লেখ করে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

সুসময় তঞ্চঙ্গ্যার ফেসবুক পোস্ট নিচে হুবুহু দেওয়া হলো:
“আজকে কলেজে গেলাম প্রিন্সিপাল স্যারের কাছে একটা সিগনেচার নিতে, স্যারের রুমে ডুকার জন্য পারমিশন নিলাম স্যার ভিতরে ডুকার পারমিশন দিল। রুমে ডুকার সাথে সাথে জিজ্ঞাসা করলো কি কাজে আসছো আমি বললাম স্যার আামার একটা সিগনেচার লাগবে,কাগজ তা হাতে নেওয়ার পর বললো এটা তো চারিত্রিক সনদপত্র আমি বললাম জি স্যার তখন স্যার বললো কোথায় কি করবা। আমি বললাম স্যার আমি এই কাজে দিব,স্যার হুট করে বলে উঠলো আমি সিগনেচার দিতে পারবো না, বললো আমি নাকি কুকি-চিন এর যোগদান দিব।আমি বললাম স্যার আমার সব কাগজপত্র আছে চেক করে দেখতে পারেন আমি কোন কাজে দিব তাও আমার কথা বিশ্বাস করলো না, তারপর আমি নিজের ফাইল থেকে বের করে সব কাগজ পত্র গুলো স্যারের সামনে রাখলাম তারপরে ও বিশ্বাস করলো না, তখন আমি নিজেকে দেখে কেমন যেন লাগছিল একদম চুপ করে ছিলাম পাশে আামার ক্লাস টিশার একজন ছিল আমি স্যার কে বললাম স্যার আমার একটা কাজের জন্য প্রিন্সিপাল স্যারের সিগনেচার তা লাগতেছে,তখন স্যার আমার হাত থেকে আমার কাগজ পত্র গুলো নিয়ে রিকুয়েষ্ট নিলে পরে স্যারের কথা ও বিশ্বাস করলো না, স্যার কে নাকি বলে আমি নাকি কুকি-চিন এ যোগ দেওয়ার জন্য উনার কাছ থেকে সিগনেচার নিচ্ছি,মনে মনে ভাবলাম ২বছর এই কলেজ থেকে পড়াশোনা করে এই কথা শুনার জন্য আজকে কলেজে আসছি, এতো রিকুয়েষ্ট করার পরে ও সিগনেচার তা পেলাম না। কুকি-চিন কি জীবনে দেখিও নাই আজকে কুকি-চিন হতে হলো।”

মৃত্যুর পর ব্যক্তিগত ফেইসবুকে পোস্ট শেফাত উল্লাহ শেফুদার।( শেফুদা)।এক নামে সবার পরিচিত মুখ শেফুূদা। মিডিয়ায় সবাই বলাবলি ...
26/07/2025

মৃত্যুর পর ব্যক্তিগত ফেইসবুকে পোস্ট শেফাত উল্লাহ শেফুদার।( শেফুদা)।

এক নামে সবার পরিচিত মুখ শেফুূদা। মিডিয়ায় সবাই বলাবলি করছে শেফুদা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশেষ ত্যাগ করেন।

আলোচিত সমালোচিত হলেও সবাই শেফাত উল্লাহ শেফুদার ( শেফুদা) জন্য দোয়া প্রার্থনা করছে। তাঁর জান্নাতবাসীর কামনা করা হচ্ছে।

আসলে তাঁর মৃত্যুই কি সত্যি ছিল! অনেকের এই নিশ্চয়তার জল্পনা - কল্পনার প্রশ্ন।

অবশেষে সেই জল্পনা -কল্পনার অবসান ঘটিয়ে শেফাত উল্লাহ শেফুদা তাঁর ব্যক্তিগত ফেইসবুকে পোস্ট করেন। পোস্ট এ তিনি লিখেছেন " তোরা আমাকে বার বার মেরে ফেলিস কেন গরীবেরা?"।. Cp.

