01/05/2025
বিশ্বাস এমন একটি জিনিস, যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় প্রতিটি কাজে, প্রতিটি কথায়। একবার ভেঙে গেলে তা আগের মতো গড়ে তোলা খুব কঠিন।
কারো উপর বিশ্বাস করার মানে শুধু তাকে বিশ্বাসযোগ্য মনে করা নয়, বরং নিজের মনকে শান্ত রাখা — যে, সে কখনো আঘাত দেবে না। আর যদি কেউ তোমার বিশ্বাস ভঙ্গ করে, তবে সেটা তার চরিত্রের প্রতিফলন, তোমার সরলতার নয়।
সবকিছু পাওয়া যায়, কিন্তু একবার হারানো বিশ্বাস ফিরে পাওয়া খুব কঠিন।
তাই, বিশ্বাস ভেঙো না — কারণ একবার হারালে, সম্পর্কটা থেকেও থাকেনা ❤️