Lifestyle of Ruma

Lifestyle of Ruma Assalamu Alaikum Welcome to my page
(10)

প্রতিটা দিন প্রতিটা মানুষের জীবনে সুখময় হয়ে উঠুক
07/08/2025

প্রতিটা দিন প্রতিটা মানুষের জীবনে সুখময় হয়ে উঠুক

ফেসবুক প্ল্যাটফর্মে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটাই সত্যি কিন্তু দেখেন আজকে একটা বিষয় রিয়েলাইজ করলাম সারাদিন ক...
06/08/2025

ফেসবুক প্ল্যাটফর্মে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটাই সত্যি কিন্তু দেখেন আজকে একটা বিষয় রিয়েলাইজ করলাম সারাদিন কমেন্ট ব্লকে ছিলাম তাই কাউকে সময় দিতে পারি না বারবার দেখতেছি ব্লকটা খুলছি কিনা দেখতেছি না ব্লক খুলে নাই কমেন্ট করতে পারতেছি না সেজন্য আজকে আমার পোস্টে রিয়েকশন গুলা মানে খুবই কম তো এটাই বুঝতে পারলাম যে আসলে ফেসবুক প্ল্যাটফর্মে যতক্ষণ ভালোবাসার দেওয়া যায় ততক্ষণ ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না এটাই সত্যি

বেইমান কখনোই অনুতপ্ত হয় নাস্বার্থপর মানুষ কখনোই কৃতজ্ঞতা স্বীকার করে নাআর সুবিধা বাদীরা কখনোই আপনজন হয় না
06/08/2025

বেইমান কখনোই অনুতপ্ত হয় না
স্বার্থপর মানুষ কখনোই কৃতজ্ঞতা স্বীকার করে না
আর সুবিধা বাদীরা কখনোই আপনজন হয় না

আবেগ ভালোলাগা ভালোবাসা রং চা হচ্ছে আবেগ কপি হচ্ছে ভালো লাগাদুধ চা হচ্ছে ভালোবাসা
06/08/2025

আবেগ ভালোলাগা ভালোবাসা
রং চা হচ্ছে আবেগ
কপি হচ্ছে ভালো লাগা
দুধ চা হচ্ছে ভালোবাসা

সুপ্রভাত
04/08/2025

সুপ্রভাত

জীবনে প্রিয়জন বলতে কেউ নেই, যা কিছু আছে সব প্রয়োজন।যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলো রং বদলায়।
03/08/2025

জীবনে প্রিয়জন বলতে কেউ নেই, যা কিছু আছে সব প্রয়োজন।যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলো রং বদলায়।

good morning
03/08/2025

good morning

সকালের ঘুম কেন এত মধুর হয়
02/08/2025

সকালের ঘুম কেন এত মধুর হয়

যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন ভুলে যাবে তুমি কেআর যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন তোমাকে সমগ্র দুনিয়া ভুলে যাবে
01/08/2025

যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন ভুলে যাবে তুমি কে
আর যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন তোমাকে সমগ্র দুনিয়া ভুলে যাবে

শরীর  আর সম্পত্তি নিয়ে কখনো  অহংকার করতে নেই
01/08/2025

শরীর আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করতে নেই

31/07/2025

আজকে দেশি লতি শুটকি দিয়ে রান্না করেছি আলহামদুলিল্লাহ অনেক মজা

একদিন এক মুরুব্বী কে জিজ্ঞেস করা হলো আপনার ছেলে মেয়ে কয়জন? মুরুব্বি তখন উত্তরে বলল চারজন!তখন আবার জিজ্ঞেস করা হলো কে ক...
31/07/2025

একদিন এক মুরুব্বী কে জিজ্ঞেস করা হলো আপনার ছেলে মেয়ে কয়জন?
মুরুব্বি তখন উত্তরে বলল চারজন!তখন আবার জিজ্ঞেস করা হলো কে কি করে?
তখন মুরুব্বী উত্তরে বলল একজন এমবিবিএস আর একজন ইঞ্জিনিয়ার আর একজন ব্যাচেলার শেষ করেছে বাকি একজন চোর
তখন মুরুব্বী কে বলা হলো চোরকে বের করে দেন ঘর! থেকে তখন মুরুব্বি উত্তরে বলল ওকে ঘর থেকে বের করে দিলে খাবো কি?
কারণ ওই তো আমার সংসারটা চালায় বাকিগুলো যে যার মত সুখী আছে কেউ আমার খবর নেয় না
আসলে এটাই আমাদের সমাজে এখনো অনেক অনেক করুন কাহিনী

Address

Khagrachari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lifestyle of Ruma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category