মঞ্জুর দেওয়া একমুঠো মাটি হারিয়ে গেছে সময়ের স্রোতে, রয়ে গেছে কেবল তাঁর বাজানো বাঁশিগুলোকাপ্তাই বাঁধের জল যখন গ্রামের পর গ...
24/07/2025

মঞ্জুর দেওয়া একমুঠো মাটি হারিয়ে গেছে সময়ের স্রোতে, রয়ে গেছে কেবল তাঁর বাজানো বাঁশিগুলো

কাপ্তাই বাঁধের জল যখন গ্রামের পর গ্রাম গ্রাস করে নিচ্ছিল, তখন মানবেন্দ্র নারায়ণ লারমা(মঞ্জু) বাড়ির উঠোনে বসে এই বাঁশিগুলো করুণ সুরে বাজাতেন। সেই বাঁশিগুলো এখনো যত্নে রেখে দিয়েছেন বড় বোন শ্রীমতি জ্যোতি প্রভা লারমা।

সর্বগ্রাসী পানি যখন তাঁদের বাসা ডুবিয়ে দিচ্ছিল, এম. এন. লারমা(মঞ্জু) উঠোন থেকে একমুঠো মাটি তুলে বড় বোনের হাতে দিয়ে বলেছিলেন, “একদিন এই মাটি স্বর্ণের মতো দামী হবে।”

কালান্তরে সেই মাটি হারিয়ে ফেলেছেন তাঁর বড় বোন। আছে কেবল বাঁশিগুলো।

ছবি: মানবেন্দ্র নারায়ণ লারমার(মঞ্জু) বড়বোন শ্রীমতি জ্যোতিপ্রভা লারমা(মিনু)

বিশ্বের প্রথম নাস্তিক রাষ্ট্র হচ্ছে- " আলবেনিয়া"। আলবেনিয়া: দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি ছোট দেশ, যার ইতিহাস একসময় বিশ্বজ...
23/07/2025

বিশ্বের প্রথম নাস্তিক রাষ্ট্র হচ্ছে- " আলবেনিয়া"।

আলবেনিয়া: দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি ছোট দেশ, যার ইতিহাস একসময় বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। কারণ, ১৯৬৭ সালে এটি সরকারিভাবে বিশ্বের প্রথম 'নাস্তিক রাষ্ট্র' হিসেবে ঘোষণা করা হয়। এটি ছিল এমন একটি পদক্ষেপ, যেখানে ধর্মীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠানের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়—মসজিদ, গির্জা, মন্দির সবকিছু বন্ধ করে দেওয়া হয়।

কয়েকটি তথ্য ব্যানার অনুযায়ী:
দেশের নাম: আলবেনিয়া
জনসংখ্যা: ২৭ লক্ষ
প্রধান ধর্ম: ইসলাম (৫৮%)
রাজধানী: তিরানা
আয়তন: ২৮,৭৪৮ বর্গ কিমি
**নেটো সদস্য

স্বাধীনতা: ১৯১২ সালে (উসমানীয় সাম্রাজ্যের কাছ থেকে)

ধর্মবিরোধী অবস্থান: এনভার হোজা নামক একক পার্টি শাসনের সময়কালে (কমিউনিস্ট শাসন), রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়। "ধর্ম হচ্ছে জনগণের আফিম।" এর ফলে: সব ধরনের উপাসনালয় বন্ধ করে দেওয়া হয়। ধর্মীয় পোশাক, অনুষ্ঠান, শিক্ষা নিষিদ্ধ করা হয়।
ধর্মীয় নেতাদের গ্রেফতার ও নির্যাতনের শিকার হতে হয়।

পরিবর্তন: ১৯৯১ সালে কমিউনিস্ট শাসনের পতনের পর আবার ধর্ম পালনের স্বাধীনতা ফিরে আসে। তবে দীর্ঘ নাস্তিক শাসনের প্রভাব আজও দেশটির সমাজে স্পষ্টভাবে অনুভূত হয়।

শিক্ষা ও বার্তা: একটি রাষ্ট্র কেবল অর্থনীতি, সেনাবাহিনী বা ভূখণ্ড নয়। মানুষের বিশ্বাস, আত্মা, ও আচরণের স্বাধীনতা দিয়েই রাষ্ট্র পূর্ণতা পায়। ধর্মীয় স্বাধীনতা হরণ কখনোই দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা এনে দিতে পারে না।

#আলবেনিয়া #নাস্তিকরাষ্ট্র #বিশ্বইতিহাস #ধর্মনিরপেক্ষতা #আত্মারস্বাধীনতা #কমিউনিজম #ধর্মদমন #মানবাধিকার

আজ বাঙ্গালহালিয়া খ্যংদং পাড়ার আকাশ ভারী, পাহাড় নিস্তব্ধ। রাঙামাটির রাজস্থলী উপজেলার প্রিয় সন্তান উক্য চিং মারমা-এর দাহ...
23/07/2025

