The Hill Guy

The Hill Guy "পাহাড়ের মায়ায় বাঁধা মন, প্রকৃতির নীরবতার মাঝে খুঁজে পাই জীবনের আসল রং।" The Hill Guy is simply your travel partner.
(1)

We ensure an exciting voyage at your desired destination within an affordable price

মাথায় কো'প খাওয়া মামুনকে নাম ধরে ডাকলে তাকায়, ভালো আছো জিজ্ঞেস করলে মাথা নাড়ে কিন্তু মাথার বা পাশের খুলি খুলে ফেলায় ও ব্...
06/09/2025

মাথায় কো'প খাওয়া মামুনকে নাম ধরে ডাকলে তাকায়, ভালো আছো জিজ্ঞেস করলে মাথা নাড়ে কিন্তু মাথার বা পাশের খুলি খুলে ফেলায় ও ব্রেইনে কো'প খাওয়ায় ওর সেন্স নেই৷ শব্দ শুনলে এমন করে। জুস আর লিকুইড খাবার খাচ্ছে।
তবে যতদিন যাবে মাথার যন্ত্রনা বাড়তে পারে। ডাক্তার বললো দুই মাস পর মাথার খুলি লাগাবে তার। দুইমাসের আগে কিছু বলা যাচ্ছে না।
তার পরিজনরা সবার কাছে দোয়া চেয়েছেন। সবাই ওর জন্য মন থেকে দোয়া করবেন।
©

তোমাকে নিয়ে একদিন পাহাড় দেখতে যাবো🥹❤️‍🩹📌কংলাক পাহাড় সাজেক ভ্যালী🖼️🫶
05/09/2025

তোমাকে নিয়ে একদিন পাহাড় দেখতে যাবো🥹❤️‍🩹
📌কংলাক পাহাড় সাজেক ভ্যালী🖼️🫶

01/09/2025

Men are simple 😂😂😁😁

01/09/2025

Sunil Grover vs Bansuri Sunil Grover Sit and Stand

01/09/2025

One voice, a million heartbreaks

01/09/2025

Sunil Grover mimicry and acting Ajay Devgan | Kapil Sharma show

এই ডকুমেন্ট কিছু কাগজপত্র এবং নগদ অর্থ সহ একটি মানিব্যাগ পাওয়া গেছে রোম ইতালিতে ॥ বিদেশের মাটিতে ডকুমেন্ট অনেক গুরুত্বপ...
01/09/2025

এই ডকুমেন্ট কিছু কাগজপত্র এবং নগদ অর্থ সহ একটি মানিব্যাগ পাওয়া গেছে রোম ইতালিতে ॥
বিদেশের মাটিতে ডকুমেন্ট অনেক গুরুত্বপূর্ণ সুতরাং ইতালিতে যারা আছেন তাদের শেয়ারে ফিরে পেতে পারে এই ডকুমেন্টের মালিক ॥
যোগাযোগের নাম্বার
3291244409
3664722977

কতটা হৃদয় বিদারক ঘটনা। 😢“ঘরে ঘরে এমন অজস্র আবু জাহেল আছে”ছেলে ইমুতে মেসেজ পাঠিয়েছে-“বাবা আপনার নামে ২০ হাজার টাকা ছেড়েছি...
01/09/2025

কতটা হৃদয় বিদারক ঘটনা। 😢

“ঘরে ঘরে এমন অজস্র আবু জাহেল আছে”

ছেলে ইমুতে মেসেজ পাঠিয়েছে-
“বাবা আপনার নামে ২০ হাজার টাকা ছেড়েছি, এ টাকা দিয়ে আপনি ডাক্তার দেখাবেন, ফল কিনে খাবেন। গোপন নাম্বারে পাঠিয়েছি, আপনি আইডি কার্ড নিয়ে জনতা ব‍্যাংকে গেলেই টাকা পেয়ে যাবেন”।
(গোপনীয়তার স্বার্থে পিন নাম্বারটি দিলাম না)।

ছেলের কথা মতো বাবা আজ জনতা ব‍্যাংক গৌরীপুর শাখায় এসেছেন টাকা তোলার জন‍্য। বেশ অসুস্থ শরীর তাঁর। কোনমতে লাঠিতে ভর করে চলাফেরা করেন। বললাম- এই শরীর নিয়ে একা একা আসা ঠিক হয়নি আপনার।
তিনি জানালেন- সাথে আসার মতো কাউকে পাননি বলে কষ্ট করে একাই এসেছেন। টাকা তুলে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি ফিরবেন।

