24/05/2025
প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে যা জানিয়েছে জামায়াতে ইসলামী :
⭕️ জামায়াত বিশ্বাস করে সমস্ত দলই দেশকে ভালোবাসে। ভালোবাসার জায়গা থেকে দায়িত্ববোধের পরিচয় দিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে অর্থবহ সংস্কার ও অর্থবহ নির্বাচনের জন্য।
⭕️ জামায়াত মনে করে দুইটা রোডম্যাপ ঘোষণা করলেই সমাজে চলমান অস্থিরতা অনেকাংশে কাটানো সম্ভব। একটা হচ্ছে সংস্কারের রেডম্যাপ ও অন্যটি নির্বাচনের রোডম্যাপ। এই দুইটাই অতীব গুরুত্বপূর্ণ।
⭕️ জুলাই প্রোক্লেমেশনের ব্যাপারে দলগুলোর মতামতের ভিন্নতা থাকলেও জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে।
⭕️দেশে একটা পরিবর্তন এসেছে। এই পরিবর্তনে যারা সরকারে নেতৃত্ব দিচ্ছেন তাদের পরিচয় হচ্ছে তারা কোন পার্টিকে বিলং করবেন না, এটাই হওয়া উচিত। কিন্তু এখানে কিছুটা ব্যতিক্রম ঘটেছে।
⭕️ স্বাভাবিকভাবেই দেশের পরিবর্তনের কিছু দাবি ছিল অর্থবহ সংস্কার করা লাগবে যারা অপরাধী তাদের বিচার হতে হবে। এই সংস্কার ও বিচারের মধ্য দিয়েই একটা অর্থবহ নির্বাচন হবে। নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে কোন ধরণের ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবেনা। এখানে পেশিশক্তি ও কালো টাকার প্রভাব চলবেনা।
⭕️জনগণের বড় ধরণের কোন ভুগান্তি না হয়ে একটা কমফর্টেবল টাইমে এই নির্বচান হওয়া উচিত। নির্বাচনের আগে অবশ্যই সংস্কার ও বিচারের দৃশ্যমান কিছু প্রক্রিয়া জনগণের কাছে অবশ্যই আসতে হবে। সংস্কার শেষ না হয়ে যদি কোন নির্বাচন হয় এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারেবেনা। যে পাঁচটা সংস্কারে তারা হাত দিয়েছেন অন্তত এতটুকুর নিষ্পত্তি হওয়া উচিত সন্তোষজনক ভাবে।
তথ্য সংগ্রহ বাশের কেল্লা পেইজ।