আজ বাঙ্গালহালিয়া খ্যংদং পাড়ার আকাশ ভারী, পাহাড় নিস্তব্ধ। রাঙামাটির রাজস্থলী উপজেলার প্রিয় সন্তান উক্য চিং মারমা-এর দাহক্রিয়া সম্পন্ন হলো তারই গ্রাম খ্যংদং পাড়ার শ্মশানে, মারমা জাতির ধর্মীয় রীতিনীতি অনুসারে।

২১ জুলাইয়ের সেই বিভীষিকাময় দিনে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সাথে লড়ছিলেন তিনি। কিন্তু ২২ জুলাই ভোর ৩টার দিকে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের মায়া ত্যাগ করে চিরনিদ্রায় শায়িত হলেন।

এই মৃত্যু কেবল একজন উক্য চিং মারমার মৃত্যু নয়—
এটি একটি স্বপ্নের মৃত্যু, একটি পরিবারের স্বপ্নভঙ্গ, একটি জাতির হৃদয়চেরা আর্তনাদ।

তিনি ছিলেন তরুণ সমাজের এক অনুকরণীয় মুখ, শান্তিপ্রিয়, নির্লোভ, দায়িত্ববান এবং সমাজসেবায় অঙ্গীকারবদ্ধ এক আদর্শবান মানুষ। পাহাড়ের প্রতিটি ঘরে ঘরে আজ শোকের ছায়া। বয়স্কদের চোখে জল, যুবকদের বুকে আগুন, শিশুদের মুখে নীরবতা।

আমরা হারালাম এক আলোকবর্তিকা।
আমরা হারালাম আমাদের একজন উজ্জ্বল নক্ষত্রকে।

আমরা উক্য চিং মারমাকে ভুলবো না।
তার এই অকালপ্রয়াণ আমাদের মনে করিয়ে দেয়—
অসতর্কতা ও অব্যবস্থাপনা কীভাবে প্রাণ কেড়ে নেয়!
আমরা চাই, এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হোক।
আর যেন কোন উক্য চিংকে অকালে হারাতে না হয়।

স্বামীকে হারিয়ে পাগল প্রায় তৌকিদের স্ত্রী
23/07/2025

স্বামীকে হারিয়ে পাগল প্রায় তৌকিদের স্ত্রী

👩‍✈️✈️ বাংলাদেশ বিমানের নারী পাইলটকে জানাই অশেষ শুভকামনা! 🇧🇩আকাশ জয়ের এই পথচলায় আপনি শুধু একজন পাইলট নন, আপনি আমাদের গর্...
23/07/2025

👩‍✈️✈️ বাংলাদেশ বিমানের নারী পাইলটকে জানাই অশেষ শুভকামনা! 🇧🇩
আকাশ জয়ের এই পথচলায় আপনি শুধু একজন পাইলট নন, আপনি আমাদের গর্ব, অনুপ্রেরণা।

জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সের ককপিটে একজন নারীর দৃঢ় পদচারণা আমাদের নতুন স্বপ্ন দেখায়।
আপনার প্রতিটি ফ্লাইট হোক নিরাপদ, সুন্দর ও সফল।

উড়ুন আপনি, এগিয়ে যাক বাংলাদেশ! ❤️💚

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহদ্বিয়া রহমান জাপানের টোকিওতে অনুষ্ঠিত আইডা অ্যাওয়ার্ডসের ইন...
15/07/2025

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহদ্বিয়া রহমান জাপানের টোকিওতে অনুষ্ঠিত আইডা অ্যাওয়ার্ডসের ইন্টেরিয়র ডিজাইন বিভাগে 'জাজেস চয়েস' অ্যাওয়ার্ড জিতেছেন।

তার প্রজেক্ট ছিল 'Stories Unfold: The Tale of a Single Mother'। এখানে তিনি ঐতিহ্যবাহী চায়ের দোকানকে নতুনভাবে কল্পনা করেছেন, একক মায়েদের জন্য নিরাপদ ও বহুমাত্রিক স্থান হিসেবে রূপদান করেছেন। এই প্রজেক্টে সমাজের প্রান্তিক নারীদের কষ্ট ও সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে।

বিজয়ী হিসেবে মাহদ্বিয়া পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি এবং ৫০০ ডলার।

🔔 ভুল করো, শিখো, বদলে যাও — এটাই উন্নতির পথ।ভুলকে ভয় নয়, বরং শক্তি বানাও!💥⚡ভুল করা মানেই ব্যর্থতা নয় — বরং এগিয়ে যাওয়ার ...
15/07/2025

🔔 ভুল করো, শিখো, বদলে যাও — এটাই উন্নতির পথ।
ভুলকে ভয় নয়, বরং শক্তি বানাও!💥

⚡ভুল করা মানেই ব্যর্থতা নয় — বরং এগিয়ে যাওয়ার সুযোগ!