মুরুব্বিকে আমার রুমে বসিয়ে সহকর্মীকে বললাম ওনার টাকাটা পে-আউট করে দেয়ার জন‍্য। কিছুক্ষণ পর আমার সহকর্মী জানালো, এই টাকার বেনিফিসিয়ারী তিনি নন, অন‍্য আরেকজন। পরবর্তীতে গোপন পিন নাম্বারটি আমি নিজে কয়েক বার মিলিয়ে দেখলাম, সহকর্মীর কথাই সত‍্যি। পরে ভদ্রলোকের কাছে জানতে চাইলাম উল্লেখিত ব‍্যাক্তিকে আপনি চিনেন কিনা। নাম শোনতেই তাঁর দু’চোখে জলের তান্ডব দেখলাম!
অভাগা বাবা কাঁদতে কাঁদতে লাঠিতে ভর দিয়ে চলে গেলেন।

তখন নায়ক রাজ্জাকের “বাবা কেনো চাকর” সিনেমাটির কথা মনে পড়ে গেল। হৃদয়ে বাজতে লাগলো- আমার মতো এমন সুখী নেইতো কারো জীবন…..

বুঝতে পারলাম, ছেলে তার শ্বশুরকে পাঠানো মেসেজটি ভুলক্রমে বাবার মোবাইলে পাঠিয়ে দিয়েছেন। ঘন্টা দেড়েক পর একজন তড়তাজা ভদ্রলোক এসে সে টাকা উঠিয়ে নিয়ে গেলেন। তারঁ সাথেও কথা হল। জানতে চাইলাম কে টাকা পাঠিয়েছেন।
মাঝ বয়োসী ভদ্রলোক জানালো - “আমার জামাই, নবীর দেশে থাকে। খুব ভালো ছেলে, কয়েক মাস পর পর শরীর চেকআপের জন‍্য টাকা পাঠায়। পাগল একটা জামাই!, দোয়া করবেন স‍্যার।

আমি কিছুক্ষণের জন‍্য স্তব্দ হয়ে গেলাম। ভাবলাম বাবা ছেলেকে বড় করে নবীর দেশে পাঠিয়েছিলেন ঠিকই, এখন সে আবু জাহেলের দেশে বাস করে……

মোহাম্মদ জসীম উদ্দীন
ব‍্যবস্থাপক,জনতা ব‍্যাংক পিএলসি.গৌরীপুর শাখা।
(কপি পোস্ট)

সম্প্রতি আমার ছোট বোনের একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটাতে দেখা যায়, আমার বোন হঠাৎ অনেকদিন পর বাবাকে চমকে দেয়। নতুন ব...
30/08/2025

সম্প্রতি আমার ছোট বোনের একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটাতে দেখা যায়, আমার বোন হঠাৎ অনেকদিন পর বাবাকে চমকে দেয়। নতুন বিয়ে হয়েছে তার, আর শ্বশুরবাড়ি ঢাকা থেকে এসে সে বাবাকে সারপ্রাইজ করে। বাবার চোখের আনন্দ, আবেগ, ভালোবাসা—সেই মুহূর্তটুকু দেখে মন ভরে যায়। বাবা শুধু হাসেন না, আবেগে কেঁদে ফেলেনও। তিনি ভিডিওতে বলতে থাকেন-
“মেয়েদের বিয়ে দিলে আর পাওয়া যায় না।”

এই ভিডিও দেখে শুধু অন্যরা নয়, আমিও কেঁদে ফেলেছি। তখন মনে হয়েছে, কতটা ভাগ্যবতী আমি—কারণ এটা আমার নিজের বাবা। আলহামদুলিল্লাহ, আমি আমার বাবার মেয়ে হয়ে জন্ম নিয়েছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় গর্ব।

বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি হাজার বছর বেঁচে থেকো। তোমার মতো বাবা সত্যিই দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত।

আমার বাবা শুধু আমার কাছে সেরা বাবা নন, একজন মানুষ হিসেবেও তিনি সবার কাছে শ্রেষ্ঠ। অদ্ভুত ভালো মনের অধিকারী, সবার প্রতি ভালোবাসা আর যত্নশীলতা তাঁর স্বভাব। বাবাকে নিয়ে কথা বলে শেষ করা যাবে না।

সবার কাছে অনুরোধ, আমার বাবার জন্য অনেক দোয়া করবেন, আমাদের পরিবারের জন্যও দোয়া করবেন। বারাকাল্লাহ—আল্লাহ্‌র রহমতে যেন সবসময় সুরক্ষিত থাকেন, আর কোনো খারাপ দৃষ্টি তাঁর উপর না লাগে।
(ছবিটা আমার মেজো বোনের বিয়ের ছবি)

ইনশাআল্লাহ
23/08/2025

ইনশাআল্লাহ

সাজেক আসবেন কবে?
23/08/2025

সাজেক আসবেন কবে?

🏞️ বান্দরবান বাজেট রিসোর্ট ও হোটেল গাইড (৳১,০০০ – ৳২৫,০০০)প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের খনি বান্দরবানে ঘুরতে গেলে সবচেয়ে ...
22/08/2025

🏞️ বান্দরবান বাজেট রিসোর্ট ও হোটেল গাইড (৳১,০০০ – ৳২৫,০০০)

প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের খনি বান্দরবানে ঘুরতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন—“থাকবেন কোথায়?” আপনাদের বাজেটের মধ্যে সাজানো হলো বান্দরবানের জনপ্রিয় ২৩টি হোটেল ও রিসোর্টের বিস্তারিত তালিকা।



১। সাইরু হিল রিসোর্ট (Sairu Hill Resort)

✅ ভাড়া: ৳১০,০০০ – ৳২৫,০০০
✅ লোকেশন: বারো মাইল, চিম্বুক রোড, ওয়াই জংশন
✅ ফিচার: পাহাড়, প্রাকৃতিক দৃশ্য, বিলাসবহুল কটেজ
📞 যোগাযোগ: 01847417301-09



২। নীলগিরি হিল রিসোর্ট (Nilgiri Hill Resort)

✅ ভাড়া: ৳৮,০০০
✅ লোকেশন: নীলগিরি, বান্দরবান (সেনাবাহিনী পরিচালিত)
✅ ফিচার: পাহাড়চূড়ায় মেঘের রাজ্য, চাঁদের আলোয় রাত
📞 যোগাযোগ: 01769299999, 01769245500



৩। নীলাচল নীলাম্বরী রিসোর্ট (Nilachal Nilambori Resort)

✅ ভাড়া: ৳৪,০০০
✅ লোকেশন: নীলাচল রোড, বান্দরবান
✅ ফিচার: মেঘ ছোঁয়ার অনুভূতি, এক্সক্লুসিভ প্রবেশাধিকার
📞 যোগাযোগ: 01551-444000, 01770-232625



৪। লাবাহ টঙ হিল রিসোর্ট (Labah Tong Hill Resort Ltd.)

✅ ভাড়া: ৳৮,০০০ – ৳১৫,০০০
✅ লোকেশন: হাফেজগোনা, চিম্বুক রোড
✅ ফিচার: বিলাসবহুল কটেজ ও স্যুইট
📞 যোগাযোগ: 01894-938150, 01894-938151



৫। ইকোসেন্স রিসোর্ট (Ecosense Resort)

✅ ভাড়া: ৳৭,২০০ – ৳১৮,০০০
✅ লোকেশন: নীলাচল রোড
✅ ফিচার: ইকো-ফ্রেন্ডলি, আধুনিক সুযোগ-সুবিধা
📞 যোগাযোগ: 01777765789



৬। হোটেল হিলটন (Hotel Hillton)

✅ ভাড়া: ৳১,২০০ – ৳৪,৫০০
✅ লোকেশন: বাসস্ট্যান্ড সংলগ্ন, বান্দরবান শহর
✅ ফিচার: শহরের একদম কেন্দ্রে
📞 যোগাযোগ: 01747-626111, 01551-712111



৭। হোটেল নাইট হেভেন (Hotel Night Heaven)

✅ ভাড়া: ৳২,২০০ – ৳৫,৫০০
✅ লোকেশন: মেঘলা পর্যটন কেন্দ্রের পাশে
✅ ফিচার: ফ্রি ব্রেকফাস্ট, রেন্ট-এ-কার, সেমিনার সুবিধা
📞 যোগাযোগ: 01838506697, 01838506763



৮। হলিডে ইন রিসোর্ট (Holiday Inn Resort)

✅ ভাড়া: ৳২,৪০০ – ৳৬,০০০
✅ লোকেশন: মেঘলা পর্যটন এলাকা
✅ ফিচার: লেকভিউ রুম, হানিমুন কটেজ
📞 যোগাযোগ: 01553325347, 01324733707



৯। গ্রীন পিক রিসোর্ট (Green Peak Resorts)

✅ ভাড়া: ৳৬,০০০ – ৳১১,৫০০
✅ লোকেশন: মেঘলা পর্যটন এলাকা
✅ ফিচার: সুইমিংপুল, মাল্টিকুইজিন রেস্টুরেন্ট
📞 যোগাযোগ: 01758-554466, 01793-339222



১০। মিলনছড়ি হিলসাইড রিসোর্ট (Milonchori Hillside Resort)

✅ ভাড়া: ৳৯০০ (ডরমেটরি) – ৳৫,৬০০
✅ লোকেশন: মিলনছড়ি, চিম্বুক রোড
✅ ফিচার: পাহাড়ি খাবার, শহর থেকে যাতায়াতে সহযোগিতা
📞 যোগাযোগ: 01730-045050 (Bandarban), 01730-045054 (Dhaka)

Address

Khagrachari

Telephone

+8801811919204

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Hill Guy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Hill Guy:

Share