একজন সাংবাদিক একদিন টমাস আলভা এডিসনকে প্রশ্ন করলেন:
“আপনি কি জীবনে অনেক ভুল করেছেন?”
এডিসন হেসে উত্তর দিলেন,
“অসংখ্যবার!”
সাংবাদিক বিস্মিত হয়ে বললেন,
“তাহলে তো আপনার বুদ্ধি কম?”
এডিসনের অসাধারণ জবাব ছিল:
“হ্যাঁ, বুদ্ধি কম ছিল, কিন্তু অসংখ্যবার ভুল করার মধ্য দিয়ে তা আজ অসংখ্য গুণে বেড়ে গেছে।”

🔧 এডিসন প্রতিবার ভুল করার পর নিজেকে শুধরে নিতেন।
তিনি জানতেন, ভুল মানেই নতুন কিছু শেখার সুযোগ।
আর সেই শিখেই গড়ে তুলেছিলেন এমন সব আবিষ্কার, যা আজও পৃথিবীকে এগিয়ে নিচ্ছে।

📚 রবিন শর্মা বলেছিলেন:
“ভুল বলে কিছু নেই, প্রতিটিই একেকটি নতুন শিক্ষা।”

🧠 আলবার্ট আইনস্টাইন বলেছিলেন:
“যে কখনো ভুল করেনি, সে আসলে কখনো চেষ্টাই করেনি।”

📕 'How to Change a Life' বইটি একবার ভুল করে ছাপা হয়েছিল:
‘How to Change a Wife’ নামে!
🔑কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই ভুল সংস্করণই বেস্ট সেলার হয়েছিল!

😄 কথায় আছে:
“মাঝে মাঝে ইচ্ছে করে ভুল করে ফেলো...
যে কখনো কমেন্ট করে না, সেও একদিন কিছু বলবেই!”

📈 বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলতেন:
“উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের সমন্বয়।”

🏃‍♂️ রিচার্ড ব্র্যানসন বলেছিলেন:
“নিয়ম মেনে কেউ হাঁটা শেখে না—হাঁটা শেখা হয় পড়ে গিয়ে, উঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করার মধ্য দিয়ে।”

🎖️ কলিন পাওয়েল বলেছিলেন:
“যোগ্য নেতা জন্ম নেয় না, তৈরি হয় চেষ্টা, ভুল আর অভিজ্ঞতার মধ্য দিয়ে।”

🏀 মাইকেল জর্ডান বলেছিলেন:
“আমি বারবার ব্যর্থ হয়েছি, ভুল করেছি—এই কারণেই আমি সফল।”

🚗 হেনরি ফোর্ড বলতেন:
“ভুল হলো নতুন করে শুরু করার একটা দুর্দান্ত সুযোগ।”

✍️ সত্যিকারের মানুষ কখনো নির্ভুল হতে পারে না।
কারণ যদি তুমি সবকিছু ঠিকঠাকই করো, তবে শেখার কিছুই থাকবে না!

🔄 পেন্সিলের মতো হও—
ভুল হলে ঘষে ফেলে নতুন করে শুরু করা যায়।
কিন্তু কলমের মতো হয়ো না—
যে নিজেকে নির্ভুল ভাবে, আর তাই তার ভুল শুধরানোও যায় না!

🔔 ভুল করো, শিখো, বদলে যাও — এটাই উন্নতির পথ।
ভুলকে ভয় নয়, বরং শক্তি বানাও!

03/10/2023
08/06/2023

মেয়েদের রশি টানাটানি

Address

Village: Kutubchari Para, 3 No Barmachari Up, Lokkhichari
Khagrachari

Alerts

Be the first to know and let us send you an email when Tapan Chakma Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tapan Chakma Story:

Share